ETV Bharat / international

ট্রাম্পের ইমপিচমেন্ট চার্জে সম্মতি মার্কিন হাউস প্যানেলের - ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিরোধীদের আনা ইমপিচমেন্টের দাবিতে সিলমোহর । মার্কিন বিচারবিভাগীয় কমিটি ডেমক্র্যাটদের এই দাবিকে স্বীকৃতি জানাল ।

trump
trump
author img

By

Published : Dec 14, 2019, 4:21 AM IST

ওয়াশিংটন , ১৪ ডিসেম্বর : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিরোধীদের আনা ইমপিচমেন্টের দাবিতে সিলমোহর । মার্কিন বিচারবিভাগীয় কমিটি ডেমক্র্যাটদের এই দাবিকে স্বীকৃতি জানাল । ইমপিচমেন্টের প্রস্তাব মার্কিন আইনজীবীদের সংগঠনে ২৩-১৭ ভোটে পাশ হয়ে গেল । যার অর্থ খুব শীঘ্রই ইমপিচমেন্টের মুখে পড়তে চলেছেন প্রেসিডেন্ট । মার্কিন ইতিহাসে তিনি হতে চলেছেন চতুর্থ ব্যক্তি যাকে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে । বৃহস্পতিবার শুনানির দিন ঘোষণা থাকলেও পক্ষ-বিপক্ষের তরজার জেরে শুক্রবার ইমপিচমেন্টের বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় ।


বিতর্কেক সূত্রপাত বছর খানেক আগে । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প । অভিযোগ ছিল , ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং তাঁর ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য চাপ দিয়েছিলেন ট্রাম্প ।

হান্টার বাইডেন ইউক্রেনের একটি প্রাকৃতিক গ্যাস কোম্পনির বোর্ড সদস্য ছিলেন । সেসময় তাঁর বাবা জো ছিলেন অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট । ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প জেলেনস্কিকে ফোন করে চাপ দেন, কী ভাবে হান্টারকে নিয়োগ করা হয়েছিল, সে বিষয়ে তদন্ত শুরু করার জন্য । তা না করলে ইউক্রেনকে যে পরিমাণ সামরিক সাহায্য অ্যামেরিকা দিচ্ছে তা বন্ধ করার হুমকিও নাকি দিয়েছিলেন ট্রাম্প । বিপুল আর্থিক সাহায্য থেকে বঞ্চিত করার বিষয়ে ট্রাম্প তাঁর ক্ষমতা ও পদমর্যাদার ব্যবহার করেছেন বলে অভিযোগ ডেমক্র্যাটদের ।

বিতর্ক এখানেই শেষ নয় । নিজের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানিকে এই কাজে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ । ভোট যত এগিয়ে আসছে বিষয়টি নিয়ে ততই সুর চড়াচ্ছে ডেমক্র্যাটরা । পরিস্থিতি ক্রমেই ট্রাম্পের বিপক্ষে যাওয়ায় মুখ খুলেছেন তিনিও । কিন্তু বাস্তবক্ষেত্রে অনেকটাই ধাক্কা খেতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে ।

প্রকাশ্য শুনানির দাবি ছিল ডেমক্র্যাটদের । সেই বিষয়েও সবুজ সংকেত পাওয়া গেছে । যদিও ট্রাম্পের অপরাধ ইমপিচমেন্ট করার মত কিনা তা নিয়ে বিতর্ক রয়ে গেছে । মার্কিন সংবিধান অনুসারে দেশদ্রোহী বা ঘুষ বা উচ্চতর কোনও অপরাধ করলে ইমপিচমেন্টের মুখে পড়ার সম্ভাবনা থাকে । তবে প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধ কতটা গুরুতর তা মোটের উপর স্পষ্ট নয় । এমনকি উচ্চতর অপরাধ বলতে কী সেটাও স্পষ্ট নয় সংবিধানে । যদিও পরিস্থিতি যা তাতে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট শুরু করা কার্যত সময়ের অপেক্ষা । এখন দেখার পূর্বসূরিদের পথ অনুসরণ করে ট্রাম্প কি পদত্যাগ করবেন না শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন ।

ওয়াশিংটন , ১৪ ডিসেম্বর : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিরোধীদের আনা ইমপিচমেন্টের দাবিতে সিলমোহর । মার্কিন বিচারবিভাগীয় কমিটি ডেমক্র্যাটদের এই দাবিকে স্বীকৃতি জানাল । ইমপিচমেন্টের প্রস্তাব মার্কিন আইনজীবীদের সংগঠনে ২৩-১৭ ভোটে পাশ হয়ে গেল । যার অর্থ খুব শীঘ্রই ইমপিচমেন্টের মুখে পড়তে চলেছেন প্রেসিডেন্ট । মার্কিন ইতিহাসে তিনি হতে চলেছেন চতুর্থ ব্যক্তি যাকে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে । বৃহস্পতিবার শুনানির দিন ঘোষণা থাকলেও পক্ষ-বিপক্ষের তরজার জেরে শুক্রবার ইমপিচমেন্টের বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় ।


বিতর্কেক সূত্রপাত বছর খানেক আগে । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প । অভিযোগ ছিল , ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং তাঁর ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য চাপ দিয়েছিলেন ট্রাম্প ।

হান্টার বাইডেন ইউক্রেনের একটি প্রাকৃতিক গ্যাস কোম্পনির বোর্ড সদস্য ছিলেন । সেসময় তাঁর বাবা জো ছিলেন অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট । ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প জেলেনস্কিকে ফোন করে চাপ দেন, কী ভাবে হান্টারকে নিয়োগ করা হয়েছিল, সে বিষয়ে তদন্ত শুরু করার জন্য । তা না করলে ইউক্রেনকে যে পরিমাণ সামরিক সাহায্য অ্যামেরিকা দিচ্ছে তা বন্ধ করার হুমকিও নাকি দিয়েছিলেন ট্রাম্প । বিপুল আর্থিক সাহায্য থেকে বঞ্চিত করার বিষয়ে ট্রাম্প তাঁর ক্ষমতা ও পদমর্যাদার ব্যবহার করেছেন বলে অভিযোগ ডেমক্র্যাটদের ।

বিতর্ক এখানেই শেষ নয় । নিজের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানিকে এই কাজে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ । ভোট যত এগিয়ে আসছে বিষয়টি নিয়ে ততই সুর চড়াচ্ছে ডেমক্র্যাটরা । পরিস্থিতি ক্রমেই ট্রাম্পের বিপক্ষে যাওয়ায় মুখ খুলেছেন তিনিও । কিন্তু বাস্তবক্ষেত্রে অনেকটাই ধাক্কা খেতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে ।

প্রকাশ্য শুনানির দাবি ছিল ডেমক্র্যাটদের । সেই বিষয়েও সবুজ সংকেত পাওয়া গেছে । যদিও ট্রাম্পের অপরাধ ইমপিচমেন্ট করার মত কিনা তা নিয়ে বিতর্ক রয়ে গেছে । মার্কিন সংবিধান অনুসারে দেশদ্রোহী বা ঘুষ বা উচ্চতর কোনও অপরাধ করলে ইমপিচমেন্টের মুখে পড়ার সম্ভাবনা থাকে । তবে প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধ কতটা গুরুতর তা মোটের উপর স্পষ্ট নয় । এমনকি উচ্চতর অপরাধ বলতে কী সেটাও স্পষ্ট নয় সংবিধানে । যদিও পরিস্থিতি যা তাতে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট শুরু করা কার্যত সময়ের অপেক্ষা । এখন দেখার পূর্বসূরিদের পথ অনুসরণ করে ট্রাম্প কি পদত্যাগ করবেন না শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন ।

Kufri (HP), Dec 13 (ANI): Tourists thronged Himachal Pradesh's one of the favourite tourist spots Kufri after the fresh snowfall in the region. Kufri is fully covered with a thick white blanket of snow. Tourists are enjoying every bit of moment by throwing snow balls onto each other. Himachal Pradesh continued to record shivering temperatures on December 13 after rains and snowfall across many places in the state. State administration is clearing the snow from the road to maintain the vehicular flow.


For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.