ETV Bharat / international

বালুচিস্তানে 200 বছরের পুরানো মন্দির ফেরত পেল হিন্দুরা

মন্দিরের বয়স দু'শোরও বেশি । জবরদখলের 72 বছর পর এবার সেই মন্দিরের চাবি ফিরে পেল পাকিস্তানের হিন্দুরা ।

Pakistani Temple
ছবি সৌজন্যে পাকিস্তানি সংবাদমাধ্যম
author img

By

Published : Feb 9, 2020, 9:24 PM IST

করাচি, 9 ফেব্রুয়ারি : দু'শো বছরেরও পুরোনো মন্দির এবার হিন্দুদের হাতে ফিরিয়ে দিল পাকিস্তান প্রশাসন । গতকালই ইমরান খানের সরকারের তরফে এই ঘোষণা করে দেওয়া হয় । বালুচিস্তানের জ়োব জেলার ওই মন্দিরটি দেশভাগের সময় থেকে বেআইনিভাবে দখল করে নেওয়া হয়েছিল । সেই মন্দির এবার পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের হাতে তুলে দিল পাকিস্তানের সরকার ।

স্থানীয় সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, বিগত তিরিশ বছর ধরে চার কক্ষবিশিষ্ট ওই মন্দিরটিকে সরকারি স্কুল হিসেবে ব্যবহার করা হত । গত বছরেই স্কুলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । সেই থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল মন্দিরটি । এরপর গতকাল মন্দিরটি হিন্দুদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।

স্থানীয় হিন্দু নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে মন্দিরের চাবি তুলে দেন জামাত উলেমা ইসলামের স্থানীয় নেতা মৌলানা আল্লাহ দাদ কাকার । এই চাবি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ 72 বছর সময় লাগায় ক্ষমাপ্রার্থনা করেছেন জ়োব জেলার ডেপুটি কমিশনার সালিম তাহা । একইসঙ্গে মন্দিরের যাবতীয় সংস্কারের কাজ করে দেওয়ারও আশ্বাস দেন ডেপুটি কমিশনার ।

পাকিস্তানের প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে বেআইনিবভাবে দখল করা এরকম প্রায় 400 টি মন্দির ফিরিয়ে দেওয়া হবে হিন্দুদের হাতে । গত বছরের নভেম্বরেই অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের হাতে তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট । এরপর পাকিস্তান সরকারের তরফে এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ।

করাচি, 9 ফেব্রুয়ারি : দু'শো বছরেরও পুরোনো মন্দির এবার হিন্দুদের হাতে ফিরিয়ে দিল পাকিস্তান প্রশাসন । গতকালই ইমরান খানের সরকারের তরফে এই ঘোষণা করে দেওয়া হয় । বালুচিস্তানের জ়োব জেলার ওই মন্দিরটি দেশভাগের সময় থেকে বেআইনিভাবে দখল করে নেওয়া হয়েছিল । সেই মন্দির এবার পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের হাতে তুলে দিল পাকিস্তানের সরকার ।

স্থানীয় সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, বিগত তিরিশ বছর ধরে চার কক্ষবিশিষ্ট ওই মন্দিরটিকে সরকারি স্কুল হিসেবে ব্যবহার করা হত । গত বছরেই স্কুলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । সেই থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল মন্দিরটি । এরপর গতকাল মন্দিরটি হিন্দুদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।

স্থানীয় হিন্দু নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে মন্দিরের চাবি তুলে দেন জামাত উলেমা ইসলামের স্থানীয় নেতা মৌলানা আল্লাহ দাদ কাকার । এই চাবি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ 72 বছর সময় লাগায় ক্ষমাপ্রার্থনা করেছেন জ়োব জেলার ডেপুটি কমিশনার সালিম তাহা । একইসঙ্গে মন্দিরের যাবতীয় সংস্কারের কাজ করে দেওয়ারও আশ্বাস দেন ডেপুটি কমিশনার ।

পাকিস্তানের প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে বেআইনিবভাবে দখল করা এরকম প্রায় 400 টি মন্দির ফিরিয়ে দেওয়া হবে হিন্দুদের হাতে । গত বছরের নভেম্বরেই অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের হাতে তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট । এরপর পাকিস্তান সরকারের তরফে এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ।

New Delhi, Feb 09 (ANI): Speaking on the Delhi Assembly elections exit polls prediction, Congress leader Tariq Anwar on Sunday said that it show that Arvind Kejriwal-led government has fulfilled the basic requirements of the people of Delhi. "People are satisfied with work of Kejriwal," he added. He further said, "State leadership of Congress was not strong as compare to Kejriwal government." Delhi Assembly elections result will be declared on 11 Feb.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.