নিউইয়র্ক, 6 জানুয়ারি: এএনটি গ্রুপের অ্যালিপে সহ চিনা সংস্থার সঙ্গে সম্পর্কিত 8টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করল অ্যামেরিকা প্রশাসন। মঙ্গলবার এই মর্মে একটি নির্দেশিকায় সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই নিয়ে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, চলতি মাসে নির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেন সরকারিভাবে দায়িত্ব নেওয়ার আগে বেজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের চাপানউতোর আরও বেড়েছে। সেই কারণে চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
এক সংবাদসংস্থার তরফে বলা হয়েছে, অ্যামেরিকার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে । হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ওই অ্যাপের মাধ্যমে অনেক সংবেদনশীল তথ্য আদানপ্রদান করা হত । যা আমেরিকাবাসীর পক্ষে বিপজ্জনক হতে পারে । ট্রাম্পের সই করা নির্দেশিকায় ক্যামস্ক্যানার, শেয়ারইট, টেনসেন্ট কিউকিউ, ভি ম্যাটের মতো মোবাইল অ্যাপের নামও রয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে যারা চিনা প্রযুক্তির অ্যাপ ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে । 20 জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে বেরনোর আগে এই অ্যাপগুলি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।