ETV Bharat / international

কোরোনায় আক্রান্ত হয়েছিল ট্রাম্পপুত্রও, জানালেন মেলানিয়া

ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী কোরোনা আক্রান্ত হয়েছিলেন । আক্রান্ত হয়েছিল তাঁদের ছেলে ব্যারনও । এখন সে কোরোনা মুক্ত বলে জানিয়েছেন মেলানিয়া ট্রাম্প ।

author img

By

Published : Oct 15, 2020, 12:22 PM IST

trump
trump

ওয়াশিংটন, 15 অক্টোবর : ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি কোরোনায় আক্রান্ত হয়েছিল তাঁর ছেলে ব্যারনও । কিন্তু 14 বছরের ব্যারনের কোনও উপসর্গ প্রকট হয়নি । তবে সে কোরোনা মুক্তও হয়েছে ।

ছেলের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা গতকাল জানান মেলানিয়া ট্রাম্প । একটি বিবৃতিতে তিনি জানান, "সৌভাগ্যবশত ও বেশ শক্ত । ওর কোনও উপসর্গ প্রকট হয়নি । আমার এবং ব্যারনের রিপোর্ট নেগেটিভ এসেছে । "

ব্যারন এখন একদম ঠিক আছে বলে জানান স্বয়ং ট্রাম্পও । কেন স্কুল আবার খোলা উচিত তার উদাহরণ হিসেবে উল্লেখ করেন ছেলের কথা । ট্রাম্প বলেন, "আমার মনে হয় না, ও সংক্রমিত হওয়ার কথাও জানত । ওদের বয়স কম । ওদের প্রতিরোধক্ষমতা বেশি । অসুখের বিরুদ্ধে লড়তে পারে । স্কুলে আবার যাওয়া শুরু করুক শিশুরা । "

মেলানিয়া ট্রাম্প জানান, তাঁর খুব সামান্য উপসর্গ ছিল । ফার্স্ট লেডি হিসেবে তিনি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে চান । শরীরে ব্যথা ছিল । কাশি এবং মাথার যন্ত্রণাও তাঁকে ভুগিয়েছে । এবং বেশিরভাগ সময়েই খুব দুর্বল লাগত । বেশি পরিমাণ ভিটামিন এবং পুষ্টিকর খাবার তিনি খেয়েছেন বলে জানান মেলানিয়া ।

ডোনাল্ড ট্রাম্প কোরোনামুক্ত, বললেন হোয়াইট হাউজ়ের চিকিৎসক

2 অক্টোবর নিজের এবং স্ত্রী'র কোরোনায় আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প । এরপর সেনা হাসপাতালে দিন চারেক ভরতিও ছিলেন ।

ওয়াশিংটন, 15 অক্টোবর : ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি কোরোনায় আক্রান্ত হয়েছিল তাঁর ছেলে ব্যারনও । কিন্তু 14 বছরের ব্যারনের কোনও উপসর্গ প্রকট হয়নি । তবে সে কোরোনা মুক্তও হয়েছে ।

ছেলের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা গতকাল জানান মেলানিয়া ট্রাম্প । একটি বিবৃতিতে তিনি জানান, "সৌভাগ্যবশত ও বেশ শক্ত । ওর কোনও উপসর্গ প্রকট হয়নি । আমার এবং ব্যারনের রিপোর্ট নেগেটিভ এসেছে । "

ব্যারন এখন একদম ঠিক আছে বলে জানান স্বয়ং ট্রাম্পও । কেন স্কুল আবার খোলা উচিত তার উদাহরণ হিসেবে উল্লেখ করেন ছেলের কথা । ট্রাম্প বলেন, "আমার মনে হয় না, ও সংক্রমিত হওয়ার কথাও জানত । ওদের বয়স কম । ওদের প্রতিরোধক্ষমতা বেশি । অসুখের বিরুদ্ধে লড়তে পারে । স্কুলে আবার যাওয়া শুরু করুক শিশুরা । "

মেলানিয়া ট্রাম্প জানান, তাঁর খুব সামান্য উপসর্গ ছিল । ফার্স্ট লেডি হিসেবে তিনি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে চান । শরীরে ব্যথা ছিল । কাশি এবং মাথার যন্ত্রণাও তাঁকে ভুগিয়েছে । এবং বেশিরভাগ সময়েই খুব দুর্বল লাগত । বেশি পরিমাণ ভিটামিন এবং পুষ্টিকর খাবার তিনি খেয়েছেন বলে জানান মেলানিয়া ।

ডোনাল্ড ট্রাম্প কোরোনামুক্ত, বললেন হোয়াইট হাউজ়ের চিকিৎসক

2 অক্টোবর নিজের এবং স্ত্রী'র কোরোনায় আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প । এরপর সেনা হাসপাতালে দিন চারেক ভরতিও ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.