ETV Bharat / international

Joe Biden : কোভিডের বুস্টার ডোজ় নিলেন বাইডেন

কোভিড-19 ভ্যাকসিনের বুস্টার ডোজ় নিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তৃতীয় ডোজ়টি নেওয়ার মুহূর্তের ছবি পোস্ট করে টুইট করলেন 78 বছরের প্রেসিডেন্ট ৷

বুস্টার ডোজ নিচ্ছেন প্রেসিডেন্ট
বুস্টার ডোজ নিচ্ছেন প্রেসিডেন্ট
author img

By

Published : Sep 28, 2021, 9:25 AM IST

Updated : Sep 28, 2021, 9:30 AM IST

ওয়াশিংটন, 28 সেপ্টেম্বর : কোভিড-19-এর (COVID-19) বুস্টার ডোজ় (booster shot) নিলেন প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) ৷ আমেরিকায় 65 বছর ও তার বেশি বয়সের নাগরিকদের আগের দু'টি ডোজ় নেওয়ার পর শারীরিক অবস্থা বিচার করে এবং ঝুঁকিপূর্ণ কাজের জায়গার কথা ভেবে বুস্টার ডোজ় হিসেবে ফাইজারের (Pfizer) তৃতীয় ডোজ় নেওয়ার অনুমোদন দিয়েছে দু'টি সংস্থা ৷ সেই অনুযায়ী, প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় সোমবার বিকেলে তৃতীয় ডোজ় নিলেন ৷

বুস্টার ডোজ় নেওয়ার ছবি পোস্ট করে একটি টুইট করেছেন বাইডেন ৷ লেখেন, "কোভিড-19 সংক্রমণে ঝুঁকি যাঁদের বেশি, তাঁদের কোভিড-19 বুস্টার ইনজেকশন আরও বেশি সুরক্ষিত রাখবে ৷ সেইজন্য আজ আমি আমার বুস্টার ডোজ় নিলাম এবং যাঁরা এই ডোজ় নেওয়ার যোগ্য, তাঁদের সবাইকে উৎসাহিত করব এই ডোজ় নিতে ৷"

তৃতীয় ডোজ় নেওয়ার আগে প্রেসিডেন্ট জানিয়েছিলেন প্রথম ডোজ় বা দ্বিতীয় ডোজ় নেওয়ার পরে তাঁর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি ৷ তিনি বলেন, "আরও বেশি মানুষকে ভ্যাকসিন দিতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ৷"

আরও পড়ুন : Covid Vaccine : ভারতে এসে করোনার টিকা তৈরি করুন, বিশ্বকে আহ্বান মোদির

78 বছর বয়সী প্রেসিডেন্ট স্ত্রী জিল বাইডেনকে (Jill Biden) সঙ্গে নিয়ে কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ় নেন 21 ডিসেম্বর এবং 3 সপ্তাহ পর 11 জানুয়ারি দ্বিতীয় ডোজ় নিয়েছিলেন ৷ বাইডেন জানিয়েছেন, তাঁর স্ত্রীও (বয়স 70) বুস্টার ডোজ় নেবেন ৷ কিন্তু এদিন তিনি নর্দান ভার্জিনিয়া কমিউনিটি কলেজে (Northern Virginia Community College) পড়ানোয় ব্যস্ত ছিলেন, তাই জো বাইডেনের সঙ্গে তৃতীয় ডোজ় নেওয়া হয়নি তাঁর ৷ তিনি এই কলেজে ইংরেজির অধ্যাপক ৷

  • The COVID-19 booster shots will provide even more protection from COVID-19 for those who are at greater risk. That’s why today, I got my booster — and encourage everyone who’s eligible to do so as well. pic.twitter.com/XO4l3XxgLG

    — President Biden (@POTUS) September 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার "সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন" (Centers for Disease Control and Prevention) এবং "ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন" (Food and Drug Administration) ফাইজারকে বুস্টার ডোজ়ের ছাড়পত্র দেওয়ার পর প্রেসিডেন্ট সাংবাদিকদের মজা করে বলেন, "এটা স্বীকার করতে কষ্ট হচ্ছে যে আমার বয়স 65 বছরের বেশি, কিন্তু আমাকে বুস্টার ডোজ় নিতে হবে ৷" সোমবারও একই কথা বলেন ৷

এবছর গ্রীষ্মে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্টের প্রকোপে বহু আমেরিকাবাসী সংক্রামিত হন ৷ এর পর প্রেসিডেন্ট জো বাইডেন বুস্টার ডোজ়ের গুরুত্বের কথা তুলে ধরেন ৷ গত সপ্তাহে বাইডেন ঘোষণা করেন যে, 50 কোটি (500 মিলিয়ন) ফাইজার ভ্যাকসিন (Pfizer vaccine) কেনা হবে ৷

ওয়াশিংটন, 28 সেপ্টেম্বর : কোভিড-19-এর (COVID-19) বুস্টার ডোজ় (booster shot) নিলেন প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) ৷ আমেরিকায় 65 বছর ও তার বেশি বয়সের নাগরিকদের আগের দু'টি ডোজ় নেওয়ার পর শারীরিক অবস্থা বিচার করে এবং ঝুঁকিপূর্ণ কাজের জায়গার কথা ভেবে বুস্টার ডোজ় হিসেবে ফাইজারের (Pfizer) তৃতীয় ডোজ় নেওয়ার অনুমোদন দিয়েছে দু'টি সংস্থা ৷ সেই অনুযায়ী, প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় সোমবার বিকেলে তৃতীয় ডোজ় নিলেন ৷

বুস্টার ডোজ় নেওয়ার ছবি পোস্ট করে একটি টুইট করেছেন বাইডেন ৷ লেখেন, "কোভিড-19 সংক্রমণে ঝুঁকি যাঁদের বেশি, তাঁদের কোভিড-19 বুস্টার ইনজেকশন আরও বেশি সুরক্ষিত রাখবে ৷ সেইজন্য আজ আমি আমার বুস্টার ডোজ় নিলাম এবং যাঁরা এই ডোজ় নেওয়ার যোগ্য, তাঁদের সবাইকে উৎসাহিত করব এই ডোজ় নিতে ৷"

তৃতীয় ডোজ় নেওয়ার আগে প্রেসিডেন্ট জানিয়েছিলেন প্রথম ডোজ় বা দ্বিতীয় ডোজ় নেওয়ার পরে তাঁর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি ৷ তিনি বলেন, "আরও বেশি মানুষকে ভ্যাকসিন দিতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ৷"

আরও পড়ুন : Covid Vaccine : ভারতে এসে করোনার টিকা তৈরি করুন, বিশ্বকে আহ্বান মোদির

78 বছর বয়সী প্রেসিডেন্ট স্ত্রী জিল বাইডেনকে (Jill Biden) সঙ্গে নিয়ে কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ় নেন 21 ডিসেম্বর এবং 3 সপ্তাহ পর 11 জানুয়ারি দ্বিতীয় ডোজ় নিয়েছিলেন ৷ বাইডেন জানিয়েছেন, তাঁর স্ত্রীও (বয়স 70) বুস্টার ডোজ় নেবেন ৷ কিন্তু এদিন তিনি নর্দান ভার্জিনিয়া কমিউনিটি কলেজে (Northern Virginia Community College) পড়ানোয় ব্যস্ত ছিলেন, তাই জো বাইডেনের সঙ্গে তৃতীয় ডোজ় নেওয়া হয়নি তাঁর ৷ তিনি এই কলেজে ইংরেজির অধ্যাপক ৷

  • The COVID-19 booster shots will provide even more protection from COVID-19 for those who are at greater risk. That’s why today, I got my booster — and encourage everyone who’s eligible to do so as well. pic.twitter.com/XO4l3XxgLG

    — President Biden (@POTUS) September 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার "সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন" (Centers for Disease Control and Prevention) এবং "ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন" (Food and Drug Administration) ফাইজারকে বুস্টার ডোজ়ের ছাড়পত্র দেওয়ার পর প্রেসিডেন্ট সাংবাদিকদের মজা করে বলেন, "এটা স্বীকার করতে কষ্ট হচ্ছে যে আমার বয়স 65 বছরের বেশি, কিন্তু আমাকে বুস্টার ডোজ় নিতে হবে ৷" সোমবারও একই কথা বলেন ৷

এবছর গ্রীষ্মে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্টের প্রকোপে বহু আমেরিকাবাসী সংক্রামিত হন ৷ এর পর প্রেসিডেন্ট জো বাইডেন বুস্টার ডোজ়ের গুরুত্বের কথা তুলে ধরেন ৷ গত সপ্তাহে বাইডেন ঘোষণা করেন যে, 50 কোটি (500 মিলিয়ন) ফাইজার ভ্যাকসিন (Pfizer vaccine) কেনা হবে ৷

Last Updated : Sep 28, 2021, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.