ওয়াশিংটন, 28 অগাস্ট : আনুষ্ঠানিক ভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নের পর ঘুরেফিরে সেই বিরোধীকেই আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের । অ্যামেরিকার মহত্বকে ধ্বংস করতে চান ডেমোক্র্যাটিক প্রার্থী জো বিডেন । এই অভিযোগ তুলে অ্যামেরিকাবাসীকে সতর্ক করলেন ট্রাম্প । অ্যামেরিকা বাঁচাতে চাইলে তাঁকেই নির্বাচন করা উচিত , আরও একবার মনে করিয়ে দিলেন মঞ্চ থেকে ।
2016 সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রেসিডেন্ট হন ট্রাম্প ৷ এবারও রিপাবলিকান দলের মুখ তিনি ৷ অনেক আগেই প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করেছেন ৷ আজ শুধু আনুষ্ঠানিক ভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত হলেন বছর চুয়াত্তরের ট্রাম্প ৷
ট্রাম্প মঞ্চে ওঠার পরেই শোনা গেল সেই পরিচিত ধ্বনি । একসঙ্গে অনেকে বলে উঠলেন, "আরও চার বছর" । ট্রাম্পের পক্ষ যে হালকা নয় তা প্রমাণ করল এই ধ্বনি । বোঝা গেল, বিডেন শিবির মজবুত হলেও দুর্বল নয় ট্রাম্প শিবিরও ।
মঞ্চ থেকে বিডেনকে আক্রমণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প । বলেন, "বিডেনের হাতে অ্যামেরিকার কেউ সুরক্ষিত থাকবেন না ৷ দেশের চাকরির ক্ষেত্র ধ্বংস করেছেন তিনি ৷ " এমনকী বিডেনকে সুযোগ দিলে 'অ্যামেরিকার মহত্বকেও' ধংস্ব করবেন বলে সতর্ক করেন ট্রাম্প । বলেন, "সুতরাং এই নির্বাচনই ঠিক করবে আমরা অ্যামেরিকার স্বপ্ন বাঁচাতে পারলাম কি না ।"
হোয়াইট হাউজ়ে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট ট্রাম্প । বলেন, "আমি আপনাদের সমর্থন পেয়েছি । তাই শেষ চার বছরে আমরা অনেক উন্নতি করেছি । পরবর্তী চার বছরে অ্যামেরিকার জন্য আরও কিছু করতে পারব বলে বিশ্বাস । ইতিহাসে সবথেকে বড় অর্থনীতি তৈরি হবে অ্যামেরিকায় । আবার প্রত্যেকের চাকরি ফিরবে । " অ্যামেরিকার প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করেন তিনি ।
ডেমোক্র্যাটিক শিবির
19 অগাস্ট অ্যামেরিকার ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয় জো বিডেনকে । মঙ্গলবার (অ্যামেরিকার সময় অনুযায়ী) জো বিডেনকে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় । তার এক সপ্তাহ আগে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হয় । সম্প্রতি H-1B ভিসা নিয়ে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে ভারত-অ্যামেরিকার সম্পর্কের উপর প্রশ্ন উঠেছে । সেই বিষয়টিকে হাতিয়ার করেই প্রবাসীদের উপর আস্থা বাড়াতে কমলাকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হয়েছে বলে মত বিভিন্ন রাজনৈতিক মহলের ।
ব্ল্যাক লাইভস ম্যাটার
কয়েক মাস আগে অ্যামেরিকায় পুলিশি হেপাজতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির জর্জ ফ্লয়েডের খুনের পর সরব হয়েছিল অ্যামেরিকা । কোরোনা সংক্রমণের ভয়কে সরিয়ে রেখে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন । স্লোগান তুলেছিলেন, 'ব্ল্যাক লাইভস ম্যাটার' । সেই সময় বারবার প্রতিবাদাকারীদের উদ্দেশে আক্রমণাত্মক হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প । হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া থেকে শুরু করে সেনা নামিয়ে জব্দ করার হুমকিও দিয়েছিলেন । কোনওভাবেই প্রতিবাদকারীদের দমাতে পারেননি তিনি । উপরন্তু সেই ঘটনাই ট্রাম্প বিরোধী শিবিরকে অনেক বেশি মজবুত করেছিল বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । নভেম্বরে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন । জো বিডেন না কি ডোনাল্ড ট্রাম্প, কোন প্রার্থীকে বেছে নেবে অ্যামেরিকার মানুষ তারই অপেক্ষা ।