ETV Bharat / international

কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : পাকিস্তান - India

আন্তর্জাতিক ন্যায় আদালতের রায়ের পর কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ।

কুলভূষণ যাদব
author img

By

Published : Jul 19, 2019, 10:19 AM IST

ইসলামাবাদ, 19 জুলাই : কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে পাকিস্তান । ভারতের এই অভিযোগে বুধবার মান্যতা দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) । ফলে আন্তর্জাতিক স্তরে ধাক্কা খায় ইমরান খান প্রশাসন । এরপর গতকাল পাকিস্তান জানায়, কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে ।

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বিবৃতি দিয়ে বলেন, "ICJ-র সিদ্ধান্ত অনুযায়ী, কুলভূষণকে ভিয়েনা কনভেনশনের 36 ধারা, অনুচ্ছেদ 1 (B)-র অধীনে তাঁর অধিকার সম্পর্কে জানানো হয়েছে । নিজস্ব আইন অনুযায়ী দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে । সেই প্রক্রিয়া শুরু হয়েছে । " সেই প্রক্রিয়া শেষ হলে ভারতীয় হাইকমিশনের অফিসাররা কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন ।

এই সংক্রান্ত আরও খবর : কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ, আন্তর্জাতিক আদালতে ভারতের ঐতিহাসিক জয়

ICJ-র রায়কে ভারত ও পাকিস্তান দু'পক্ষই নিজেদের জয় বলে দাবি করছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "সত্য ও ন্যায়ের জয় হয়েছে ।" পাশাপাশি, গতকাল সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । তিনি বলেন, "একাধিকবার পাকিস্তান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে । ভারতের এই অভিযোগকে 15-1 ভোটে সমর্থন করেছে ICJ । আদালতের নির্দেশ, অবিলম্বে পাকিস্তানকে বাধ্যতামূলকভাবে (কুলভূষণ) যাদবকে তাঁর অধিকারের বিষয়ে জানাতে হবে । পাশাপাশি, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতীয় হাইকমিশনের অফিসারদের তাঁর কাছে যাওয়ার ছাড়পত্র দিতে হবে । " অন্যদিকে, কুলভূষণকে মুক্তির নির্দেশ না দেওয়ায় ICJ-র প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি আরও জানান, আইন অনুযায়ী কুলভূষণ নিয়ে পদক্ষেপ করবে প্রশাসন ।

এই সংক্রান্ত আরও খবর : কুলভূষণকে ভারতে ফেরানোর জন্য ফের পাকিস্তানকে আবেদন করা হবে : বিদেশমন্ত্রী

ইসলামাবাদ, 19 জুলাই : কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে পাকিস্তান । ভারতের এই অভিযোগে বুধবার মান্যতা দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) । ফলে আন্তর্জাতিক স্তরে ধাক্কা খায় ইমরান খান প্রশাসন । এরপর গতকাল পাকিস্তান জানায়, কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে ।

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বিবৃতি দিয়ে বলেন, "ICJ-র সিদ্ধান্ত অনুযায়ী, কুলভূষণকে ভিয়েনা কনভেনশনের 36 ধারা, অনুচ্ছেদ 1 (B)-র অধীনে তাঁর অধিকার সম্পর্কে জানানো হয়েছে । নিজস্ব আইন অনুযায়ী দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে । সেই প্রক্রিয়া শুরু হয়েছে । " সেই প্রক্রিয়া শেষ হলে ভারতীয় হাইকমিশনের অফিসাররা কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন ।

এই সংক্রান্ত আরও খবর : কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ, আন্তর্জাতিক আদালতে ভারতের ঐতিহাসিক জয়

ICJ-র রায়কে ভারত ও পাকিস্তান দু'পক্ষই নিজেদের জয় বলে দাবি করছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "সত্য ও ন্যায়ের জয় হয়েছে ।" পাশাপাশি, গতকাল সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । তিনি বলেন, "একাধিকবার পাকিস্তান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে । ভারতের এই অভিযোগকে 15-1 ভোটে সমর্থন করেছে ICJ । আদালতের নির্দেশ, অবিলম্বে পাকিস্তানকে বাধ্যতামূলকভাবে (কুলভূষণ) যাদবকে তাঁর অধিকারের বিষয়ে জানাতে হবে । পাশাপাশি, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতীয় হাইকমিশনের অফিসারদের তাঁর কাছে যাওয়ার ছাড়পত্র দিতে হবে । " অন্যদিকে, কুলভূষণকে মুক্তির নির্দেশ না দেওয়ায় ICJ-র প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি আরও জানান, আইন অনুযায়ী কুলভূষণ নিয়ে পদক্ষেপ করবে প্রশাসন ।

এই সংক্রান্ত আরও খবর : কুলভূষণকে ভারতে ফেরানোর জন্য ফের পাকিস্তানকে আবেদন করা হবে : বিদেশমন্ত্রী

New Delhi, Jul 19 (ANI): Amazon Prime Day sale which ran for 48 hours this year surpassed Black Friday and Cyber Monday combined, with members purchasing more than 175 million items through 15th-16th July, the e-commerce giant announced. While the sale period was the biggest ever for Amazon devices, the company revealed some best selling items by country. Prime members in the US shopped for things such as Instant Pot DUO60 and 23andMe Health+ Ancestry kits. Back home in India, shoppers seemed interested in keeping their bathrooms fragrant and lights smart. Some of the best selling items in India were India Syska 9-Watt Smart LED Bulb Compatible with Amazon Alexa, boAt Rockerz Sports Bluetooth Wireless Earphones, and Godrej Aer Pocket Bathroom Fragrance.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.