ETV Bharat / international

মোদিকে 'ভারতপিতা' সম্বোধন ট্রাম্পের - politics

নরেন্দ্র মোদি আসলে ভারতপিতা ৷ এমনটাই মন্তব্য করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

মোদিকে 'ভারতপিতা' সম্বোধন ট্রাম্পের
author img

By

Published : Sep 25, 2019, 3:56 AM IST

নিউ ইয়র্ক , 25 সেপ্টেম্বর : বাবা যেমন সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখেন ৷ তেমনটাই ভূমিকা পালন করে চলেছেন নরেন্দ্র মোদি ৷ ভারতের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি ৷ বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করার মতোই ৷ তাই নরেন্দ্র মোদি আসলে ভারতপিতা ৷ এমনটাই মন্তব্য করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

ট্রাম্পের কথায়, মোদি একজন প্রকৃত ভদ্রলোক ৷ একজন মহান নেতা ৷ ভারতের অবস্থা আগে যেমন ছিল, তার থেকে অনেক উন্নত ৷ আর এর জন্য পুরো কৃতিত্ব নরেন্দ্র মোদিকেই দিলেন ট্রাম্প ৷ ট্রাম্প মোদিকে শুধু 'ফাদার অফ ইন্ডিয়া' বলেই থামেননি এদিন ৷ মোদির আচরণ ও মেজাজের জন্য রকস্টারের সঙ্গেও তুলনা করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷

ট্রাম্প-মোদি দ্বিপাক্ষিক বৈঠক সারেন এদিন৷ বিদেশসচিব বিজয় গোখলে বলেন, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে জম্মু-কাশ্মীর ইশু নিয়ে গভীর আলোচনাও হয়েছে ৷

নিউ ইয়র্ক , 25 সেপ্টেম্বর : বাবা যেমন সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখেন ৷ তেমনটাই ভূমিকা পালন করে চলেছেন নরেন্দ্র মোদি ৷ ভারতের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি ৷ বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করার মতোই ৷ তাই নরেন্দ্র মোদি আসলে ভারতপিতা ৷ এমনটাই মন্তব্য করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

ট্রাম্পের কথায়, মোদি একজন প্রকৃত ভদ্রলোক ৷ একজন মহান নেতা ৷ ভারতের অবস্থা আগে যেমন ছিল, তার থেকে অনেক উন্নত ৷ আর এর জন্য পুরো কৃতিত্ব নরেন্দ্র মোদিকেই দিলেন ট্রাম্প ৷ ট্রাম্প মোদিকে শুধু 'ফাদার অফ ইন্ডিয়া' বলেই থামেননি এদিন ৷ মোদির আচরণ ও মেজাজের জন্য রকস্টারের সঙ্গেও তুলনা করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷

ট্রাম্প-মোদি দ্বিপাক্ষিক বৈঠক সারেন এদিন৷ বিদেশসচিব বিজয় গোখলে বলেন, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে জম্মু-কাশ্মীর ইশু নিয়ে গভীর আলোচনাও হয়েছে ৷

New York (USA), Sep 25 (ANI): US President Donald Trump on Sep 24 said Prime Minister Narendra Modi and Pakistani Prime Minister Imran Khan will get along when they get to know each other, and expressed confidence of "good things" coming whenever the two leaders decide to have a meeting. "I really believe that Prime Minister Modi and Prime Minister Khan will get along when they get to know each other. I think a lot of good things will come from that meeting," Trump said in response to a question about Pakistan being the epicenter of terrorism, and how would he clampdown on terrorism emanating from the country.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.