ওয়াশিংটন , 3 অক্টোবর : হাসপাতালে ভরতি করা হল অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে । চিকিৎসকদের পরামর্শে আপাতত কয়েকদিন ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন তিনি । তবে তিনি ভালো আছেন । গতকাল টুইট করে ও একটি ভিডিয়ো বার্তায় নিজেই একথা জানান ।
স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছিলেন ট্রাম্প । এই খবর প্রকাশ্যে আসার পর থেকে তাঁদের দু'জনকেই বাইরে দেখা যায়নি । হোম কোয়ারানটিনে ছিলেন । এরপর গতকাল সন্ধেয় হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড হাসপাতালের উদ্দেশে রওনা দেন ট্রাম্প ।
হাসপাতালে ভরতি হওয়ার বিষয়টি নিজে টুইট করে জানান ট্রাম্প । টুইটারে হোয়াইট হাউসের ভিতরের একটি 18 সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করেন । সেখানে তিনি লেখেন , " যাঁরা আমার পাশে আছেন , তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই । আমি ওয়াল্টার রিড হাসাপাতালে ভরতি হতে চলেছি । ভালো আছি । ফার্স্ট লেডিও ভালো আছেন । "
এরপরই হোয়াইট হাউজ়ের তরফে জানানো হয়েছে , চিকিৎসকরা ট্রাম্পকে "আগামী কয়েক দিনের জন্য ওয়াল্টার রিড হাসপাতালে থেকে প্রেসিডেন্সিয়াল অফিস থেকে সমস্ত কাজ করার পরামর্শ দিয়েছেন । " পরামর্শদাতা হোপ হিক্সের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর কোয়ারানটিনে যান তাঁরা । ট্রাম্প সপ্তাহজুড়ে বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেছিলেন এবং নিউ জার্সিতে গিয়েছিলেন । জানা গেছে , সেখানেই হিক্স ভাইরাসে সংক্রমিত হন । তবে তাঁদের 14 বছরের ছেলের রিপোর্ট নেগেটিভ এসেছে । হোয়াইট হাউজ়ের বাকি সদস্যদের রিপোর্টও নেগেটিভ এসেছে ।
নভেম্বরে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন । তার আগে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের জন্য মঙ্গলবারই এয়ার ফোর্স ওয়ানে ক্লিভল্যান্ডে গেছিলেন ডোনাল্ড ট্রাম্প । সঙ্গে ছিলেন হোপ হিক্সও । এর পরবর্তী বিতর্কসভা রয়েছে 15 অক্টোবর । কিন্তু ট্রাম্প কোরোনায় আক্রান্ত হয়ে পড়ায় তা আদৌ হবে কি না সেই বিষয়ে সন্দেহ আছে ।