ওয়াশিংটন, 29 মে : ভারতের "সংকটজনক সময়ে" আমেরিকার "দৃঢ়তার সঙ্গে পাশে থাকা আর সহমর্মিতা"-র জন্য বাইডেন সরকারকে কৃতজ্ঞতা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বৃহস্পতিবার আমেরিকায় কোভিড মোকাবিলা-সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য সেখানে গিয়েছেন তিনি ৷
শুক্রবার আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে দু'দেশের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ ছাড়াও বহু বিষয়ে বিস্তারিত কথোপকথন হয় ৷ এই বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন ৷
-
Pleasure to meet @SecBlinken. A productive discussion on various aspects of our bilateral cooperation as well as regional and global issues.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Covered Indo Pacific and the Quad, Afghanistan, Myanmar, UNSC matters and other international organizations. pic.twitter.com/7UDkXsyJdC
">Pleasure to meet @SecBlinken. A productive discussion on various aspects of our bilateral cooperation as well as regional and global issues.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 28, 2021
Covered Indo Pacific and the Quad, Afghanistan, Myanmar, UNSC matters and other international organizations. pic.twitter.com/7UDkXsyJdCPleasure to meet @SecBlinken. A productive discussion on various aspects of our bilateral cooperation as well as regional and global issues.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 28, 2021
Covered Indo Pacific and the Quad, Afghanistan, Myanmar, UNSC matters and other international organizations. pic.twitter.com/7UDkXsyJdC
আরও পড়ুন : ডমিনিকায় মেহুলের প্রবেশ বেআইনি, জানাল দ্বীপের আদালত
ব্লিনকেনও জানান, আমেরিকায় কোভিড-19 সংক্রমণের প্রথম দিকে ভারত তাদের পাশে ছিল, তা কোনও দিন "ভুলবে না" আমেরিকা ৷ তাই এখন তাঁরাও নিশ্চিত ভারতকে তার প্রতিদান দেবেন ৷ দু'দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেছেন, "কোভিড-19 মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করছি ৷"
অনুমান, এই বৈঠকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের সামরিক শক্তির বৃদ্ধির মতো বিষয়টিও গুরুত্ব পেয়েছে ৷
জয়শঙ্কর সেখানে আমেরিকার সামরিক সচিব লায়লড অস্টিনের সঙ্গেও দেখা করেন ৷ উল্লেখ্য এ বছর 20 জানুয়ারি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী আমেরিকায় সরকারি পরিদর্শনে গেলেন ৷