ETV Bharat / international

ভারতীয়দের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি : ট্রাম্প

ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আগামীকাল মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি ।

Namaste Trump
ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Feb 23, 2020, 9:49 PM IST

ওয়াশিংটন, 23 ফেব্রুয়ারি : হোয়াইট হাউজ় থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প । হোয়াইট হাউজ় থেকে তাঁরা প্রথমে অ্যান্ড্রুতে বায়ুসেনা ঘাঁটিতে যান । সেখান থেকেই ভারতের উদ্দেশ্যে রওনা হন তিনি ।

বিমানে ওঠার আগে ট্রাম্প জানিয়েছেন, " ভারতের নাগরিকদের সঙ্গে দেখা করার জন্য আমি আগ্রহী হয়ে আছি । কোটি কোটি মানুষের সঙ্গে দেখা হবে । প্রধানমন্ত্রীর সঙ্গেও আমি খুব ভালো ভাবে মিশে যেতে পারি । তিনি আমার খুব ভালো বন্ধু । প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, তাঁরা সবথেকে বড় অনুষ্ঠান আয়োজন করতে চলেছেন ।"

আগামীকাল আমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানেও থাকবেন তিনি । হাউডি মোদির অনুকরণে ওই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হবে ট্রাম্পকে । পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে একটি রোড শো-তেও অংশগ্রহণ করবেন তিনি । সন্ধ্যায় আগ্রায় তাজমহল পরিদর্শন করবেন তিনি ।

  • US Embassy in India on First Lady Melania Trump's visit to a Delhi govt school: While US Embassy had no objection to the presence of CM&Deputy CM, we appreciate their recognition that this isn't a political event& that it's best to ensure focus is on education, school,& students. pic.twitter.com/3fwrxp6IKN

    — ANI (@ANI) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অ্যামেরিকায় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প রাজধানীতে এক সরকারি স্কুলও পরিদর্শনে যাবেন । সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্ওদ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও উপস্থিত থাকবেন বলে জানা গেছে ।

ওয়াশিংটন, 23 ফেব্রুয়ারি : হোয়াইট হাউজ় থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প । হোয়াইট হাউজ় থেকে তাঁরা প্রথমে অ্যান্ড্রুতে বায়ুসেনা ঘাঁটিতে যান । সেখান থেকেই ভারতের উদ্দেশ্যে রওনা হন তিনি ।

বিমানে ওঠার আগে ট্রাম্প জানিয়েছেন, " ভারতের নাগরিকদের সঙ্গে দেখা করার জন্য আমি আগ্রহী হয়ে আছি । কোটি কোটি মানুষের সঙ্গে দেখা হবে । প্রধানমন্ত্রীর সঙ্গেও আমি খুব ভালো ভাবে মিশে যেতে পারি । তিনি আমার খুব ভালো বন্ধু । প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, তাঁরা সবথেকে বড় অনুষ্ঠান আয়োজন করতে চলেছেন ।"

আগামীকাল আমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানেও থাকবেন তিনি । হাউডি মোদির অনুকরণে ওই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হবে ট্রাম্পকে । পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে একটি রোড শো-তেও অংশগ্রহণ করবেন তিনি । সন্ধ্যায় আগ্রায় তাজমহল পরিদর্শন করবেন তিনি ।

  • US Embassy in India on First Lady Melania Trump's visit to a Delhi govt school: While US Embassy had no objection to the presence of CM&Deputy CM, we appreciate their recognition that this isn't a political event& that it's best to ensure focus is on education, school,& students. pic.twitter.com/3fwrxp6IKN

    — ANI (@ANI) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অ্যামেরিকায় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প রাজধানীতে এক সরকারি স্কুলও পরিদর্শনে যাবেন । সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্ওদ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও উপস্থিত থাকবেন বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.