ETV Bharat / international

চিন-পাকিস্তানকে কড়া বার্তা দিতে "হাউডি মোদি"-তে ট্রাম্প

author img

By

Published : Sep 22, 2019, 9:56 AM IST

Updated : Sep 22, 2019, 10:04 AM IST

"হাউডি মোদি" সমাবেশে উপস্থিত থাকার কথা জানিয়ে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তা দিলেন চিন ও পাকিস্তানকে ৷ এমনই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল ৷

মোদি ও ট্রাম্প

হিউস্টন, 22 সেপ্টেম্বর : "হাউডি মোদি" অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ দিন তিনেক আগে হোয়াইট হাউজ়ের মুখপাত্রের এই ঘোষণার পরই পাকিস্তান ও চিনের কূটনৈতিক মহলে শোরগোল পড়ে ৷ পাকিস্তানের TV চ্যানেলগুলি ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে ৷ তাদের বক্তব্য, এটা অ্যামেরিকার প্রেসিডেন্টের নতুন কোনও গিমিক না কি বিশ্বকে দেখানো যে ভারত-অ্যামেরিকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে ৷

এই সংক্রান্ত আরও খবর : "হাউডি মোদি"-তে যোগ দেবেন ট্রাম্প, "আন্তরিক ব্যবহারে" আপ্লুত মোদি

অ্যামেরিকার ইতিহাসে সম্ভবত এই প্রথম তাদের দেশের কোনও প্রেসিডেন্ট অন্য দেশের রাষ্ট্রপ্রধানের সমাবেশে উপস্থিত থাকবেন ৷ দু'দেশের বিদেশমন্ত্রকের দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : "হাউডি মোদি"-র আগে অ্যামেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে তৎপর ভারত

কূটনৈতিক মহলের বক্তব্য, 2020 সালে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে এই সমাবেশে যোগ দিচ্ছেন না ট্রাম্প ৷ আসলে "হাউডি মোদি"-তে উপস্থিত থাকার কথা জানিয়ে চিন ও পাকিস্তানকে তিনি কড়া বার্তা দিলেন ৷ দক্ষিণ চিন সাগরের দখল নিয়ে চিনের সঙ্গে কয়েকটি দেশের বিরোধ চলছে ৷ ওই দেশগুলির মধ্যে অ্যামেরিকাও রয়েছে ৷ দক্ষিণ চিন সাগরের বিস্তীর্ণ এলাকাকে নিজেদের বলে দাবি করছে চিন ৷ ভিয়েতনাম ও ফিলিপিন্সের মতো দেশের দ্বীপগুলিকে নিজেদের বলছে ৷

এই সংক্রান্ত আরও খবর : হিউস্টনই কি ভারত-অ্যামেরিকা বাণিজ্যিক সম্পর্কে নয়া দিশা দেখাবে ?

এর পাশাপাশি অ্যামেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যযুদ্ধও চলছে ৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, তাঁদের দেশের কম্পানিগুলির ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করে কোটি কোটি ডলার আয় করছে চিন ৷ অ্যামেরিকার যেসব কম্পানি চিনে রয়েছে, তাদের সেখানকার ব্যবসা বন্ধ করার বা অন্য দেশে যাওয়ার অনুরোধও জানান ট্রাম্প ৷

এই সংক্রান্ত আরও খবর : রবিবার "হাউডি মোদি"-তে যোগ, সোমবার ইমরানের সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের

প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে চিনের নৌসেনার বাড়বাড়ন্তে ভারত, অস্ট্রেলিয়া, জাপানের মতো উদ্বেগে রয়েছে অ্যামেরিকাও ৷ তাই অ্যামেরিকা ও ভারত যৌথভাবে ইন্দো-প্যাসিফিক সমুদ্র সুরক্ষা ব্যবস্থা শুরু করেছে ৷ চিনের সেনার আগ্রাসনের পালটা জবাব দিতে সেখানে বড় ভূমিকা থাকবে ভারতীয় নৌসেনার ৷

অ্যামেরিকার সঙ্গে দৃঢ় সম্পর্ক যাতে চিনের সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব না ফেলে, এতদিন এই নীতিতে চলেছে ভারত ৷ কিন্তু, সম্প্রতি জম্মু ও কাশ্মীর ইশুতে চিন যেভাবে পাকিস্তানকে সমর্থন করেছে, তাতে ভারত নিজেদের নীতি বদলেছে ৷ এই প্রসঙ্গে বাণিজ্যযুদ্ধ নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ ৷ তিনি বলেন, বাণিজ্যযুদ্ধ সবসময় খারাপ হয় না ৷ এটা যদি বাণিজ্যে সমতা আনে, তাহলে তা ইতিবাচক দিক দিয়ে দেখা দরকার ৷ তবে চিনের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার ইঙ্গিত দেয়নি ভারত ৷

কূটনৈতিক মহল বলছে, হিউস্টনে উপস্থিত থেকে চিনকে ট্রাম্প বার্তা দিতে চাইলেন ৷ তিনি বুঝিয়ে দিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে চিনকে দুর্বল করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ আর ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছেন ৷ এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে চিন ও পাকিস্তান যমজ হিসেবে পরিচিত হয়েছে ৷ ফলে চিনের পাশাপাশি পাকিস্তানকেও ট্রাম্প কড়া বার্তা দিলেন বলে কূটনৈতিক মহল মনে করছে ৷

তাই আজ হিউস্টনের NRG ফুটবল স্টেডিয়ামে " হাউডি মোদি" সমাবেশের দিকে তাকিয়ে সারা বিশ্বও ৷ এই অনুষ্ঠানে 50 হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন ৷ ভারতীয় সময় আজ বিকেল সাড়ে 4টে (হিউস্টনের সময় অনুসারে সকাল 6টা) থেকে NRG স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ৷ ভারতীয় সময় সন্ধে সাড়ে 7টার মধ্যে 50 হাজার মানুষ স্টেডিয়ামের ভিতরে আসন গ্রহণ করবে ৷ ভারতীয় সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যামেরিকার প্রেসিডেন্ট বক্তব্য রাখবেন ৷ সেখানে তাঁরা কোনও বার্তা দেন কি না, সেদিকে নজর সবার ৷

হিউস্টন, 22 সেপ্টেম্বর : "হাউডি মোদি" অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ দিন তিনেক আগে হোয়াইট হাউজ়ের মুখপাত্রের এই ঘোষণার পরই পাকিস্তান ও চিনের কূটনৈতিক মহলে শোরগোল পড়ে ৷ পাকিস্তানের TV চ্যানেলগুলি ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে ৷ তাদের বক্তব্য, এটা অ্যামেরিকার প্রেসিডেন্টের নতুন কোনও গিমিক না কি বিশ্বকে দেখানো যে ভারত-অ্যামেরিকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে ৷

এই সংক্রান্ত আরও খবর : "হাউডি মোদি"-তে যোগ দেবেন ট্রাম্প, "আন্তরিক ব্যবহারে" আপ্লুত মোদি

অ্যামেরিকার ইতিহাসে সম্ভবত এই প্রথম তাদের দেশের কোনও প্রেসিডেন্ট অন্য দেশের রাষ্ট্রপ্রধানের সমাবেশে উপস্থিত থাকবেন ৷ দু'দেশের বিদেশমন্ত্রকের দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : "হাউডি মোদি"-র আগে অ্যামেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে তৎপর ভারত

কূটনৈতিক মহলের বক্তব্য, 2020 সালে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে এই সমাবেশে যোগ দিচ্ছেন না ট্রাম্প ৷ আসলে "হাউডি মোদি"-তে উপস্থিত থাকার কথা জানিয়ে চিন ও পাকিস্তানকে তিনি কড়া বার্তা দিলেন ৷ দক্ষিণ চিন সাগরের দখল নিয়ে চিনের সঙ্গে কয়েকটি দেশের বিরোধ চলছে ৷ ওই দেশগুলির মধ্যে অ্যামেরিকাও রয়েছে ৷ দক্ষিণ চিন সাগরের বিস্তীর্ণ এলাকাকে নিজেদের বলে দাবি করছে চিন ৷ ভিয়েতনাম ও ফিলিপিন্সের মতো দেশের দ্বীপগুলিকে নিজেদের বলছে ৷

এই সংক্রান্ত আরও খবর : হিউস্টনই কি ভারত-অ্যামেরিকা বাণিজ্যিক সম্পর্কে নয়া দিশা দেখাবে ?

এর পাশাপাশি অ্যামেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যযুদ্ধও চলছে ৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, তাঁদের দেশের কম্পানিগুলির ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করে কোটি কোটি ডলার আয় করছে চিন ৷ অ্যামেরিকার যেসব কম্পানি চিনে রয়েছে, তাদের সেখানকার ব্যবসা বন্ধ করার বা অন্য দেশে যাওয়ার অনুরোধও জানান ট্রাম্প ৷

এই সংক্রান্ত আরও খবর : রবিবার "হাউডি মোদি"-তে যোগ, সোমবার ইমরানের সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের

প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে চিনের নৌসেনার বাড়বাড়ন্তে ভারত, অস্ট্রেলিয়া, জাপানের মতো উদ্বেগে রয়েছে অ্যামেরিকাও ৷ তাই অ্যামেরিকা ও ভারত যৌথভাবে ইন্দো-প্যাসিফিক সমুদ্র সুরক্ষা ব্যবস্থা শুরু করেছে ৷ চিনের সেনার আগ্রাসনের পালটা জবাব দিতে সেখানে বড় ভূমিকা থাকবে ভারতীয় নৌসেনার ৷

অ্যামেরিকার সঙ্গে দৃঢ় সম্পর্ক যাতে চিনের সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব না ফেলে, এতদিন এই নীতিতে চলেছে ভারত ৷ কিন্তু, সম্প্রতি জম্মু ও কাশ্মীর ইশুতে চিন যেভাবে পাকিস্তানকে সমর্থন করেছে, তাতে ভারত নিজেদের নীতি বদলেছে ৷ এই প্রসঙ্গে বাণিজ্যযুদ্ধ নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ ৷ তিনি বলেন, বাণিজ্যযুদ্ধ সবসময় খারাপ হয় না ৷ এটা যদি বাণিজ্যে সমতা আনে, তাহলে তা ইতিবাচক দিক দিয়ে দেখা দরকার ৷ তবে চিনের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার ইঙ্গিত দেয়নি ভারত ৷

কূটনৈতিক মহল বলছে, হিউস্টনে উপস্থিত থেকে চিনকে ট্রাম্প বার্তা দিতে চাইলেন ৷ তিনি বুঝিয়ে দিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে চিনকে দুর্বল করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ আর ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছেন ৷ এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে চিন ও পাকিস্তান যমজ হিসেবে পরিচিত হয়েছে ৷ ফলে চিনের পাশাপাশি পাকিস্তানকেও ট্রাম্প কড়া বার্তা দিলেন বলে কূটনৈতিক মহল মনে করছে ৷

তাই আজ হিউস্টনের NRG ফুটবল স্টেডিয়ামে " হাউডি মোদি" সমাবেশের দিকে তাকিয়ে সারা বিশ্বও ৷ এই অনুষ্ঠানে 50 হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন ৷ ভারতীয় সময় আজ বিকেল সাড়ে 4টে (হিউস্টনের সময় অনুসারে সকাল 6টা) থেকে NRG স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ৷ ভারতীয় সময় সন্ধে সাড়ে 7টার মধ্যে 50 হাজার মানুষ স্টেডিয়ামের ভিতরে আসন গ্রহণ করবে ৷ ভারতীয় সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যামেরিকার প্রেসিডেন্ট বক্তব্য রাখবেন ৷ সেখানে তাঁরা কোনও বার্তা দেন কি না, সেদিকে নজর সবার ৷

New York (USA), Sep 22 (ANI): Prime Minister Narendra Modi will inaugurate solar panels installed on roof of UN headquarters on September 23. India has funded solar project at UN Headquarters to reduce carbon footprint and promote sustainable energy.
Last Updated : Sep 22, 2019, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.