ETV Bharat / international

ট্রাম্পের গলায় হতাশার সুর, আক্রমণ কমলা হ্যারিসের - US Prisedent

গত বছর নভেম্বরে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়। জয়ী হন ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন কমলা হ্যারিস । চলতি মাসেই তাঁরা দায়িত্বভার নেবেন। কিন্তু গোড়া থেকেই ভোটের ফলে একেবারে সন্তুষ্ট ছিলেন না ট্রাম্প। তিনি ভোটে কারচুপির অভিযোগ সহ নানা কথা বলেছেন। তবে কোনও লাভ হয়নি।

"Voice Of Desperation": Kamala Harris On Trump's Call To Top Official
ট্রাম্পের গলায় হতাশার সুর, আক্রমণ কমলা হ্যারিসের
author img

By

Published : Jan 4, 2021, 3:45 PM IST

ওয়াশিংটন, 4 জানুয়ারি: ট্রাম্পের গলায় হতাশার সুর । হেরে গিয়ে এখন ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট । এমনই মন্তব্য করেছেন কমলা হ্যারিস।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তিনি কেন এমন মন্তব্য করলেন? আর এই প্রশ্নের উত্তর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি ফোনালাপের মধ্যে। অ্যামেরিকার সংবাদমাধ্যমে ওই ফোনালাপের রেকর্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে জর্জিয়ার সেক্রেটারির সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে কথা বলছেন ট্রাম্প। আর তাঁকে ওই প্রদেশে সেই ভোটগুলি খুঁজে বের করতে নির্দেশ দিচ্ছেন, যার মাধ্যমে তিনি (ট্রাম্প) জিতে যাবেন।

গত বছর নভেম্বরে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়। জয়ী হন ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন কমলা হ্যারিস । চলতি মাসেই তাঁরা দায়িত্বভার নেবেন। কিন্তু গোড়া থেকেই ভোটের ফলে একেবারে সন্তুষ্ট ছিলেন না ট্রাম্প। তিনি ভোটে কারচুপির অভিযোগ সহ নানা কথা বলেছেন। তবে কোনও লাভ হয়নি।

আরও পড়ুন: কাটল সঙ্কট, স্বস্তিতে অ্যামেরিকা

মঙ্গলবার জর্জিয়ার সেনেটের রান-অফ নির্বাচন রয়েছে। সেখানে প্রচারে হাজির হয়েছিলেন কমলা হ্যারিস। তখনই তিনি এই কথা বলেন। ওই নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির দুই প্রার্থীও ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন। কারণ, জর্জিয়ার সেক্রেটারিই সেখানকার নির্বাচনী আধিকারিক। তাই এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত বলে বর্ণনা করেছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।

ওয়াশিংটন, 4 জানুয়ারি: ট্রাম্পের গলায় হতাশার সুর । হেরে গিয়ে এখন ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট । এমনই মন্তব্য করেছেন কমলা হ্যারিস।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তিনি কেন এমন মন্তব্য করলেন? আর এই প্রশ্নের উত্তর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি ফোনালাপের মধ্যে। অ্যামেরিকার সংবাদমাধ্যমে ওই ফোনালাপের রেকর্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে জর্জিয়ার সেক্রেটারির সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে কথা বলছেন ট্রাম্প। আর তাঁকে ওই প্রদেশে সেই ভোটগুলি খুঁজে বের করতে নির্দেশ দিচ্ছেন, যার মাধ্যমে তিনি (ট্রাম্প) জিতে যাবেন।

গত বছর নভেম্বরে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়। জয়ী হন ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন কমলা হ্যারিস । চলতি মাসেই তাঁরা দায়িত্বভার নেবেন। কিন্তু গোড়া থেকেই ভোটের ফলে একেবারে সন্তুষ্ট ছিলেন না ট্রাম্প। তিনি ভোটে কারচুপির অভিযোগ সহ নানা কথা বলেছেন। তবে কোনও লাভ হয়নি।

আরও পড়ুন: কাটল সঙ্কট, স্বস্তিতে অ্যামেরিকা

মঙ্গলবার জর্জিয়ার সেনেটের রান-অফ নির্বাচন রয়েছে। সেখানে প্রচারে হাজির হয়েছিলেন কমলা হ্যারিস। তখনই তিনি এই কথা বলেন। ওই নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির দুই প্রার্থীও ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন। কারণ, জর্জিয়ার সেক্রেটারিই সেখানকার নির্বাচনী আধিকারিক। তাই এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত বলে বর্ণনা করেছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.