ETV Bharat / international

G7 সম্মেলন স্থগিত ট্রাম্পের, ভারতকে আমন্ত্রণ জানানোর ভাবনা

ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে অন্তর্ভুক্ত করে আমন্ত্রিত দেশগুলির তালিকা সম্প্রসারণ করতে চাইছেন ট্রাম্প ৷

G7 সম্মেলনে স্থগিত ট্রাম্পের
G7 সম্মেলনে স্থগিত ট্রাম্পের
author img

By

Published : May 31, 2020, 7:24 AM IST

ওয়াশিংটন, 31 মে: G7 সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৷ জুনের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের শিল্পোন্নত দেশগুলিকে নিয়ে এই সম্মেলন স্থগিত রাখতে চান তিনি ৷ কারণ এতে ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে অন্তর্ভুক্ত করে আমন্ত্রিত দেশগুলির তালিকা সম্প্রসারণ করতে চাইছেন ট্রাম্প ৷

অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেছেন, "এই G7 ফরম্যাট পুরানো ৷ এটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমার মনে হয় না বর্তমান বিশ্বে কী চলছে তা এই G7 সম্মেলন ঠিকঠাকভাবে তুলে ধরতে পারবে ৷ এই গ্রুপের দেশগুলিও বেশি সেকেলে ৷" 10-12 জুন পর্যন্ত ওয়াশিংটনে এই সম্মেলন হওয়ার কথা ছিল ৷ কিন্তু কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে এই সম্মেলন জুনের শেষ দিকে বসার কথা ছিল ৷ তবে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আপাতত জুনে বসছে না G7 সম্মেলন ৷

অ্যামেরিকা, ব্রিটেন, ইট্যালি, জার্মানি, জাপান, ফ্রান্স ও কানাডা- এই সাতটি দেশ প্রতিবছর বিশ্বের নানা বিষয় নিয়ে আলোচনায় বসে ৷

ওয়াশিংটন, 31 মে: G7 সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৷ জুনের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের শিল্পোন্নত দেশগুলিকে নিয়ে এই সম্মেলন স্থগিত রাখতে চান তিনি ৷ কারণ এতে ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে অন্তর্ভুক্ত করে আমন্ত্রিত দেশগুলির তালিকা সম্প্রসারণ করতে চাইছেন ট্রাম্প ৷

অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেছেন, "এই G7 ফরম্যাট পুরানো ৷ এটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমার মনে হয় না বর্তমান বিশ্বে কী চলছে তা এই G7 সম্মেলন ঠিকঠাকভাবে তুলে ধরতে পারবে ৷ এই গ্রুপের দেশগুলিও বেশি সেকেলে ৷" 10-12 জুন পর্যন্ত ওয়াশিংটনে এই সম্মেলন হওয়ার কথা ছিল ৷ কিন্তু কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে এই সম্মেলন জুনের শেষ দিকে বসার কথা ছিল ৷ তবে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আপাতত জুনে বসছে না G7 সম্মেলন ৷

অ্যামেরিকা, ব্রিটেন, ইট্যালি, জার্মানি, জাপান, ফ্রান্স ও কানাডা- এই সাতটি দেশ প্রতিবছর বিশ্বের নানা বিষয় নিয়ে আলোচনায় বসে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.