ETV Bharat / international

COVID 19 : মন্দার মুখে পড়তে পারে অ্যামেরিকার অর্থনীতি, ইঙ্গিত ট্রাম্পের - অ্যামেরিকার শেয়ার বাজার

কোরোনার আতঙ্কে সাম্প্রতিক ইতিহাসে রেকর্ড ধস ওয়াল স্ট্রিটে ৷ আর্থিক মন্দার মুখে পড়তে পারে অ্যামেরিকা, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের ৷

Dow
ছবি
author img

By

Published : Mar 17, 2020, 8:52 AM IST

ওয়াশিংটন, 17 মার্চ : বিশ্বজুড়ে কোরোনার সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে ৷ পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে কোরোনাকে প্যানডেমিক হিসেবে ঘোষণা করেছে ৷ কোরোনার জেরে আর্থিক মন্দার মুখে পড়তে পারে অ্যামেরিকার অর্থনীতিও ৷ এমনই আশঙ্কা করছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আগামী নভেম্বর পর্যন্ত কোরোনার বিপর্যয়ের প্রভাব থেকে যাবে বলেও অনুমান করছেন তিনি ৷

কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে অ্যামেরিকা ৷ দ্রুত বাড়তে থাকা কোরোনার সংক্রমণ থেকে অ্যামেরিকাকে বাঁচাতে 10 জন বা তার বেশি সংখ্যক মানুষকে একসঙ্গে রাস্তায় না বেরোনার জন্য পরামর্শ দিয়েছেন ট্রাম্প ৷ নিউ জার্সি ও সান ফ্রান্সিসকোতে শহরের রাস্তার ভিড় কমাতে জারি করা হয়েছে কারফিউ ৷

প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার অ্যামেরিকার আর্থিক অবস্থা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ট্রাম্পের কপালে ৷ গতকালই হোয়াইট হাউজ় থেকে তিনি জানিয়েছেন, "কোরোনা নিয়ে বাড়তে থাকা আতঙ্কের জেরে আর্থিক মন্দার মুখে পড়তে পারে অ্যামেরিকার অর্থনীতি ৷"

কোরোনায় আক্রান্ত হয়ে গোটা বিশ্বে এখনও পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ৷ ভাইরাসের আতঙ্ক যে হারে বাড়তে শুরু করেছে তাতে ধসের মুখে ওয়াল স্ট্রিট শেয়ার বাজারও ৷ প্রায় 13 শতাংশ পড়েছে ডাউয়ের সূচক ৷ 1987 সালের পর থেকে এইধরনের বিপর্যয়ের মুখোমুখি আর হয়নি ওয়াল স্ট্রিট ৷ গতকাল প্রায় 3000 পয়েন্ট পড়েছে ডাউয়ের সূচক ৷ সাম্প্রতিক ইতিহাসে এটিই সবথেকে বড় একদিনের পতন ডাউয়ের ৷

অ্যামেরিকার প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, "শেয়ার বাজার ও অ্যামেরিকার অর্থনীতি দমিত হতে পারে কোরোনা ভাইরাসের কারণে ৷ তবে একবার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গেলে আপনারা আবার অ্যামেরিকার অর্থনীতিতে জোয়ার দেখতে পাবেন ৷"

ওয়াশিংটন, 17 মার্চ : বিশ্বজুড়ে কোরোনার সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে ৷ পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে কোরোনাকে প্যানডেমিক হিসেবে ঘোষণা করেছে ৷ কোরোনার জেরে আর্থিক মন্দার মুখে পড়তে পারে অ্যামেরিকার অর্থনীতিও ৷ এমনই আশঙ্কা করছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আগামী নভেম্বর পর্যন্ত কোরোনার বিপর্যয়ের প্রভাব থেকে যাবে বলেও অনুমান করছেন তিনি ৷

কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে অ্যামেরিকা ৷ দ্রুত বাড়তে থাকা কোরোনার সংক্রমণ থেকে অ্যামেরিকাকে বাঁচাতে 10 জন বা তার বেশি সংখ্যক মানুষকে একসঙ্গে রাস্তায় না বেরোনার জন্য পরামর্শ দিয়েছেন ট্রাম্প ৷ নিউ জার্সি ও সান ফ্রান্সিসকোতে শহরের রাস্তার ভিড় কমাতে জারি করা হয়েছে কারফিউ ৷

প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার অ্যামেরিকার আর্থিক অবস্থা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ট্রাম্পের কপালে ৷ গতকালই হোয়াইট হাউজ় থেকে তিনি জানিয়েছেন, "কোরোনা নিয়ে বাড়তে থাকা আতঙ্কের জেরে আর্থিক মন্দার মুখে পড়তে পারে অ্যামেরিকার অর্থনীতি ৷"

কোরোনায় আক্রান্ত হয়ে গোটা বিশ্বে এখনও পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ৷ ভাইরাসের আতঙ্ক যে হারে বাড়তে শুরু করেছে তাতে ধসের মুখে ওয়াল স্ট্রিট শেয়ার বাজারও ৷ প্রায় 13 শতাংশ পড়েছে ডাউয়ের সূচক ৷ 1987 সালের পর থেকে এইধরনের বিপর্যয়ের মুখোমুখি আর হয়নি ওয়াল স্ট্রিট ৷ গতকাল প্রায় 3000 পয়েন্ট পড়েছে ডাউয়ের সূচক ৷ সাম্প্রতিক ইতিহাসে এটিই সবথেকে বড় একদিনের পতন ডাউয়ের ৷

অ্যামেরিকার প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, "শেয়ার বাজার ও অ্যামেরিকার অর্থনীতি দমিত হতে পারে কোরোনা ভাইরাসের কারণে ৷ তবে একবার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গেলে আপনারা আবার অ্যামেরিকার অর্থনীতিতে জোয়ার দেখতে পাবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.