ETV Bharat / international

আফগান বায়ুসেনার অভিযানে নিকেশ 11 আল কায়দা জঙ্গি - ২ তালিবান জঙ্গি নিহত

মৃতদের মধ্যে আল কায়দার একজন শীর্ষনেতাও ছিল বলে জানা গিয়েছে। তারা তালিবান জঙ্গিদের বিস্ফোরক তৈরি করা শেখাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে।

afghan-military-airstrikes-kill-11-al-qaeda-2-taliban-terrorists
আফগান বায়ুসেনার হানায় নিহত 11 আল কায়দা জঙ্গি
author img

By

Published : Dec 28, 2020, 1:18 PM IST

কাবুল (আফগানিস্তান), 28 ডিসেম্বর: আকাশপথে হামলা চালিয়ে 11 জন আল কায়দা ও 2 জন তালিবান জঙ্গিকে খতম করল আফগানিস্তানের বায়ু সেনা। রবিবার আফগান প্রতিরক্ষামন্ত্রকের তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে । হেলমন্ড প্রদেশের নওয়া জেলার ঘটনা । এই ঘটনায় দুই জঙ্গি আহতও হয়েছে ।

মৃতদের মধ্যে আল কায়দার একজন শীর্ষনেতাও ছিল বলে জানা গিয়েছে। তারা তালিবান জঙ্গিদের বিস্ফোরক তৈরি করা শেখাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে। গত সপ্তাহেও হেলমন্ড ও কান্দাহারে একই ধরনের অভিযান চালিয়েছিল আফগান বায়ুসেনা। সেই হামলায় বহু জঙ্গি মারা গিয়েছিল। ওই ঘটনা সেখানকার হেলমন্ড ও কান্দাহার প্রদেশে ঘটানো হয়েছিল।

আরও পড়ুন: চিনে ছুরির হামলায় হত 7

সেপ্টেম্বরে আফগান সরকারের সঙ্গে তালিবানের শান্তি আলোচনা শুরু হয় কাতারের রাজধানী দোহায়। যদিও তখন আফহানিস্তানে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তবে তাতে শান্তি আলোচনা থেমে যায়নি। যা এই মুহূর্তে না চললেও আগামী বছরের জানুয়ারি মাসের 5 তারিখ আবার শুরু হবে।

কাবুল (আফগানিস্তান), 28 ডিসেম্বর: আকাশপথে হামলা চালিয়ে 11 জন আল কায়দা ও 2 জন তালিবান জঙ্গিকে খতম করল আফগানিস্তানের বায়ু সেনা। রবিবার আফগান প্রতিরক্ষামন্ত্রকের তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে । হেলমন্ড প্রদেশের নওয়া জেলার ঘটনা । এই ঘটনায় দুই জঙ্গি আহতও হয়েছে ।

মৃতদের মধ্যে আল কায়দার একজন শীর্ষনেতাও ছিল বলে জানা গিয়েছে। তারা তালিবান জঙ্গিদের বিস্ফোরক তৈরি করা শেখাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে। গত সপ্তাহেও হেলমন্ড ও কান্দাহারে একই ধরনের অভিযান চালিয়েছিল আফগান বায়ুসেনা। সেই হামলায় বহু জঙ্গি মারা গিয়েছিল। ওই ঘটনা সেখানকার হেলমন্ড ও কান্দাহার প্রদেশে ঘটানো হয়েছিল।

আরও পড়ুন: চিনে ছুরির হামলায় হত 7

সেপ্টেম্বরে আফগান সরকারের সঙ্গে তালিবানের শান্তি আলোচনা শুরু হয় কাতারের রাজধানী দোহায়। যদিও তখন আফহানিস্তানে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তবে তাতে শান্তি আলোচনা থেমে যায়নি। যা এই মুহূর্তে না চললেও আগামী বছরের জানুয়ারি মাসের 5 তারিখ আবার শুরু হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.