ETV Bharat / international

অস্ট্রেলিয়া ও কানাডায় নতুন ফিচার টুইটারের, নাম টুইটার ব্লু - কানাডা

অস্ট্রেলিয়া ও কানাডায় নতুন ফিচার টুইটারের ৷ যার পোশাকি নাম টুইটার ব্লু (Twitter Blue) ৷ এর মাধ্যমে নিজস্ব টাইমার তৈরি করে ভুল সংশোধন করতে পারবেন টুইটারেত্তিরা ৷

twitter blue subscription service rolled out users can undo a typo
অস্ট্রেলিয়া ও কানাডায় নতুন ফিচার টুইটারের, নাম টুইটার ব্লু
author img

By

Published : Jun 5, 2021, 7:17 PM IST

নয়াদিল্লি, 4 জুন : অস্ট্রেলিয়া এবং কানাডার ব্য়বহারকারীদের জন্য নতুন পরিষেবা নিয়ে এল টুইটার (Twitter) কর্তৃপক্ষ ৷ যার পোশাকি নাম টুইটার ব্লু (Twitter Blue) ৷ সংস্থার তরফে বৃহস্পতিবার জানানো হয়, নয়া ব্যবস্থাপনায় এই দুই দেশের টুইটার ব্যবহারকারীরা একটি নিজস্ব টাইমার তৈরি করতে পারবেন ৷ যার সর্বোচ্চ সময়সীমা হবে 30 সেকেন্ডের ৷ নিজেদের টাইমলাইনে কোনও কিছু পোস্ট করার বা কোনও পোস্টের জবাব দেওয়ার আগে এই ব্যবস্থার মাধ্যমে সেটি সংশোধন করতে পারবেন টুইটারেত্তিরা ৷ করা যাবে ‘টাইপো’ সংশোধনও ৷ তার জন্য শুধুমাত্র ‘Undo’ অপশনে গিয়ে টুইটারেত্তিদের ক্লিক করতে হবে ৷ এর ফলে বাকিরা তাঁর টুইট দেখার আগেই সংশ্লিষ্ট টুইটার ব্যবহারকারী তাঁর টুইটটি পোস্ট করা অবস্থায় কেমন দেখতে লাগবে, তা জানতে পারবেন ৷

সংস্থার তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছ, টুইটার ব্লু সাবক্রাইব করার জন্য প্রতি মাসে 3.49 কানাডিয়ান ডলার অথবা 4.49 অস্ট্রেলিয় ডলার খরচ করতে হবে ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী দিনে বিশ্বের অন্যান্য দেশেও এই পরিষেবা চালু করা হবে ৷ তার মধ্যে ভারতও রয়েছে ৷ টুইটার কর্তৃপক্ষ তাদের জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমরা জানতে চাই, মানুষ এই ব্য়বস্থায় কীভাবে সাড়া দিচ্ছেন ৷ সেই অনুসারেই আগামী দিনে নতুন নতুন ফিচার যোগ করা হবে ৷

আরও পড়ুন : ভারতে বাক-স্বাধীনতার উপর হুমকি ! উদ্বিগ্ন টুইটার 3 মাস সময় চাইল কেন্দ্রের কাছে

এর পাশাপাশি আরও একটি ফিচার বা ব্যবস্থাপনাও থাকছে টুইটার ব্লু সাবস্ক্রাইবারদের জন্য ৷ যাকে বলা হচ্ছে বুকমার্ক ফোল্ডার্স (Bookmark Folders) ৷ যার মাধ্যমে content বা বিষয়বস্তুর তারতম্য অনুযায়ী তাঁদের টুইটকে সঞ্চয় (save) করে রাখতে পারবেন ব্য়বহারকারী ৷ ফলে ভবিষ্যতে সেটি খুঁজে পাওয়াও সহজ হবে ৷

নয়াদিল্লি, 4 জুন : অস্ট্রেলিয়া এবং কানাডার ব্য়বহারকারীদের জন্য নতুন পরিষেবা নিয়ে এল টুইটার (Twitter) কর্তৃপক্ষ ৷ যার পোশাকি নাম টুইটার ব্লু (Twitter Blue) ৷ সংস্থার তরফে বৃহস্পতিবার জানানো হয়, নয়া ব্যবস্থাপনায় এই দুই দেশের টুইটার ব্যবহারকারীরা একটি নিজস্ব টাইমার তৈরি করতে পারবেন ৷ যার সর্বোচ্চ সময়সীমা হবে 30 সেকেন্ডের ৷ নিজেদের টাইমলাইনে কোনও কিছু পোস্ট করার বা কোনও পোস্টের জবাব দেওয়ার আগে এই ব্যবস্থার মাধ্যমে সেটি সংশোধন করতে পারবেন টুইটারেত্তিরা ৷ করা যাবে ‘টাইপো’ সংশোধনও ৷ তার জন্য শুধুমাত্র ‘Undo’ অপশনে গিয়ে টুইটারেত্তিদের ক্লিক করতে হবে ৷ এর ফলে বাকিরা তাঁর টুইট দেখার আগেই সংশ্লিষ্ট টুইটার ব্যবহারকারী তাঁর টুইটটি পোস্ট করা অবস্থায় কেমন দেখতে লাগবে, তা জানতে পারবেন ৷

সংস্থার তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছ, টুইটার ব্লু সাবক্রাইব করার জন্য প্রতি মাসে 3.49 কানাডিয়ান ডলার অথবা 4.49 অস্ট্রেলিয় ডলার খরচ করতে হবে ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী দিনে বিশ্বের অন্যান্য দেশেও এই পরিষেবা চালু করা হবে ৷ তার মধ্যে ভারতও রয়েছে ৷ টুইটার কর্তৃপক্ষ তাদের জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমরা জানতে চাই, মানুষ এই ব্য়বস্থায় কীভাবে সাড়া দিচ্ছেন ৷ সেই অনুসারেই আগামী দিনে নতুন নতুন ফিচার যোগ করা হবে ৷

আরও পড়ুন : ভারতে বাক-স্বাধীনতার উপর হুমকি ! উদ্বিগ্ন টুইটার 3 মাস সময় চাইল কেন্দ্রের কাছে

এর পাশাপাশি আরও একটি ফিচার বা ব্যবস্থাপনাও থাকছে টুইটার ব্লু সাবস্ক্রাইবারদের জন্য ৷ যাকে বলা হচ্ছে বুকমার্ক ফোল্ডার্স (Bookmark Folders) ৷ যার মাধ্যমে content বা বিষয়বস্তুর তারতম্য অনুযায়ী তাঁদের টুইটকে সঞ্চয় (save) করে রাখতে পারবেন ব্য়বহারকারী ৷ ফলে ভবিষ্যতে সেটি খুঁজে পাওয়াও সহজ হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.