ETV Bharat / international

কোরোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ! - কোরোনা

ট্রাম্প সাংবাদিকদের জানান, দেড় সপ্তাহ ধরে প্রতিদিন তিনি হাইড্রক্সিক্লোরোকুইন ও জিঙ্ক সাপ্লিমেন্ট খাচ্ছেন । অথচ তাঁর প্রশাসনের শীর্ষস্থানীয় মেডিকেল বিশেষজ্ঞরাই এই হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছেন । কারণ এই ওষুধটি খাওয়ার ফলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ।

Donald Trump
ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : May 19, 2020, 2:41 PM IST

ওয়াশিংটন, 19 মে : অ্যামেরিকা সরকারের তরফে জানানো হয়েছিল যে, হাসপাতালই একমাত্র কোরোনার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করার নির্দেশ দিতে পারে । কিন্তু সেই নির্দেশ অমান্য করে হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন স্বয়ং অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আজ সেকথা তিনি নিজেই জানিয়েছেন ।

ট্রাম্প সাংবাদিকদের জানান, দেড় সপ্তাহ ধরে প্রতিদিন তিনি হাইড্রক্সিক্লোরোকুইন ও জিঙ্ক সাপ্লিমেন্ট খাচ্ছেন । অথচ তাঁর প্রশাসনের শীর্ষস্থানীয় মেডিকেল বিশেষজ্ঞরাই এই হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছেন । কারণ এই ওষুধটি খাওয়ার ফলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ।

অ্যামেরিকান প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে, তাঁর চিকিৎসক এই ওষুধ খাওয়ার জন্য নির্দেশ দেননি । বরং তিনি হোয়াইট হাউজ়ের ফিজ়িশিয়ানকে এই ওষুধ দেওয়ার জন্য অনুরোধ করেছেন । কেন তিনি এই ওষুধ খাচ্ছেন ? এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, "আমি মনে করি এই ওষুধটি ভালো । তাই আমি এটা খেতে শুরু করি ।"

হোয়াইট হাউজ়ের ফিজ়িশিয়ান চিকিৎসক সিন কনলি একটি বিবৃতিতে জানান, ট্রাম্পের সঙ্গে হাইড্রক্লিক্লোরোকুইনের পক্ষের ও বিপক্ষের তথ্য নিয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে । তাতে এই সিদ্ধান্তে আসা হয় যে, এই ওষুধ ব্যবহারে ঝুঁকির থেকে বেশি লাভ রয়েছে ।

আগের মাসেই ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই ওষুধ ব্যবহার নিয়ে সতর্ক করা হয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে হাসপাতালের বাইরে কোরোনা চিকিৎসার জন্য এই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে । একটি রিপোর্টে দেখা গেছে, লিউপাস ও আর্থরাইটিসের জন্যও এই ওষুধ ব্যবহার করা যেতে পারে । কিন্তু কিছু ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের পর রোগীর হৃদযন্ত্রের ধারাবাহিকতায় সমস্যা দেখা গেছে । এমনকী, মৃত্যু পর্যন্ত হয়েছে । ট্রাম্প এই সমস্ত রিপোর্টকে মানতে অস্বীকার করে বলেন, "আমি একটাই কথা বলতে পারি । এখনও পর্যন্ত আমি ঠিক আছি ।"

ট্রাম্পের এই সিদ্ধান্তে প্রশাসনিক আধিকারিক থেকে চিকিৎসা বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন । কারণ তাঁর বয়সের কথা ভাবলে এই ওষুধ ব্যবহার করা মারাত্মক প্রমাণিত হতে পারে । ট্রাম্পের বয়স এখন 73 । 2019-র ফেব্রুয়ারিতে তিনি তাঁর সমগ্র শারীরিক পরীক্ষা করান । তাতে তাঁর ওবিসি ধরা পড়ে ।

ওয়াশিংটন, 19 মে : অ্যামেরিকা সরকারের তরফে জানানো হয়েছিল যে, হাসপাতালই একমাত্র কোরোনার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করার নির্দেশ দিতে পারে । কিন্তু সেই নির্দেশ অমান্য করে হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন স্বয়ং অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আজ সেকথা তিনি নিজেই জানিয়েছেন ।

ট্রাম্প সাংবাদিকদের জানান, দেড় সপ্তাহ ধরে প্রতিদিন তিনি হাইড্রক্সিক্লোরোকুইন ও জিঙ্ক সাপ্লিমেন্ট খাচ্ছেন । অথচ তাঁর প্রশাসনের শীর্ষস্থানীয় মেডিকেল বিশেষজ্ঞরাই এই হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছেন । কারণ এই ওষুধটি খাওয়ার ফলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ।

অ্যামেরিকান প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে, তাঁর চিকিৎসক এই ওষুধ খাওয়ার জন্য নির্দেশ দেননি । বরং তিনি হোয়াইট হাউজ়ের ফিজ়িশিয়ানকে এই ওষুধ দেওয়ার জন্য অনুরোধ করেছেন । কেন তিনি এই ওষুধ খাচ্ছেন ? এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, "আমি মনে করি এই ওষুধটি ভালো । তাই আমি এটা খেতে শুরু করি ।"

হোয়াইট হাউজ়ের ফিজ়িশিয়ান চিকিৎসক সিন কনলি একটি বিবৃতিতে জানান, ট্রাম্পের সঙ্গে হাইড্রক্লিক্লোরোকুইনের পক্ষের ও বিপক্ষের তথ্য নিয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে । তাতে এই সিদ্ধান্তে আসা হয় যে, এই ওষুধ ব্যবহারে ঝুঁকির থেকে বেশি লাভ রয়েছে ।

আগের মাসেই ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই ওষুধ ব্যবহার নিয়ে সতর্ক করা হয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে হাসপাতালের বাইরে কোরোনা চিকিৎসার জন্য এই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে । একটি রিপোর্টে দেখা গেছে, লিউপাস ও আর্থরাইটিসের জন্যও এই ওষুধ ব্যবহার করা যেতে পারে । কিন্তু কিছু ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের পর রোগীর হৃদযন্ত্রের ধারাবাহিকতায় সমস্যা দেখা গেছে । এমনকী, মৃত্যু পর্যন্ত হয়েছে । ট্রাম্প এই সমস্ত রিপোর্টকে মানতে অস্বীকার করে বলেন, "আমি একটাই কথা বলতে পারি । এখনও পর্যন্ত আমি ঠিক আছি ।"

ট্রাম্পের এই সিদ্ধান্তে প্রশাসনিক আধিকারিক থেকে চিকিৎসা বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন । কারণ তাঁর বয়সের কথা ভাবলে এই ওষুধ ব্যবহার করা মারাত্মক প্রমাণিত হতে পারে । ট্রাম্পের বয়স এখন 73 । 2019-র ফেব্রুয়ারিতে তিনি তাঁর সমগ্র শারীরিক পরীক্ষা করান । তাতে তাঁর ওবিসি ধরা পড়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.