ETV Bharat / international

আফগানিস্তানে নিকেশ 17 তালিবান সন্ত্রাসবাদী - তালিবান সন্ত্রাসবাদী

আফগানিস্তানের পাকটিকা প্রদেশের সরোজিয়া জেলায় আফগান সেনার সঙ্গে তালিবান সন্ত্রাসবাদীদের সংঘর্ষে মৃত্যু হয়েছে 17 জন সন্ত্রাসবাদীর ৷ 20 জন আহত ।

taliban
taliban
author img

By

Published : Jun 19, 2020, 9:41 PM IST

সরোজিয়া (আফগানিস্তান), 19 জুন : আফগান সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ 17 জন তালিবান সন্ত্রাসবাদী ৷ আহত আরও 20 ৷ আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের পাকটিকা প্রদেশের সরোজিয়া জেলায় আফগান সেনার সঙ্গে তালিবান সন্ত্রাসবাদীদের সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে 20 জন আহত হয়েছে ও মৃত্যু হয়েছে 17 জন সন্ত্রাসবাদীর ৷

শুক্রবার রাতে আফগানিস্তানের পাকটিকা প্রদেশের সরোজিয়া জেলায় আফগান সেনার উপর হামলা চালায় তালিবান ৷ তখনি আফগান সেনার গুলিতে নিকেশ হয় 17 জন সন্ত্রসবাদী ৷

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তালিবানের সঙ্গে সংঘর্ষে ওই রাতে আফগান ন্যাশনাল আর্মির একজন জওয়ান শহিদ হয়েছেন ৷ আহত হয়েছেন আরও দুইজন জওয়ান ৷ আফগানিস্তানের স্থানীয় একটি সংবাদ মাধ্যমে এমনই জানা গিয়েছে ৷

সরোজিয়া (আফগানিস্তান), 19 জুন : আফগান সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ 17 জন তালিবান সন্ত্রাসবাদী ৷ আহত আরও 20 ৷ আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের পাকটিকা প্রদেশের সরোজিয়া জেলায় আফগান সেনার সঙ্গে তালিবান সন্ত্রাসবাদীদের সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে 20 জন আহত হয়েছে ও মৃত্যু হয়েছে 17 জন সন্ত্রাসবাদীর ৷

শুক্রবার রাতে আফগানিস্তানের পাকটিকা প্রদেশের সরোজিয়া জেলায় আফগান সেনার উপর হামলা চালায় তালিবান ৷ তখনি আফগান সেনার গুলিতে নিকেশ হয় 17 জন সন্ত্রসবাদী ৷

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তালিবানের সঙ্গে সংঘর্ষে ওই রাতে আফগান ন্যাশনাল আর্মির একজন জওয়ান শহিদ হয়েছেন ৷ আহত হয়েছেন আরও দুইজন জওয়ান ৷ আফগানিস্তানের স্থানীয় একটি সংবাদ মাধ্যমে এমনই জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.