ETV Bharat / international

বাইডেনের শপথের দিন সকালেই হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প - ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের তরফে সরকারিভাবে বিদায়ী সম্মান জানানো হবে ডোনাল্ড ট্রাম্পকে ৷ সেখানে তাঁকে রেড কার্পেট পেতে সম্মান জানানো হবে ৷ মিলিটারি ব্য়ান্ড এবং 21 তোপের গান স্য়ালুট জানানো হবে ৷ তবে, এই কর্মসূচি সরকারিভাবে এখনও হোয়াইট হাউসের তরফে ঘোষণা করা হয়েছে ৷ ট্রাম্প আমেরিকার চতুর্থ প্রেসিডেন্ট, যিনি নির্বাচনে হারের পর নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান বয়কট করছেন ৷

trump-to-leave-washington-on-morning-of-biden-inauguration
জো বাইডেনের শপথের দিন সকালেই হোয়াইট হাউস ছাড়বেন ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : Jan 16, 2021, 3:22 PM IST

ওয়াশিংটন, 16 জানুয়ারি : বুধবার সকালে জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে ঠিক আগেই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প ৷ বিদায় বেলায় ডোনাল্ড ট্রাম্পকে বিদায়ী সম্মান দেবেন হোয়াইট হাউসের কর্মীরা ৷ ট্রাম্প হোয়াইট হাইস ছেড়ে বেরিয়ে যাওয়ার পোস্ট প্রেসিডেন্সিয়াল পর্ব কাটাতে ফ্লোরিডার উদ্দেশ্য়ে রওনা দেবেন তিনি ৷

হোয়াইট হাউসের তরফে সরকারিভাবে বিদায়ী সম্মান জানানো হবে ডোনাল্ড ট্রাম্পকে ৷ সেখানে তাঁকে রেড কার্পেট পেতে সম্মান জানানো হবে ৷ মিলিটারি ব্য়ান্ড এবং 21 তোপের গান স্য়ালুট জানানো হবে ৷ তবে, এই কর্মসূচি সরকারিভাবে এখনও হোয়াইট হাউসের তরফে ঘোষণা করা হয়েছে ৷ ট্রাম্প আমেরিকার চতুর্থ প্রেসিডেন্ট, যিনি নির্বাচনে হারের পর নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান বয়কট করছেন ৷ তবে, একমাস যাবৎ ভোচ চুরি সহ নিজের সমর্থকদের প্ররচনা দিয়ে বাইডেনের জয়কে আটকানোর চেষ্টার পর ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে হোয়াইট হাউস ছাড়বেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন : ইমপিচমেন্টের জের ? সুর নরম ট্রাম্পের

এমনকি জো বাইডেনকে হোয়াইট হাউসের প্রথা অনুযায়ী, কেক কাটার অনুষ্ঠানেও আমন্ত্রণ জানাননি ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁকে ফোনও করেননি বিদায়ী প্রেসিডেন্ট ৷ তবে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গত বৃহস্পতিবার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিসকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ৷ দু’জনের মধ্য়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে ৷ সেখানে পেন্স জানিয়েছেন, তিনি জো বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন ৷

আরও পড়ুন :বাইডেন প্রশাসনের জলবায়ু নীতি এবং উদ্ভাবন বিভাগের পরামর্শদাতা ভারতীয় বংশোদ্ভুত

ওয়াশিংটন, 16 জানুয়ারি : বুধবার সকালে জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে ঠিক আগেই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প ৷ বিদায় বেলায় ডোনাল্ড ট্রাম্পকে বিদায়ী সম্মান দেবেন হোয়াইট হাউসের কর্মীরা ৷ ট্রাম্প হোয়াইট হাইস ছেড়ে বেরিয়ে যাওয়ার পোস্ট প্রেসিডেন্সিয়াল পর্ব কাটাতে ফ্লোরিডার উদ্দেশ্য়ে রওনা দেবেন তিনি ৷

হোয়াইট হাউসের তরফে সরকারিভাবে বিদায়ী সম্মান জানানো হবে ডোনাল্ড ট্রাম্পকে ৷ সেখানে তাঁকে রেড কার্পেট পেতে সম্মান জানানো হবে ৷ মিলিটারি ব্য়ান্ড এবং 21 তোপের গান স্য়ালুট জানানো হবে ৷ তবে, এই কর্মসূচি সরকারিভাবে এখনও হোয়াইট হাউসের তরফে ঘোষণা করা হয়েছে ৷ ট্রাম্প আমেরিকার চতুর্থ প্রেসিডেন্ট, যিনি নির্বাচনে হারের পর নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান বয়কট করছেন ৷ তবে, একমাস যাবৎ ভোচ চুরি সহ নিজের সমর্থকদের প্ররচনা দিয়ে বাইডেনের জয়কে আটকানোর চেষ্টার পর ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে হোয়াইট হাউস ছাড়বেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন : ইমপিচমেন্টের জের ? সুর নরম ট্রাম্পের

এমনকি জো বাইডেনকে হোয়াইট হাউসের প্রথা অনুযায়ী, কেক কাটার অনুষ্ঠানেও আমন্ত্রণ জানাননি ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁকে ফোনও করেননি বিদায়ী প্রেসিডেন্ট ৷ তবে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গত বৃহস্পতিবার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিসকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ৷ দু’জনের মধ্য়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে ৷ সেখানে পেন্স জানিয়েছেন, তিনি জো বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন ৷

আরও পড়ুন :বাইডেন প্রশাসনের জলবায়ু নীতি এবং উদ্ভাবন বিভাগের পরামর্শদাতা ভারতীয় বংশোদ্ভুত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.