ওয়াশিংটন, 27 মার্চ : কোরোনা আক্রান্তের সংখ্যায় চিনকেও পিছনে ফেলল অ্যামেরিকা ৷ সেখানে 85 হাজার 377 জন কোরোনায় সংক্রমিত ৷ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, চিনে প্রায় 82 হাজার জন কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই WHO আশঙ্কা প্রকাশ করেছিল, চিন ও ইট্যালির পর কোরোনার উপকেন্দ্রে পরিণত হতে পারে অ্যামেরিকা ৷ বিশেষজ্ঞরা বলছেন, WHO-র এই আশঙ্কা যে অমূলক ছিল না তার প্রমাণ এত লোকের আক্রান্ত হওয়া ৷
সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, কমপক্ষে 160 মিলিয়ন অ্যামেরিকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই সেই দেশের সমস্ত স্কুল, রেঁস্তোরা, পানশালা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷
তবে, অন্য দেশগুলির তুলনায় অ্যামেরিকার বেশি মানুষকে পরীক্ষা করানো হচ্ছে ৷ কোরোনা সম্পর্কে হোয়াইট হাউজ়ের পক্ষ থেকে ডঃ ডেবোরা ব্রিক্স সাংবাদিকদের জানান, "আমরা এখনও পর্যন্ত 3 লাখ 70 হাজার পরীক্ষা করিয়েছি ৷ শেষ 8 দিনে 2 লাখ 20 হাজার পরীক্ষা করানো হয়েছে ৷ দক্ষিণ কোরিয়া যা 8 সপ্তাহে করিয়েছেন আমরা তা 8 দিনে করিয়েছি ৷ যারা নজরে রাখছেন তাঁরা এই বিষয়টি লক্ষ্য করে থাকবেন ৷"
চিনে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 81 হাজার 782 জন ৷ সেই সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে অ্যামেরিকায় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, সেদেশে আক্রান্তের সংখ্যা 85 হাজার 377 জন ৷ চিনে এখনও পর্যন্ত 3 হাজার 292 জনের মৃত্যু হয়েছে৷ অপরদিকে অ্যামেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 1 হাজার 295 জনের৷
অ্য়ামেরিকায় কোরানা সংক্রমণে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় সব থেকে উপরে রয়েছে নিউ ইয়র্ক সিটি ৷ সেখানে 38 হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 281 জনের ৷
উল্লেখ্য, ইতিমধ্যেই 200টি দেশে ছড়িয়ে পড়েছে কোরোনার সংক্রমণ৷ বিশ্বজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে 4 লাখ 62 হাজার 684৷ মৃতের সংখ্যা ছাড়িয়েছে 20 হাজার ৷ গতকাল এই তথ্য সামনে এনেছে WHO ৷