ওয়াশিংটন, 24 এপ্রিল : কোরোনা মোকাবিলায় ভ্যাকসিন তৈরির খুব কাছাকাছি অ্যামেরিকা । হোয়াইট হাউজ়ে সাংবাদিক বৈঠকে আজ এমনই জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । অ্যামেরিকা, জার্মানি, ব্রিটেন ও চিনে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, "আমরা কোরোনা ভ্যাকসিন তৈরির খুব কাছাকাছি । আমাদের কিছু অসাধারণ প্রতিভা রয়েছেন, যাঁরা এই ভ্যাকসিন তৈরিতে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন ।"
ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস ও হোয়াইট হাউজ় কোরোনা টাস্ক ফোর্সের কো-অরডিনেটর ডেবোরা ব্রিক্সকে সঙ্গে নিয়ে আজকের সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, "দুর্ভাগ্যবশত এই ভ্যাকসিনগুলির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হলে অনেকটা সময় নেবে । তাই এখনই এই ভ্যাকসিনের ব্যবহার করা যাবে না । কিন্তু খুব দ্রুতই আমরা একাজ সম্পন্ন করব ।"
অ্য়ামেরিকা সরকারের ইনফেকসাস জিজ়়িজ় বিভাগের শীর্ষ আধিকারিক অ্যান্থনি ফউসি দিন কয়েক আগেই বলেছিলেন, ব্যাপক ক্ষেত্রে এই ভ্যাকসিনের প্রয়োগ করতে প্রায় 12 থেকে 18 মাস পর্যন্ত সময় লাগবে । ফউসির এই বক্তব্যে সম্মতি জানিয়েছিলেন অন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরাও ।
এই মুহূর্তে 50 হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে অ্যামেরিকায় । আক্রান্ত প্রায় 8 লাখ । এনিয়ে ট্রাম্প ও মাইক পেনস বলেন, "কোরোনা মোকাবিলায় অ্যামেরিকা ধীরে ধীরে ভালো পরিস্থিতির দিকে এগচ্ছে । এমনই সংকেত পাওয়া যাচ্ছে ।" পেনস বলেন, "নিউ ইয়র্ক মেট্রো এলাকা, নিউ জার্সি, ডেট্রয়েট, নিউ অর্লিয়েন্স এই মারণ ভাইরাসের জেরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত । পরিস্থিতি মোকাবিলায় একের পর এক পদক্ষেপ করে চলেছে প্রশাসন । আমাদের বিশ্বাস, গ্রীষ্মের শুরুর দিকে আমরা এই পরিস্থিতি কিছুটা হলেও কাটিয়ে উঠব ।"
পেনস আরও জানান, এপর্যন্ত 4.93 মিলিয়ন মানুষের সোয়াবের পরীক্ষা করা হয়েছে । ল্যাবরেটরিগুলিতে গতকালই এক লাখ নমুনা পরীক্ষা হয়েছে । সংক্রমণ প্রতিরোধে পদক্ষেপ করা হচ্ছে । লকডাউন পরিস্থিতি কাটিয়ে দ্রুতই সচল হবে অ্য়ামেরিকা ।