ETV Bharat / international

Elon Musk on Parag Agrawal: ভারতীয় প্রতিভাদের জন্যই দারুণ উপকৃত আমেরিকা, পরাগ প্রশ্নে দরাজ এলন মাস্ক - ভারতীয় প্রতিভার প্রশংসা এলন মাস্কের

ভারতীয় প্রতিভাদের জন্যই অনেকটা উপকৃত আমেরিকা (US benefits greatly from Indian talent)৷ পরাগ আগরওয়াল টুইটারের সিইও হওয়ার পর এ কথা বললেন টেসলার সিইও এলন মাস্ক (Elon Musk on Parag Agrawal)৷

US benefits greatly from Indian talent, says Elon Musk after Parag Agrawal takes over as Twitter's CEO
ভারতীয় প্রতিভাদের জন্যই দারুণ উপকৃত আমেরিকা, পরাগ প্রশ্নে দরাজ এলন মাস্ক
author img

By

Published : Nov 30, 2021, 3:42 PM IST

ওয়াশিংটন, 30 নভেম্বর: সোশ্যাল মিডিয়া জায়েন্ট টুইটারের সিইও মুম্বই আইআইটির ছাত্র পরাগ আগরওয়াল ৷ তাঁর এই কৃতিত্বে গর্বিত দেশ ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্বদানের ক্ষেত্রে আবারও আস্থা অর্জন করলেন আর এক ভারতীয় ৷ তাঁর এই প্রাপ্তিতে ভারতীয় প্রতিভার দরাজ প্রশংসা (Elon Musk gives shout out to Indian talent) শোনা গেল টেসলার সিইও এলন মাস্কের (Elon Musk on Parag Agrawal) মুখে ৷ তাঁর কথায়, ভারতীয় প্রতিভাদের জন্য দারুণ উপকৃত হচ্ছে আমেরিকা (US benefits greatly from Indian talent)৷

জ্য়াক ডর্সি পদত্যাগ করার পর তাঁর জায়গায় টুইটারের সিইও পদে এসেছেন মুম্বইয়ের ছেলে পরাগ আগরওয়াল (Parag Agrawal takes over as Twitter's CEO) ৷ এই খবর সামনে আসার পর থেকেই তাঁর কমেন্ট বক্স শুভেচ্ছা ও অভিনন্দনে বানভাসি হয়েছে ৷ দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রের নাম করা ব্যক্তিত্বরা পরাগের সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন ৷ তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে আমেরিকার 6টি টেক জায়েন্টের মাথায় থাকা ভারতীয় বংশোদ্ভূতদের কথা উল্লেখ করেন স্ট্রাইপের সিইও প্যাট্রিক কলিসন (Patrick collison congratulates Parag Agrawal) ৷ তিনি লেখেন, "গুগল, মাইক্রোসফট, অ্যাডোব, আইবিএম, পালো অল্টো নেটওয়ার্কস আর এখন টুইটারকে যে সিইওরা চালাচ্ছেন, তাঁরা সবাই ভারতে বড় হয়েছেন ৷ প্রযুক্তির বিশ্বে ভারতীয়দের অভূতপূর্ব সাফল্য দেখে দারুণ লাগছে ৷ আমেরিকা শরণার্থীদের কতটা সুযোগ দেয়, এটা তার বড় প্রমাণ ৷"

আরও পড়ুন: Twitter CEO Parag Agrawal : কে পরাগ আগরওয়াল ? ভারতীয় বংশোদ্ভূত টুইটার সিইও-র পড়াশোনা, কেরিয়ার, বেতন একনজরে

কলিসনের এই টুইটে প্রতিক্রিয়া জানান এলন মাস্ক ৷ তিনি জবাবে লেখেন, "ভারতীয় প্রতিভাদের থেকে আমেরিকা অনেক উপকৃত হচ্ছে ৷"

US benefits greatly from Indian talent, says Elon Musk after Parag Agrawal takes over as Twitter's CEO
এলন মাস্কের মন্তব্য

আইআইটি বম্বে ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী 37 বছরের পরাগ আগরওয়াল সোমবার থেকে টুইটারের সিইও-র দায়িত্ব নিয়েছেন ৷ 2011 সালে টুইটারে যোগ দেওয়ার আগে তিনি অল্প সময়ের জন্য মাইক্রোসফট, এটিঅ্যান্ডটি ও ইয়াহুতে কাজ করেছেন ৷ আমেরিকার শীর্ষ টেক কোম্পানিগুলির প্রধান হিসেবে যে ভারতীয় বংশোদ্ভূতরা রয়েছেন, সেই তালিকায় নবতম সংযোজন পরাগ আগরওয়াল ৷ গুগলের সিইও পদে আছেন সুন্দর পিচাই, মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা, অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ ও আইবিএম-এর মাথায় রয়েছেন অরবিন্দ কৃষ্ণ ৷

আরও পড়ুন: Parag Agarwal becomes Twitter CEO : টুইটারের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

ওয়াশিংটন, 30 নভেম্বর: সোশ্যাল মিডিয়া জায়েন্ট টুইটারের সিইও মুম্বই আইআইটির ছাত্র পরাগ আগরওয়াল ৷ তাঁর এই কৃতিত্বে গর্বিত দেশ ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্বদানের ক্ষেত্রে আবারও আস্থা অর্জন করলেন আর এক ভারতীয় ৷ তাঁর এই প্রাপ্তিতে ভারতীয় প্রতিভার দরাজ প্রশংসা (Elon Musk gives shout out to Indian talent) শোনা গেল টেসলার সিইও এলন মাস্কের (Elon Musk on Parag Agrawal) মুখে ৷ তাঁর কথায়, ভারতীয় প্রতিভাদের জন্য দারুণ উপকৃত হচ্ছে আমেরিকা (US benefits greatly from Indian talent)৷

জ্য়াক ডর্সি পদত্যাগ করার পর তাঁর জায়গায় টুইটারের সিইও পদে এসেছেন মুম্বইয়ের ছেলে পরাগ আগরওয়াল (Parag Agrawal takes over as Twitter's CEO) ৷ এই খবর সামনে আসার পর থেকেই তাঁর কমেন্ট বক্স শুভেচ্ছা ও অভিনন্দনে বানভাসি হয়েছে ৷ দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রের নাম করা ব্যক্তিত্বরা পরাগের সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন ৷ তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে আমেরিকার 6টি টেক জায়েন্টের মাথায় থাকা ভারতীয় বংশোদ্ভূতদের কথা উল্লেখ করেন স্ট্রাইপের সিইও প্যাট্রিক কলিসন (Patrick collison congratulates Parag Agrawal) ৷ তিনি লেখেন, "গুগল, মাইক্রোসফট, অ্যাডোব, আইবিএম, পালো অল্টো নেটওয়ার্কস আর এখন টুইটারকে যে সিইওরা চালাচ্ছেন, তাঁরা সবাই ভারতে বড় হয়েছেন ৷ প্রযুক্তির বিশ্বে ভারতীয়দের অভূতপূর্ব সাফল্য দেখে দারুণ লাগছে ৷ আমেরিকা শরণার্থীদের কতটা সুযোগ দেয়, এটা তার বড় প্রমাণ ৷"

আরও পড়ুন: Twitter CEO Parag Agrawal : কে পরাগ আগরওয়াল ? ভারতীয় বংশোদ্ভূত টুইটার সিইও-র পড়াশোনা, কেরিয়ার, বেতন একনজরে

কলিসনের এই টুইটে প্রতিক্রিয়া জানান এলন মাস্ক ৷ তিনি জবাবে লেখেন, "ভারতীয় প্রতিভাদের থেকে আমেরিকা অনেক উপকৃত হচ্ছে ৷"

US benefits greatly from Indian talent, says Elon Musk after Parag Agrawal takes over as Twitter's CEO
এলন মাস্কের মন্তব্য

আইআইটি বম্বে ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী 37 বছরের পরাগ আগরওয়াল সোমবার থেকে টুইটারের সিইও-র দায়িত্ব নিয়েছেন ৷ 2011 সালে টুইটারে যোগ দেওয়ার আগে তিনি অল্প সময়ের জন্য মাইক্রোসফট, এটিঅ্যান্ডটি ও ইয়াহুতে কাজ করেছেন ৷ আমেরিকার শীর্ষ টেক কোম্পানিগুলির প্রধান হিসেবে যে ভারতীয় বংশোদ্ভূতরা রয়েছেন, সেই তালিকায় নবতম সংযোজন পরাগ আগরওয়াল ৷ গুগলের সিইও পদে আছেন সুন্দর পিচাই, মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা, অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ ও আইবিএম-এর মাথায় রয়েছেন অরবিন্দ কৃষ্ণ ৷

আরও পড়ুন: Parag Agarwal becomes Twitter CEO : টুইটারের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.