ETV Bharat / international

Russia-Ukraine crisis : রাশিয়া ইউক্রেনের উপর হামলা করবে, আশঙ্কা বাইডেনের - রাশিয়া ইউক্রেনের উপর হামলা করবে

ইউক্রেনের উপর হামলা চালাতে পারে রাশিয়া ৷ এমন আশঙ্কা কয়েকদিন ধরেই করা হচ্ছে ৷ শুক্রবার সেই আশঙ্কার কথা শোনা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গলায় (US President Joe Biden believes Russia would invade Ukraine) ৷

us president joe biden believes russia would invade ukraine
Russia-Ukraine crisis : রাশিয়া ইউক্রেনের উপর হামলা করবে, আশঙ্কা বাইডেনের
author img

By

Published : Feb 19, 2022, 4:24 PM IST

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 19 ফেব্রুয়ারি : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণ করবেন ইউক্রেনের উপর ৷ এমনটাই মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden believes Russia would invade Ukraine) ৷ রাশিয়া-ইউক্রেন সংকট (Russia-Ukraine crisis) নিয়ে হোয়াইট হাউজে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘বর্তমান পরিস্থিতি দেখে আমি নিশ্চিত যে তিনি (পুতিন) সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷’’

এর আগে অবশ্য বাইডেন জানিয়েছিলেন যে রাশিয়া আক্রমণ করবে না বলেই তাঁর বিশ্বাস ৷ যদিও পুতিনের মনে কী চলছে, তা নিয়ে তিনি নিশ্চিত নন বলেও জানিয়েছিলেন বাইডেন ৷ কিন্তু শুক্রবার সেই অবস্থান থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ৷ তিনি এবার তাঁর আশঙ্কার বিষয়টি স্পষ্ট করে দিলেন ৷ শুক্রবার বাইডেন জানিয়েছেন, তাঁর আশঙ্কা ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা চালাবে রাশিয়া (Russian invasion) ৷

রাশিয়া যাতে ইউক্রেনের উপর হামলা না চালায়, সেটা আটকাতেই মার্কিন যুক্তরাষ্ট্র এই ইস্যুতে প্রথম থেকেই সরব বলে দাবি করেছেন জো বাইডেন ৷ তিনি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব বৃদ্ধি করতে তাঁরা এই ইস্যুতে সরব হননি ৷

রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করতে পারে, এমন আশঙ্কা কেন করছে মার্কিন যুক্তরাষ্ট্র ? এই প্রশ্নের উত্তরে বাইডেনের ব্যাখ্যা, রাশিয়ার দেওয়া ভুল তথ্য এখানে ইউক্রেনের উপর হামলার প্রস্তুতি হিসেবে ধরতে হবে ৷ ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ায় হামলা চালাতে পারে যে খবর ছড়ায়, তা এর অঙ্গ বলে বাইডেনের দাবি ৷ তাঁর অভিযোগ, রাশিয়া বরাবর এই কৌশল অবলম্বন করে ৷ সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলি গত কয়েক সপ্তাহ ধরে এই ইস্যুতে সতর্কবার্তা দিচ্ছে ৷

তবে শুধু ইউক্রেনের উপর রুশ হামলার আশঙ্কা প্রকাশ করেই থেমে থাকেননি বাইডেন ৷ পুতিনের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ তাঁর হুঁশিয়ারি, এখনও সময় আছে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর ৷ সেনা সরিয়ে রাশিয়া আলোচনার পথেও সমাধান করতে পারে ৷ না হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলি ইউক্রেনের মানুষের পাশে থাকবে ৷ রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা চাপানো হবে ৷ পুরো বিষয়টির জন্য রাশিয়াই দায়ী থাকবে ৷

আগামী 24 ফেব্রুয়ারি ইউরোপে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক হওযার কথা ৷ বাইডেন জানিয়েছেন, ওই বৈঠক নিয়ে রাশিয়া সম্মতি দিয়েছে ৷ কিন্তু তার আগে হামলা হলে কূটনৈতিক আলোচনার সব পথ বন্ধ হয়ে যাবে ৷

আরও পড়ুন : Biden Putin Ukraine crisis: 'কড়া মূল্য চোকাতে হবে', পুতিনকে সতর্ক করলেন বাইডেন

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 19 ফেব্রুয়ারি : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণ করবেন ইউক্রেনের উপর ৷ এমনটাই মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden believes Russia would invade Ukraine) ৷ রাশিয়া-ইউক্রেন সংকট (Russia-Ukraine crisis) নিয়ে হোয়াইট হাউজে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘বর্তমান পরিস্থিতি দেখে আমি নিশ্চিত যে তিনি (পুতিন) সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷’’

এর আগে অবশ্য বাইডেন জানিয়েছিলেন যে রাশিয়া আক্রমণ করবে না বলেই তাঁর বিশ্বাস ৷ যদিও পুতিনের মনে কী চলছে, তা নিয়ে তিনি নিশ্চিত নন বলেও জানিয়েছিলেন বাইডেন ৷ কিন্তু শুক্রবার সেই অবস্থান থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ৷ তিনি এবার তাঁর আশঙ্কার বিষয়টি স্পষ্ট করে দিলেন ৷ শুক্রবার বাইডেন জানিয়েছেন, তাঁর আশঙ্কা ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা চালাবে রাশিয়া (Russian invasion) ৷

রাশিয়া যাতে ইউক্রেনের উপর হামলা না চালায়, সেটা আটকাতেই মার্কিন যুক্তরাষ্ট্র এই ইস্যুতে প্রথম থেকেই সরব বলে দাবি করেছেন জো বাইডেন ৷ তিনি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব বৃদ্ধি করতে তাঁরা এই ইস্যুতে সরব হননি ৷

রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করতে পারে, এমন আশঙ্কা কেন করছে মার্কিন যুক্তরাষ্ট্র ? এই প্রশ্নের উত্তরে বাইডেনের ব্যাখ্যা, রাশিয়ার দেওয়া ভুল তথ্য এখানে ইউক্রেনের উপর হামলার প্রস্তুতি হিসেবে ধরতে হবে ৷ ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ায় হামলা চালাতে পারে যে খবর ছড়ায়, তা এর অঙ্গ বলে বাইডেনের দাবি ৷ তাঁর অভিযোগ, রাশিয়া বরাবর এই কৌশল অবলম্বন করে ৷ সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলি গত কয়েক সপ্তাহ ধরে এই ইস্যুতে সতর্কবার্তা দিচ্ছে ৷

তবে শুধু ইউক্রেনের উপর রুশ হামলার আশঙ্কা প্রকাশ করেই থেমে থাকেননি বাইডেন ৷ পুতিনের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ তাঁর হুঁশিয়ারি, এখনও সময় আছে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর ৷ সেনা সরিয়ে রাশিয়া আলোচনার পথেও সমাধান করতে পারে ৷ না হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলি ইউক্রেনের মানুষের পাশে থাকবে ৷ রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা চাপানো হবে ৷ পুরো বিষয়টির জন্য রাশিয়াই দায়ী থাকবে ৷

আগামী 24 ফেব্রুয়ারি ইউরোপে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক হওযার কথা ৷ বাইডেন জানিয়েছেন, ওই বৈঠক নিয়ে রাশিয়া সম্মতি দিয়েছে ৷ কিন্তু তার আগে হামলা হলে কূটনৈতিক আলোচনার সব পথ বন্ধ হয়ে যাবে ৷

আরও পড়ুন : Biden Putin Ukraine crisis: 'কড়া মূল্য চোকাতে হবে', পুতিনকে সতর্ক করলেন বাইডেন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.