ওয়াশিংটন, 16 জানুয়ারি : কোরোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে স্বচ্ছ এবং বিস্তারিত তদন্তের পক্ষে সওয়াল করে আবারও বেজিংকে নিশানা করল আমেরিকা ৷ শুক্রবার মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইকেল পম্পেও অভিযোগ করেন, বেজিং কোভিড নাইনটিন ভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য় প্রকাশ করেনি ৷ যে তথ্য় হাতে পেলে বিজ্ঞানীদের পক্ষে বিশ্বকে এই রোগের হাত থেকে বাঁচাতে অনেক সুবিধা হতো ৷
মাইকেল পম্পেও বলেন, ‘‘কোভিড-19 মহামারিকে রোখা যেত ৷ সংক্রমণের কয়েক দিনের মধ্য়েই যে কোনও দায়িত্বশীল দেশ বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তদন্তকারীদের ডেকে পাঠাত ৷ কিন্তু, চিন তা না করে, সাহায্য়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ৷ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে যাওয়া প্রস্তাবও ফিরিয়ে দেয় চিন ৷ ভাইরাসের ভয়ানক প্রভাব সম্পর্কে যেসব, চিকিৎসক, বিজ্ঞানী ও সাংবাদিকরা বিশ্বকে সচেতন করতে চেয়েছিল, তাঁদেরই শাস্তি দেওয়া হয়েছে ৷’’
পম্পেও এমনও অভিযোগ করেছেন, যে আজও চিন এমন অনেক তথ্য় গোপন করছে যা বিশ্বকে এই ঘাতক জীবাণু থেকে বাঁচাতে সাহায্য করতে পারে ৷ তিনি বলেন, ‘‘এটা সময়ের অপেক্ষা যখন চিন আরও একটি মহামারির জন্ম দেবে এবং তা প্রথমে চিনের মানুষদের ও পরে তাঁদের থেকে গোটা বিশ্বে সেই মহামারিকে ছড়িয়ে দেবে ৷’’ মার্কিন এই কূটনীতিবিদ দাবি করেছেন, আমেরিকার কাছে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, কোরোনার সংক্রমণের প্রথম খবর সামনে আসার আগে, 2019 সালে ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজ়ির গবেষকরা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ আর তাঁদের মধ্য়ে কোরোনার সংক্রমণের লক্ষণ ধরা পড়েছিল ৷
আরও পড়ুন : বিশ্ব স্বাস্থ্য় সংস্থার 2 বিজ্ঞানী কোরোনা পজ়িটিভ, ঢুকতে পারলেন না চিনে
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য় সংস্থার 13 সদস্য়ের বিজ্ঞানীর দল ইউহানে কোরোনার উৎস সম্পর্কে জানতে ইতিমধ্য়ে বেজিংয়ে পৌঁছে গিয়েছেন ৷ দু’সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর তাঁরা এর উৎস খোঁজার কাজ শুরু করবে ৷