ETV Bharat / international

দক্ষিণ চিন সাগরে ফের মহড়া অ্যামেরিকার - চিন-অ্যামেরিকা সম্পর্ক

দক্ষিণ চিন সাগরের 35 লাখ বর্গ মাইল এলাকার মধ্যে 33 লাখ বর্গ মাইল তাদের বলে বরাবর দাবি করে আসছে চিন। কাজেই, ওই সাগরে অ্যামেরিকার মহড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে শি চিনপিং সরকার।

South China Sea
South China Sea
author img

By

Published : Jul 19, 2020, 6:41 AM IST

ওয়াশিংটন, 18 জুলাই : দক্ষিণ চিন সাগরে ফের যৌথ মহড়া চালাল USS রোনাল্ড ও USS নিমিজ় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। চলতি মাসে এনিয়ে দ্বিতীয় মহড়া চালাল অ্যামেরিকা। মহড়ায় যোগ দেন 12 হাজারের বেশি জওয়ান। দুটি ক্যারিয়ারে 120-র বেশি বিমান মোতায়েন ছিল । আকাশপথে যুদ্ধের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। এই মহড়া চলতে থাকবে বলে আগেই জানিয়েছিলেন অ্যামেরিকার নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সন ব্রফি।

দক্ষিণ চিন সাগরের 35 লাখ বর্গ মাইল এলাকার মধ্যে 33 লাখ বর্গ মাইল তাদের বলে বরাবর দাবি করে আসছে চিন। কাজেই, ওই সাগরে অ্যামেরিকার মহড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে শি চিনপিং সরকার। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, “বিভিন্ন দেশের মধ্যে বিভেদ সৃষ্টি এবং দক্ষিণ চিন সাগরে সামরিকীকরণ করার লক্ষ্যেই এই কাজ করেছে অ্যামেরিকা । তাদের এই পদক্ষেপ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করবে ।”

যদিও অ্যামেরিকার স্টেস সেক্রেটারি মাইক পম্পিও বলেছেন, "গোটা বিশ্ব বেজিংকে দক্ষিণ চিন সাগর উপকূলবর্তী সাম্রাজ্য হিসেবে ব্যবহার করতে দেবে না । অ্যামেরিকা তার দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে আছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের সার্বভৌমত্ব এবং উপকূলের সম্পদ রক্ষায় সাহায্য করা হবে।" এদিকে এই অভিযোগকে সম্পূর্ণ অবিচার বলেছে ওয়াশিংটনে অবস্থিত চিনা দূতাবাস। প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগর নিয়ে ভিয়েতনাম, ব্রুনেই, চিন, তাইওয়ান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং মালয়েশিয়ার মধ্যে বিবাদ রয়েছে।

ওয়াশিংটন, 18 জুলাই : দক্ষিণ চিন সাগরে ফের যৌথ মহড়া চালাল USS রোনাল্ড ও USS নিমিজ় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। চলতি মাসে এনিয়ে দ্বিতীয় মহড়া চালাল অ্যামেরিকা। মহড়ায় যোগ দেন 12 হাজারের বেশি জওয়ান। দুটি ক্যারিয়ারে 120-র বেশি বিমান মোতায়েন ছিল । আকাশপথে যুদ্ধের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। এই মহড়া চলতে থাকবে বলে আগেই জানিয়েছিলেন অ্যামেরিকার নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সন ব্রফি।

দক্ষিণ চিন সাগরের 35 লাখ বর্গ মাইল এলাকার মধ্যে 33 লাখ বর্গ মাইল তাদের বলে বরাবর দাবি করে আসছে চিন। কাজেই, ওই সাগরে অ্যামেরিকার মহড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে শি চিনপিং সরকার। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, “বিভিন্ন দেশের মধ্যে বিভেদ সৃষ্টি এবং দক্ষিণ চিন সাগরে সামরিকীকরণ করার লক্ষ্যেই এই কাজ করেছে অ্যামেরিকা । তাদের এই পদক্ষেপ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করবে ।”

যদিও অ্যামেরিকার স্টেস সেক্রেটারি মাইক পম্পিও বলেছেন, "গোটা বিশ্ব বেজিংকে দক্ষিণ চিন সাগর উপকূলবর্তী সাম্রাজ্য হিসেবে ব্যবহার করতে দেবে না । অ্যামেরিকা তার দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে আছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের সার্বভৌমত্ব এবং উপকূলের সম্পদ রক্ষায় সাহায্য করা হবে।" এদিকে এই অভিযোগকে সম্পূর্ণ অবিচার বলেছে ওয়াশিংটনে অবস্থিত চিনা দূতাবাস। প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগর নিয়ে ভিয়েতনাম, ব্রুনেই, চিন, তাইওয়ান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং মালয়েশিয়ার মধ্যে বিবাদ রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.