ETV Bharat / international

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের উত্থানকে স্বাগত অ্যামেরিকার

author img

By

Published : Feb 10, 2021, 8:27 AM IST

গতকাল সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউজ়ের মুখপাত্র নেড প্রাইস জানান, আমাদের কাছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ভারত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু ।

US welcomes leading global power of India in Indo-Pacific region
ভারতের উত্থানে স্বাগত অ্যামেরিকার

ওয়াশিংটন, 10 ফেব্রুয়ারি : ভারত-প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে ভারত তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী । ভারত যেভাবে বিশ্ব শক্তি হিসেবে উঠে আসছে ও সাইবার নিরাপত্তায় কাজ করছে তাকে স্বাগত জানাই । এক বিবৃতিতে এমনটাই জানাল অ্যামেরিকা ।

গতকাল সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউজ়ের মুখপাত্র নেড প্রাইস জানান, "আমাদের কাছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ভারত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু । আমরা স্বাগত জানাই বিশ্ব শক্তি হিসেবে ভারতের উত্থানকে ৷ আমরা ভারতকে কূটনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে ভারতকে সবরকম সহযোগিতা করব । যেমন প্রতিরক্ষা, আঞ্চলিক সহযোগিতা, সন্ত্রাস দমন, শান্তি বজায় রাখা, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, কৃষি এবং মহাকাশ ও সমুদ্র সংক্রান্ত বিষয়গুলিতে পাশে থাকব । তবে এই তালিকা এখানেই শেষ নয় ।"

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারতের মেয়াদকালকে স্বাগত জানিয়েছেন প্রাইস । তিনি জানান, "অ্যামেরিকা এখনও ভারতের বৃহত্তম বাণিজ্যিক সঙ্গী । 2019-এ দ্বিপাক্ষিক বাণিজ্য 146 বিলয়ন ডলার বৃদ্ধি পেয়েছে ।"

আরও পড়ুন : শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন অ্যামেরিকার

ভারত-চিন সীমান্তে অশান্তি প্রসঙ্গে তিনি নেড প্রাইস বলেন, "আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । দুই দেশের সরকারের পারস্পারিক আলোচনা সম্পর্কেও আমরা অবগত। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানকেই সমর্থন করি ।"

ওয়াশিংটন, 10 ফেব্রুয়ারি : ভারত-প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে ভারত তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী । ভারত যেভাবে বিশ্ব শক্তি হিসেবে উঠে আসছে ও সাইবার নিরাপত্তায় কাজ করছে তাকে স্বাগত জানাই । এক বিবৃতিতে এমনটাই জানাল অ্যামেরিকা ।

গতকাল সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউজ়ের মুখপাত্র নেড প্রাইস জানান, "আমাদের কাছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ভারত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু । আমরা স্বাগত জানাই বিশ্ব শক্তি হিসেবে ভারতের উত্থানকে ৷ আমরা ভারতকে কূটনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে ভারতকে সবরকম সহযোগিতা করব । যেমন প্রতিরক্ষা, আঞ্চলিক সহযোগিতা, সন্ত্রাস দমন, শান্তি বজায় রাখা, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, কৃষি এবং মহাকাশ ও সমুদ্র সংক্রান্ত বিষয়গুলিতে পাশে থাকব । তবে এই তালিকা এখানেই শেষ নয় ।"

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারতের মেয়াদকালকে স্বাগত জানিয়েছেন প্রাইস । তিনি জানান, "অ্যামেরিকা এখনও ভারতের বৃহত্তম বাণিজ্যিক সঙ্গী । 2019-এ দ্বিপাক্ষিক বাণিজ্য 146 বিলয়ন ডলার বৃদ্ধি পেয়েছে ।"

আরও পড়ুন : শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন অ্যামেরিকার

ভারত-চিন সীমান্তে অশান্তি প্রসঙ্গে তিনি নেড প্রাইস বলেন, "আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । দুই দেশের সরকারের পারস্পারিক আলোচনা সম্পর্কেও আমরা অবগত। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানকেই সমর্থন করি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.