ETV Bharat / international

"ওরা চোর", হারের পরও আক্রমণ অব্যাহত ট্রাম্পের - অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন 2020

রবিবার একের পর এক টুইটে বাইডেন ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ তোলেন ট্রাম্প । পরে টুইটার কর্তৃপক্ষ সেসব পোস্ট সরিয়ে দেয় ।

Trump alleged of electoral fraud
ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ
author img

By

Published : Nov 9, 2020, 8:26 AM IST

ওয়াশিংটন, 9 নভেম্বর : ভোট গণনার সময়ই কারচুপির অভিযোগ তুলেছিলেন তিনি । আর হেরে যাওয়ার পর সেই একই অভিযোগ শোনা গেল ডোনাল্ড ট্রাম্পের গলায় । তাঁর অভিযোগ, ভোটিং মেশিনে দুর্নীতি হয়েছে এবং ভোটে চুরি করা হয়েছে ।

অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের গণনা শুরুর পর জো বাইডেন এগিয়ে যেতেই ভোটে কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প । পেনসিলভেনিয়া, জর্জিয়ার মতো রিপাবলিকানদের গড়ে ডেমোক্র্যাটদের জয়জয়কার যেন মেনে নিতে পারছিলেন না তিনি । বারবার কারচুপির অভিযোগ তুলেছেন । এই নিয়ে আদালতেও গিয়েছেন । কিন্তু লাভের লাভ কিছু হয়নি ।

  • ....Where it mattered, they stole what they had to steal. @newtgingrich

    — Donald J. Trump (@realDonaldTrump) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নিরাবচিত হওয়ার পরও থামেননি ট্রাম্প । একাধিক টুইট করেন । লেখেন,"এই নির্বাচনে চুরি হয়েছে । আমার বিশ্বাস ওরা চোর । ভোট মেশিনে দুর্নীতি হয়েছে । ব্রিটেনের ভোট বিশেষজ্ঞ বলেছেন, এটা চুরির নির্বাচন ছিল কারণ কয়েকটি স্টেটে বারাক ওবামাকে ছাপিয়ে গেছেন বাইডেন ।"

  • “We believe these people are thieves. The big city machines are corrupt. This was a stolen election. Best pollster in Britain wrote this morning that this clearly was a stolen election, that it’s impossible to imagine that Biden outran Obama in some of these states.

    — Donald J. Trump (@realDonaldTrump) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ট্রাম্পের সমস্ত টুইট পরে সরিয়ে দেয় টুইটার । কারণ হিসেবে বলা হয়, তিনি বিতর্কিত মন্তব্য করেছেন । টুইটারের ইতিহাসে এই প্রথম কোনও রাষ্ট্রপ্রধানের একের বেশি সংখ্যক টুইট সরিয়ে দেওয়া হল ।

ওয়াশিংটন, 9 নভেম্বর : ভোট গণনার সময়ই কারচুপির অভিযোগ তুলেছিলেন তিনি । আর হেরে যাওয়ার পর সেই একই অভিযোগ শোনা গেল ডোনাল্ড ট্রাম্পের গলায় । তাঁর অভিযোগ, ভোটিং মেশিনে দুর্নীতি হয়েছে এবং ভোটে চুরি করা হয়েছে ।

অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের গণনা শুরুর পর জো বাইডেন এগিয়ে যেতেই ভোটে কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প । পেনসিলভেনিয়া, জর্জিয়ার মতো রিপাবলিকানদের গড়ে ডেমোক্র্যাটদের জয়জয়কার যেন মেনে নিতে পারছিলেন না তিনি । বারবার কারচুপির অভিযোগ তুলেছেন । এই নিয়ে আদালতেও গিয়েছেন । কিন্তু লাভের লাভ কিছু হয়নি ।

  • ....Where it mattered, they stole what they had to steal. @newtgingrich

    — Donald J. Trump (@realDonaldTrump) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নিরাবচিত হওয়ার পরও থামেননি ট্রাম্প । একাধিক টুইট করেন । লেখেন,"এই নির্বাচনে চুরি হয়েছে । আমার বিশ্বাস ওরা চোর । ভোট মেশিনে দুর্নীতি হয়েছে । ব্রিটেনের ভোট বিশেষজ্ঞ বলেছেন, এটা চুরির নির্বাচন ছিল কারণ কয়েকটি স্টেটে বারাক ওবামাকে ছাপিয়ে গেছেন বাইডেন ।"

  • “We believe these people are thieves. The big city machines are corrupt. This was a stolen election. Best pollster in Britain wrote this morning that this clearly was a stolen election, that it’s impossible to imagine that Biden outran Obama in some of these states.

    — Donald J. Trump (@realDonaldTrump) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ট্রাম্পের সমস্ত টুইট পরে সরিয়ে দেয় টুইটার । কারণ হিসেবে বলা হয়, তিনি বিতর্কিত মন্তব্য করেছেন । টুইটারের ইতিহাসে এই প্রথম কোনও রাষ্ট্রপ্রধানের একের বেশি সংখ্যক টুইট সরিয়ে দেওয়া হল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.