কাবুল, 20 অক্টোবর : আফগানিস্তানের কাবুলে দু’টি বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জনের মৃত্য়ু হল ৷ আহত হয়েছে অন্তত ন'জন ৷
স্থানীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে, জালজের জেলার মাইদান ওয়ারদাক প্রদেশে রাস্তার পাশে পরপর দু’টি বিস্ফোরণ হয় ৷ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে । বাকি নয় আহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে ৷
গত সপ্তাহেই রাষ্ট্রসংঘের 75 তম বিতর্ক সভায় সন্ত্রাসবাদ নিয়ে সরব হয়েছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ৷ সেখানে তিনি বলেছিলেন, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদকে মেটাতে হলে তাকে সমূলে বিনাশ করতে হবে ৷ তাঁর সেই বক্তব্য়ের পর ফের আজ সেখানে বিস্ফোরণ হল ।