ইসলামাবাদ, 19 জুলাই : কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে পাকিস্তান । ভারতের এই অভিযোগে বুধবার মান্যতা দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) । ফলে আন্তর্জাতিক স্তরে ধাক্কা খায় ইমরান খান প্রশাসন । এরপর গতকাল পাকিস্তান জানায়, কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে ।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বিবৃতি দিয়ে বলেন, "ICJ-র সিদ্ধান্ত অনুযায়ী, কুলভূষণকে ভিয়েনা কনভেনশনের 36 ধারা, অনুচ্ছেদ 1 (B)-র অধীনে তাঁর অধিকার সম্পর্কে জানানো হয়েছে । নিজস্ব আইন অনুযায়ী দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে । সেই প্রক্রিয়া শুরু হয়েছে । " সেই প্রক্রিয়া শেষ হলে ভারতীয় হাইকমিশনের অফিসাররা কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন ।
এই সংক্রান্ত আরও খবর : কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ, আন্তর্জাতিক আদালতে ভারতের ঐতিহাসিক জয়
ICJ-র রায়কে ভারত ও পাকিস্তান দু'পক্ষই নিজেদের জয় বলে দাবি করছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "সত্য ও ন্যায়ের জয় হয়েছে ।" পাশাপাশি, গতকাল সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । তিনি বলেন, "একাধিকবার পাকিস্তান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে । ভারতের এই অভিযোগকে 15-1 ভোটে সমর্থন করেছে ICJ । আদালতের নির্দেশ, অবিলম্বে পাকিস্তানকে বাধ্যতামূলকভাবে (কুলভূষণ) যাদবকে তাঁর অধিকারের বিষয়ে জানাতে হবে । পাশাপাশি, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতীয় হাইকমিশনের অফিসারদের তাঁর কাছে যাওয়ার ছাড়পত্র দিতে হবে । " অন্যদিকে, কুলভূষণকে মুক্তির নির্দেশ না দেওয়ায় ICJ-র প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি আরও জানান, আইন অনুযায়ী কুলভূষণ নিয়ে পদক্ষেপ করবে প্রশাসন ।
এই সংক্রান্ত আরও খবর : কুলভূষণকে ভারতে ফেরানোর জন্য ফের পাকিস্তানকে আবেদন করা হবে : বিদেশমন্ত্রী