ETV Bharat / international

সোলেইমানির শেষকৃত্যে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে 50 - stampede

শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলেইমানি । আজ তাঁর শেষকৃত্যে পৌঁছতে দিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে 50 জনের ।

stampede
পদপৃষ্ট হয়ে মৃত 35
author img

By

Published : Jan 7, 2020, 9:15 PM IST

তেহরান, 7 জানুয়ারি : কাসেম সোলেইমানির শেষকৃত্যে পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে 50 জনের । গুরুতর জখম বহু । ইরানের একটি টেলিভিশনের তরফে জানানো হয়েছে, সোলেইমানির শেষকৃত্যে পৌঁছতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে ।

শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্‌স ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানি সহ মোট আটজনের । এরপরই সংঘাত চরমে ওঠে ৷ ইরান থেকে বারবার অ্যামেরিকাকে হুঁশিয়ারি দেওয়া হয়, এই মৃত্যুর খেসারত তাদের দিতে হবে । আজ বাবার শেষকৃত্যে জ়েইনাব সোলেইমানিও হুঁশিয়ারি দেন, এই ঘটনা অ্যামেরিকার জন্য কালো দিন আসতে চলেছে ।

2018 সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে ৷ এরপর সোলেইমানিকে হত্যা অ্যামেরিকার ইরানকে 'জবাব' দেওয়া বলেই মনে করছে অনেকে ।

আর ফ্লোরিডার পাম বিচে মার-আ-লাগো রিসর্টে বিমান অভিযান প্রসঙ্গে ট্রাম্প বলেন, সোলেইমানি নিরীহ মানুষের মৃত্যু জন্য দায়ি ৷ দিল্লি ও লন্ডনের হামলার ছকও কষেছিল সে'ই ৷ সোলেইমানিকে হত্যার জন্য মিজ়াইল হানার আদেশ দেন ট্রাম্প ৷

তেহরান, 7 জানুয়ারি : কাসেম সোলেইমানির শেষকৃত্যে পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে 50 জনের । গুরুতর জখম বহু । ইরানের একটি টেলিভিশনের তরফে জানানো হয়েছে, সোলেইমানির শেষকৃত্যে পৌঁছতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে ।

শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্‌স ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানি সহ মোট আটজনের । এরপরই সংঘাত চরমে ওঠে ৷ ইরান থেকে বারবার অ্যামেরিকাকে হুঁশিয়ারি দেওয়া হয়, এই মৃত্যুর খেসারত তাদের দিতে হবে । আজ বাবার শেষকৃত্যে জ়েইনাব সোলেইমানিও হুঁশিয়ারি দেন, এই ঘটনা অ্যামেরিকার জন্য কালো দিন আসতে চলেছে ।

2018 সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে ৷ এরপর সোলেইমানিকে হত্যা অ্যামেরিকার ইরানকে 'জবাব' দেওয়া বলেই মনে করছে অনেকে ।

আর ফ্লোরিডার পাম বিচে মার-আ-লাগো রিসর্টে বিমান অভিযান প্রসঙ্গে ট্রাম্প বলেন, সোলেইমানি নিরীহ মানুষের মৃত্যু জন্য দায়ি ৷ দিল্লি ও লন্ডনের হামলার ছকও কষেছিল সে'ই ৷ সোলেইমানিকে হত্যার জন্য মিজ়াইল হানার আদেশ দেন ট্রাম্প ৷

New Delhi, 06 January (ANI): During performing night corridor, patrolling police team noticed that one person was removing some items in suspicious condition from a car in Dwarka area. On noticing this, they went near the car and noticed that four to five cartons of illicit liquor were on the ground and few cartons of illicit liquor were in the car. On this, constables reloaded the illicit liquor back to the car and directed them to come with them to police station for legal action. In the meantime, a Scorpio car with six persons came there. They stopped the car and started assaulting both the constables. They even tried to snatch service pistol from them. During this scuffle, one of the constables fired one round in the air and one on the ground in his self-defense. The round fired on the ground hit near the ankle of one accused. Seeing this, one accused fled away from the spot in car loaded with illicit liquor and two accused fled away in Scorpio car from the spot. While 4 accused persons were arrested on the spot. It was disclosed that all the accused persons were desperate criminals and used to transport the illicit liquor from different places of Haryana and supply it to Delhi-NCR.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.