ETV Bharat / international

Afghanistan Govt: সম্ভবত আজই আফগানিস্তানে নয়া সরকারের ঘোষণা তালিবানের - তালিবান

আজই হয়তো আফগানিস্তানে (Afghanistan) নতুন সরকারের ঘোষণা করতে চলেছে তালিবান (Taliban)৷ নয়া মন্ত্রিসভা (Cabinet) নিয়ে আলোচনাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর মিলেছে ৷ সরকারের নেতা হতে চলেছেন মুল্লাহ হেবাতুল্লাহ আখুন্দজাদা (Mullah Hebatullah Akhundzada) ৷

afghanistan-taliban-expected-to-announce-new-government-today
সম্ভবত আজই আফগানিস্তানে নয়া সরকারের ঘোষণা তালিবানের
author img

By

Published : Sep 3, 2021, 12:39 PM IST

কাবুল, 3 সেপ্টেম্বর: কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে (Afghanistan) নতুন সরকার (New Government) গঠন করতে পারে তালিবান (Taliban)৷ অবিলম্বে খাদ্যসঙ্কট মেটাতে হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্রসংঘ ৷ পাশাপাশি যুদ্ধদীর্ণ দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের কাছে তারা আর্জিও জানিয়েছে ৷ এই অবস্থায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া তালিবান আর ফেলে রাখতে চাইবে না বলে মনে করা হচ্ছে ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকালের প্রার্থনার পরই মন্ত্রিসভার ঘোষণা করা হবে ৷ এই উপলক্ষে রাজধানী শহর কাবুলে (Kabul) রাষ্ট্রপতির ভবনে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে খবর ৷

তালিবান সংস্কৃতি কমিশনের আনামুল্লাহ সামানগানি (Anamullah Samangani) বৃহস্পতিবার জানিয়েছেন, নতুন সরকারের নেতা হবেন মুল্লাহ হেবাতুল্লাহ আখুন্দজাদা (Mullah Hebatullah Akhundzada) ৷ সামানগানির কথায়, "নতুন সরকার নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ মন্ত্রিসভা নিয়ে যাবতীয় আলোচনাও প্রায় শেষ ৷ আমরা যে ইসলামিক সরকারের ঘোষণা করতে চলেছি তা জনতার জন্য তৈরি একটি মডেল হবে ৷ সরকারে বিশ্বাসযোগ্য কম্যান্ডার (আখুন্দজাদা) থাকবেন তাতে কোনও সন্দেহ নেই ৷ তিনিই সরকারের নেতা হবেন ৷"

আরও পড়ুন: Joe Biden on Afghanistan : আফগানিস্তানের মানুষের মৌলিক অধিকারের পাশে থাকবে আমেরিকা, আশ্বাস বাইডেনের

মঙ্গলবার শীর্ষ তালিবান নেতা আনাস হাক্কানি (Anas Haqqani) বলেছিলেন যে, তাদের সংগঠন দেশের প্রায় 90-95 শতাংশ দখল করে নিয়েছে ৷ যে জন্য তারা লড়াই চালাচ্ছে, তার প্রতি বিশ্বাসযোগ্যতা গড়ে তোলাই লক্ষ্য হবে সরকারের ৷ তালিবানের সরকার আফগান ও ইসলামের সেবা করবে ৷ যদিও সরকারে মহিলাদের কী ভূমিকা থাকবে, সে বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি ৷ তালিবান আগেই জানিয়ে দিয়েছে যে, উচ্চপদস্থ কোনও আসনে মহিলাদের বসানো হবে না ৷

আরও পড়ুন : Joe Biden : পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাতে রাজি নই, সঠিক ও সেরা সিদ্ধান্ত; আমেরিকাবাসীকে বার্তা বাইডেনের

সপ্তাহ দুই আগে তালিবান কাবুলের দখল নিলেও সরকার গঠন ও তার কাজ নিয়ে এখনও স্পষ্ট বার্তা শোনা যায়নি তালিবানের তরফে ৷ আগের সরকারের আধিকারিকদের নিজেদের কাজ করে যেতে নির্দেশ দিয়েছে তালিবান ৷ তবে তীব্র অর্থনৈতিক সঙ্কট, নগদ অর্থের ঘাটতি ও তার জেরে জ্বালানি, খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনী জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে ৷ সেই পরিস্থিতির মোকাবিলা কীভাবে হয়, সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব ৷

আরও পড়ুন: Taliban : দখলদার মুক্ত আফগানিস্তান, মার্কিন সেনা কাবুল ছাড়তেই ঘোষণা তালিবানের

কাবুল, 3 সেপ্টেম্বর: কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে (Afghanistan) নতুন সরকার (New Government) গঠন করতে পারে তালিবান (Taliban)৷ অবিলম্বে খাদ্যসঙ্কট মেটাতে হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্রসংঘ ৷ পাশাপাশি যুদ্ধদীর্ণ দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের কাছে তারা আর্জিও জানিয়েছে ৷ এই অবস্থায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া তালিবান আর ফেলে রাখতে চাইবে না বলে মনে করা হচ্ছে ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকালের প্রার্থনার পরই মন্ত্রিসভার ঘোষণা করা হবে ৷ এই উপলক্ষে রাজধানী শহর কাবুলে (Kabul) রাষ্ট্রপতির ভবনে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে খবর ৷

তালিবান সংস্কৃতি কমিশনের আনামুল্লাহ সামানগানি (Anamullah Samangani) বৃহস্পতিবার জানিয়েছেন, নতুন সরকারের নেতা হবেন মুল্লাহ হেবাতুল্লাহ আখুন্দজাদা (Mullah Hebatullah Akhundzada) ৷ সামানগানির কথায়, "নতুন সরকার নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ মন্ত্রিসভা নিয়ে যাবতীয় আলোচনাও প্রায় শেষ ৷ আমরা যে ইসলামিক সরকারের ঘোষণা করতে চলেছি তা জনতার জন্য তৈরি একটি মডেল হবে ৷ সরকারে বিশ্বাসযোগ্য কম্যান্ডার (আখুন্দজাদা) থাকবেন তাতে কোনও সন্দেহ নেই ৷ তিনিই সরকারের নেতা হবেন ৷"

আরও পড়ুন: Joe Biden on Afghanistan : আফগানিস্তানের মানুষের মৌলিক অধিকারের পাশে থাকবে আমেরিকা, আশ্বাস বাইডেনের

মঙ্গলবার শীর্ষ তালিবান নেতা আনাস হাক্কানি (Anas Haqqani) বলেছিলেন যে, তাদের সংগঠন দেশের প্রায় 90-95 শতাংশ দখল করে নিয়েছে ৷ যে জন্য তারা লড়াই চালাচ্ছে, তার প্রতি বিশ্বাসযোগ্যতা গড়ে তোলাই লক্ষ্য হবে সরকারের ৷ তালিবানের সরকার আফগান ও ইসলামের সেবা করবে ৷ যদিও সরকারে মহিলাদের কী ভূমিকা থাকবে, সে বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি ৷ তালিবান আগেই জানিয়ে দিয়েছে যে, উচ্চপদস্থ কোনও আসনে মহিলাদের বসানো হবে না ৷

আরও পড়ুন : Joe Biden : পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাতে রাজি নই, সঠিক ও সেরা সিদ্ধান্ত; আমেরিকাবাসীকে বার্তা বাইডেনের

সপ্তাহ দুই আগে তালিবান কাবুলের দখল নিলেও সরকার গঠন ও তার কাজ নিয়ে এখনও স্পষ্ট বার্তা শোনা যায়নি তালিবানের তরফে ৷ আগের সরকারের আধিকারিকদের নিজেদের কাজ করে যেতে নির্দেশ দিয়েছে তালিবান ৷ তবে তীব্র অর্থনৈতিক সঙ্কট, নগদ অর্থের ঘাটতি ও তার জেরে জ্বালানি, খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনী জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে ৷ সেই পরিস্থিতির মোকাবিলা কীভাবে হয়, সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব ৷

আরও পড়ুন: Taliban : দখলদার মুক্ত আফগানিস্তান, মার্কিন সেনা কাবুল ছাড়তেই ঘোষণা তালিবানের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.