লাহোর, 3 জুলাই : লাহোর বিমানবন্দরে আততায়ী হামলা । মৃত 2 । গুলিবিদ্ধ এক । ঘটনায় এক আততায়ীকে আটক করেছে পুলিশ । তার পরিচয় জানার চেষ্টা চলছে । তবে ঘটনাটি ব্যক্তিগত শত্রুতার জেরে বলেই প্রাথমিক অনুমান পুলিশের ।
স্থানীয় সূত্রে খবর, লাহোর আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়ায় । ওই ট্যাক্সি থেকে মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় বন্দুক হাতে নেমে আসে আততায়ীরা । বিমানবন্দর লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা । প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা ।
জানা গেছে, যাদের উদ্দেশে গুলি চালানো হচ্ছিল তাঁরা মক্কা থেকে ফিরছিলেন । ইতিমধ্যে বিমানবন্দরে পৌঁছেছে ফরেনসিক টিম । বিমানবন্দরের CCTV ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা । ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়িয়েছে কর্তৃপক্ষ ।