ETV Bharat / international

পাকিস্তানে পথ দুর্ঘটনায় মৃত 20 - পেশওয়ার

ওই গাড়িটি খাইবার পাখতুয়ানের ডেরা ইসলামিয়া খান জেলা থেকে ওই যাত্রীদের নিয়ে ফিরছিল ৷ সেই সময় রাস্তার ধারে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উলটে যায় গাড়িটি ৷

20-people-killed-in-accident-in-pakistan
পাকিস্তানে পথ দুর্ঘটনায় 20 জনের মৃত্য়ু
author img

By

Published : Nov 11, 2020, 3:16 PM IST

পেশওয়ার, 11 নভেম্বর : বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্য়ু হল অন্তত 20 জনের ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুয়ানে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতরা সকলে তিন চাকার একটি গাড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন ৷ সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে৷

ওই গাড়িটি খাইবার পাখতুয়ানের ডেরা ইসলামিয়া খান জেলা থেকে যাত্রীদের নিয়ে ফিরছিল ৷ সেই সময় রাস্তার ধারে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উলটে যায় গাড়িটি ৷ খাল থেকে 20টি দেহ উদ্ধার করা হয়েছে ৷ তবে, 3 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে ৷

খাইবার পাখতুয়ানের মুখ্য়মন্ত্রী মেহমুদ খান মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন।

পেশওয়ার, 11 নভেম্বর : বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্য়ু হল অন্তত 20 জনের ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুয়ানে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতরা সকলে তিন চাকার একটি গাড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন ৷ সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে৷

ওই গাড়িটি খাইবার পাখতুয়ানের ডেরা ইসলামিয়া খান জেলা থেকে যাত্রীদের নিয়ে ফিরছিল ৷ সেই সময় রাস্তার ধারে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উলটে যায় গাড়িটি ৷ খাল থেকে 20টি দেহ উদ্ধার করা হয়েছে ৷ তবে, 3 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে ৷

খাইবার পাখতুয়ানের মুখ্য়মন্ত্রী মেহমুদ খান মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.