হিউস্টন, 22 সেপ্টেম্বর : "হাউডি মোদি" অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ দিন তিনেক আগে হোয়াইট হাউজ়ের মুখপাত্রের এই ঘোষণার পরই পাকিস্তান ও চিনের কূটনৈতিক মহলে শোরগোল পড়ে ৷ পাকিস্তানের TV চ্যানেলগুলি ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে ৷ তাদের বক্তব্য, এটা অ্যামেরিকার প্রেসিডেন্টের নতুন কোনও গিমিক না কি বিশ্বকে দেখানো যে ভারত-অ্যামেরিকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে ৷
এই সংক্রান্ত আরও খবর : "হাউডি মোদি"-তে যোগ দেবেন ট্রাম্প, "আন্তরিক ব্যবহারে" আপ্লুত মোদি
অ্যামেরিকার ইতিহাসে সম্ভবত এই প্রথম তাদের দেশের কোনও প্রেসিডেন্ট অন্য দেশের রাষ্ট্রপ্রধানের সমাবেশে উপস্থিত থাকবেন ৷ দু'দেশের বিদেশমন্ত্রকের দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এই সংক্রান্ত আরও খবর : "হাউডি মোদি"-র আগে অ্যামেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে তৎপর ভারত
কূটনৈতিক মহলের বক্তব্য, 2020 সালে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে এই সমাবেশে যোগ দিচ্ছেন না ট্রাম্প ৷ আসলে "হাউডি মোদি"-তে উপস্থিত থাকার কথা জানিয়ে চিন ও পাকিস্তানকে তিনি কড়া বার্তা দিলেন ৷ দক্ষিণ চিন সাগরের দখল নিয়ে চিনের সঙ্গে কয়েকটি দেশের বিরোধ চলছে ৷ ওই দেশগুলির মধ্যে অ্যামেরিকাও রয়েছে ৷ দক্ষিণ চিন সাগরের বিস্তীর্ণ এলাকাকে নিজেদের বলে দাবি করছে চিন ৷ ভিয়েতনাম ও ফিলিপিন্সের মতো দেশের দ্বীপগুলিকে নিজেদের বলছে ৷
এই সংক্রান্ত আরও খবর : হিউস্টনই কি ভারত-অ্যামেরিকা বাণিজ্যিক সম্পর্কে নয়া দিশা দেখাবে ?
এর পাশাপাশি অ্যামেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যযুদ্ধও চলছে ৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, তাঁদের দেশের কম্পানিগুলির ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করে কোটি কোটি ডলার আয় করছে চিন ৷ অ্যামেরিকার যেসব কম্পানি চিনে রয়েছে, তাদের সেখানকার ব্যবসা বন্ধ করার বা অন্য দেশে যাওয়ার অনুরোধও জানান ট্রাম্প ৷
এই সংক্রান্ত আরও খবর : রবিবার "হাউডি মোদি"-তে যোগ, সোমবার ইমরানের সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে চিনের নৌসেনার বাড়বাড়ন্তে ভারত, অস্ট্রেলিয়া, জাপানের মতো উদ্বেগে রয়েছে অ্যামেরিকাও ৷ তাই অ্যামেরিকা ও ভারত যৌথভাবে ইন্দো-প্যাসিফিক সমুদ্র সুরক্ষা ব্যবস্থা শুরু করেছে ৷ চিনের সেনার আগ্রাসনের পালটা জবাব দিতে সেখানে বড় ভূমিকা থাকবে ভারতীয় নৌসেনার ৷
অ্যামেরিকার সঙ্গে দৃঢ় সম্পর্ক যাতে চিনের সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব না ফেলে, এতদিন এই নীতিতে চলেছে ভারত ৷ কিন্তু, সম্প্রতি জম্মু ও কাশ্মীর ইশুতে চিন যেভাবে পাকিস্তানকে সমর্থন করেছে, তাতে ভারত নিজেদের নীতি বদলেছে ৷ এই প্রসঙ্গে বাণিজ্যযুদ্ধ নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ ৷ তিনি বলেন, বাণিজ্যযুদ্ধ সবসময় খারাপ হয় না ৷ এটা যদি বাণিজ্যে সমতা আনে, তাহলে তা ইতিবাচক দিক দিয়ে দেখা দরকার ৷ তবে চিনের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার ইঙ্গিত দেয়নি ভারত ৷
কূটনৈতিক মহল বলছে, হিউস্টনে উপস্থিত থেকে চিনকে ট্রাম্প বার্তা দিতে চাইলেন ৷ তিনি বুঝিয়ে দিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে চিনকে দুর্বল করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ আর ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছেন ৷ এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে চিন ও পাকিস্তান যমজ হিসেবে পরিচিত হয়েছে ৷ ফলে চিনের পাশাপাশি পাকিস্তানকেও ট্রাম্প কড়া বার্তা দিলেন বলে কূটনৈতিক মহল মনে করছে ৷
তাই আজ হিউস্টনের NRG ফুটবল স্টেডিয়ামে " হাউডি মোদি" সমাবেশের দিকে তাকিয়ে সারা বিশ্বও ৷ এই অনুষ্ঠানে 50 হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন ৷ ভারতীয় সময় আজ বিকেল সাড়ে 4টে (হিউস্টনের সময় অনুসারে সকাল 6টা) থেকে NRG স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ৷ ভারতীয় সময় সন্ধে সাড়ে 7টার মধ্যে 50 হাজার মানুষ স্টেডিয়ামের ভিতরে আসন গ্রহণ করবে ৷ ভারতীয় সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যামেরিকার প্রেসিডেন্ট বক্তব্য রাখবেন ৷ সেখানে তাঁরা কোনও বার্তা দেন কি না, সেদিকে নজর সবার ৷