ETV Bharat / international

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকা ভুলবে না আমেরিকা : ব্লিনকেন

author img

By

Published : May 29, 2021, 10:43 AM IST

কোভিড সংক্রমণ শুরুর সময়ে ভারতের পাশে থাকা কখনও "ভুলবে না" আমেরিকা ৷ তাই তারাও ভারতের সঙ্গে একযোগে কোভিড-19-এর মোকাবিলা করবে ৷ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর একথা বললেন আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেন ৷

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

ওয়াশিংটন, 29 মে : ভারতের "সংকটজনক সময়ে" আমেরিকার "দৃঢ়তার সঙ্গে পাশে থাকা আর সহমর্মিতা"-র জন্য বাইডেন সরকারকে কৃতজ্ঞতা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বৃহস্পতিবার আমেরিকায় কোভিড মোকাবিলা-সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য সেখানে গিয়েছেন তিনি ৷

শুক্রবার আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে দু'দেশের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ ছাড়াও বহু বিষয়ে বিস্তারিত কথোপকথন হয় ৷ এই বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন ৷

  • Pleasure to meet @SecBlinken. A productive discussion on various aspects of our bilateral cooperation as well as regional and global issues.

    Covered Indo Pacific and the Quad, Afghanistan, Myanmar, UNSC matters and other international organizations. pic.twitter.com/7UDkXsyJdC

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ডমিনিকায় মেহুলের প্রবেশ বেআইনি, জানাল দ্বীপের আদালত

ব্লিনকেনও জানান, আমেরিকায় কোভিড-19 সংক্রমণের প্রথম দিকে ভারত তাদের পাশে ছিল, তা কোনও দিন "ভুলবে না" আমেরিকা ৷ তাই এখন তাঁরাও নিশ্চিত ভারতকে তার প্রতিদান দেবেন ৷ দু'দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেছেন, "কোভিড-19 মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করছি ৷"

অনুমান, এই বৈঠকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের সামরিক শক্তির বৃদ্ধির মতো বিষয়টিও গুরুত্ব পেয়েছে ৷

জয়শঙ্কর সেখানে আমেরিকার সামরিক সচিব লায়লড অস্টিনের সঙ্গেও দেখা করেন ৷ উল্লেখ্য এ বছর 20 জানুয়ারি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী আমেরিকায় সরকারি পরিদর্শনে গেলেন ৷

ওয়াশিংটন, 29 মে : ভারতের "সংকটজনক সময়ে" আমেরিকার "দৃঢ়তার সঙ্গে পাশে থাকা আর সহমর্মিতা"-র জন্য বাইডেন সরকারকে কৃতজ্ঞতা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বৃহস্পতিবার আমেরিকায় কোভিড মোকাবিলা-সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য সেখানে গিয়েছেন তিনি ৷

শুক্রবার আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে দু'দেশের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ ছাড়াও বহু বিষয়ে বিস্তারিত কথোপকথন হয় ৷ এই বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন ৷

  • Pleasure to meet @SecBlinken. A productive discussion on various aspects of our bilateral cooperation as well as regional and global issues.

    Covered Indo Pacific and the Quad, Afghanistan, Myanmar, UNSC matters and other international organizations. pic.twitter.com/7UDkXsyJdC

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ডমিনিকায় মেহুলের প্রবেশ বেআইনি, জানাল দ্বীপের আদালত

ব্লিনকেনও জানান, আমেরিকায় কোভিড-19 সংক্রমণের প্রথম দিকে ভারত তাদের পাশে ছিল, তা কোনও দিন "ভুলবে না" আমেরিকা ৷ তাই এখন তাঁরাও নিশ্চিত ভারতকে তার প্রতিদান দেবেন ৷ দু'দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেছেন, "কোভিড-19 মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করছি ৷"

অনুমান, এই বৈঠকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের সামরিক শক্তির বৃদ্ধির মতো বিষয়টিও গুরুত্ব পেয়েছে ৷

জয়শঙ্কর সেখানে আমেরিকার সামরিক সচিব লায়লড অস্টিনের সঙ্গেও দেখা করেন ৷ উল্লেখ্য এ বছর 20 জানুয়ারি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী আমেরিকায় সরকারি পরিদর্শনে গেলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.