ETV Bharat / international

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসায় বাইডেনকে ধন্য়বাদ হু প্রধানের - জো বাইডেন

বিশ্ব স্বাস্থ্য় সংস্থার এগজ়িকিউটিভ বোর্ডের 148 তম বৈঠকে ঘেব্রেসাস বলেন, ‘‘এটা বিশ্ব স্বাস্থ্য় সংস্থার পক্ষে খুব ভালো একটা দিন এবং বিশ্ব স্বাস্থ্য়ের পক্ষের এটা ভালো দিন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশ্বের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ ৷" তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্য়বাদ জানিয়ে বলেন, ‘‘ধন্য়বাদ প্রেসিডেন্ট বাইডেন, বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় আমেরিকার প্রতিনিধিত্ব বজায় রাখার জন্য় আমরা সম্মানিত ৷’’

who-chief-thanks-biden-for-membership-u-turn-us-joining-act-accelerator-covax
হু-তে সদস্য়পদ ফিরিয়ে নেওয়ার প্রেসিডেন্ট বাইডেনকে ধন্য়বাদ ‘হু’র প্রধানের
author img

By

Published : Jan 21, 2021, 8:11 PM IST

জেনেভা, 21 জানুয়ারি : বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় অ্যামেরিকার নাম আবারও ফিরিয়ে নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্য়বাদ জানালেন হু-র প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেসাস ৷ পাশাপাশি কোরোনার ভ্য়াকসিন অ্য়াকসিস উদ্য়োগে সামিল হওয়ার জন্য়ও বাইডেনকে ধন্য়াবাদ জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : ট্রাম্পের মুসলিম অভিবাসন নীতি খারিজের পথে জো

বিশ্ব স্বাস্থ্য় সংস্থার এগজ়িকিউটিভ বোর্ডের 148 তম বৈঠকে ঘেব্রেসাস বলেন, ‘‘এটা বিশ্ব স্বাস্থ্য় সংস্থার পক্ষে খুব ভালো একটা দিন । এবং বিশ্ব স্বাস্থ্য়ের পক্ষের এটা ভালো দিন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশ্বের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ ৷" তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্য়বাদ জানিয়ে বলেন, ‘‘ধন্য়বাদ প্রেসিডেন্ট বাইডেন, বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় আমেরিকার প্রতিনিধিত্ব বজায় রাখার জন্য় আমরা সম্মানিত ৷ এবং ধন্য়বাদ আপনার দেওয়া কথার জন্য়, যে অ্যামেরিকা বিশ্ব জুড়ে কোরোনার টিকাকরণে অংশ নেবে ৷’’

প্রসঙ্গত, কোরোনা কীভাবে ছড়াল, তা নিয়ে হু-র বক্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তারপরই অ্যামেরিকা হু থেকে বেরিয়ে গিয়েছিল ।

জেনেভা, 21 জানুয়ারি : বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় অ্যামেরিকার নাম আবারও ফিরিয়ে নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্য়বাদ জানালেন হু-র প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেসাস ৷ পাশাপাশি কোরোনার ভ্য়াকসিন অ্য়াকসিস উদ্য়োগে সামিল হওয়ার জন্য়ও বাইডেনকে ধন্য়াবাদ জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : ট্রাম্পের মুসলিম অভিবাসন নীতি খারিজের পথে জো

বিশ্ব স্বাস্থ্য় সংস্থার এগজ়িকিউটিভ বোর্ডের 148 তম বৈঠকে ঘেব্রেসাস বলেন, ‘‘এটা বিশ্ব স্বাস্থ্য় সংস্থার পক্ষে খুব ভালো একটা দিন । এবং বিশ্ব স্বাস্থ্য়ের পক্ষের এটা ভালো দিন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশ্বের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ ৷" তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্য়বাদ জানিয়ে বলেন, ‘‘ধন্য়বাদ প্রেসিডেন্ট বাইডেন, বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় আমেরিকার প্রতিনিধিত্ব বজায় রাখার জন্য় আমরা সম্মানিত ৷ এবং ধন্য়বাদ আপনার দেওয়া কথার জন্য়, যে অ্যামেরিকা বিশ্ব জুড়ে কোরোনার টিকাকরণে অংশ নেবে ৷’’

প্রসঙ্গত, কোরোনা কীভাবে ছড়াল, তা নিয়ে হু-র বক্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তারপরই অ্যামেরিকা হু থেকে বেরিয়ে গিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.