ওয়াশিংটন, 17 ডিসেম্বর : ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন খোদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ বৃহস্পতিবার এ নিয়ে দেশবাসীকে আগাম সতর্ক বার্তা দিলেন তিনি (US President Joe Biden warns Americans of Omicron variant) ৷
আমেরিকার এই শীতটাও সাংঘাতিক অসুস্থতা আর মৃত্যুর হতে পারে (winter of severe illness and death), যদি ভ্যাকসিন না নেওয়া থাকে, আশঙ্কা প্রকাশ করেন জো বাইডেন ৷ উচ্চ স্বাস্থ্য পরামর্শদাতাদের সঙ্গে একটি বৈঠকে দেশে করোনাভাইরাস সংক্রমণের হালহকিকত জেনে, তিনি দেশবাসীকে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন ৷
বাইডেন বলেন, "আমেরিকাবাসীকে আমি সোজাসুজি বলতে চাই, যে ধরনের পদক্ষেপ আমরা করেছি, তাতে যত দ্রুত ওমিক্রন ছড়ানোর সম্ভাবনা ছিল, তা হয়নি ৷ যেমনটা এখন ইউরোপে হচ্ছে ৷ কিন্তু এখন এখানেও চলে এসেছে আর ছড়িয়ে পড়ছে ৷ এবার এই সংক্রমণের সংখ্যা বাড়তে চলেছে ৷"
আরও পড়ুন : Omicron : ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা 70 গুণ বেশি হলেও দাপট কম
আর যাঁরা এখনও ভ্যাকসিন নেননি, তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, "মনে হচ্ছে, একটা ভয়ানক অসুস্থতাময় আর মৃত্যুর শীত আসছে ৷ যদি আপনি এখনও ভ্যাকসিন না নিয়ে থাকেন ৷ আপনি, আপনার পরিবার আর হাসপাতালগুলোও খুব শিগগিরি সেটা বুঝতে পারবে ৷"
-
If you are vaccinated but still worried about the new variant, get your booster.
— Joe Biden (@JoeBiden) December 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
If you aren't vaccinated, go get that first shot.
We’ll fight the Omicron variant, together.
">If you are vaccinated but still worried about the new variant, get your booster.
— Joe Biden (@JoeBiden) December 16, 2021
If you aren't vaccinated, go get that first shot.
We’ll fight the Omicron variant, together.If you are vaccinated but still worried about the new variant, get your booster.
— Joe Biden (@JoeBiden) December 16, 2021
If you aren't vaccinated, go get that first shot.
We’ll fight the Omicron variant, together.
নতুন ভ্যারিয়্যান্ট রুখতে বুস্টার ডোজের উপর জোর দেন প্রেসিডেন্ট ৷ তিনি বলেন, "প্রায় 6 কোটি মানুষের মধ্যে যদি একজনও সংক্রামিত হয়ে যান ৷ তাই, যান আজই আপনার বুস্টার ডোজ নিয়ে নিন ৷ যদি আপনি ভ্যাকসিনের দুটো ডোজও নিয়ে থাকেন, তাও বুস্টার ডোজ নিয়ে নিন ৷ আর যদি এখনও ভ্যাকসিনের একটা ডোজও না নিয়ে থাকেন, তাহলে এখুনি গিয়ে প্রথম ডোজটা নিয়ে নিন ৷ এটাই যথার্থ সময় ৷ সময় চলে যাচ্ছে ৷"
একটি টুইটে বাইডেন লেখেন, "আপনি ভ্যাকসিন নিয়েছেন, তাও নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ৷ তাহলে বুস্টার নিয়ে নিন ৷ আর যদি আপনি ভ্যাকসিন না নিয়ে থাকেন, তাহলে আপনার প্রথম ডোজটা নিয়ে নিন ৷ আমরা একসঙ্গে ওমিক্রন ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে লড়াই করব ৷"