ETV Bharat / international

কোরোনার উৎপত্তি চিনের গবেষণাগারে, প্রমাণ আছে দাবি ট্রাম্পের - Trump has proof of coronavirus origin

চিনের ইউহান গবেষণাগারে ভাইরাসটিকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল কি না সেই নিয়ে বিরুদ্ধ মত অবশ্যই আছে । চিনের পক্ষ থেকে এই বিষয়টি অস্বীকার করলেও তাদের বিরুদ্ধেই উঠেছে অভিযোগের তির ।  ইউহানের ল্যাবেই ভাইরাসটি তৈরি হয়েছিল কি না সেই নিয়ে তদন্তের জন্য ইন্টালিজেন্স কমিউনিটিকে চাপ দেয় অ্যামেরিকা সরকার । বিষয়টি জানার পর আজ তরফে দেশের  ডিরেক্টর অফ ন্যাশানল ইন্টালিজেন্সের অফিস থেকে আজ বিবৃতি প্রকাশ করে জানানো হয়, কৃত্রিমভাবে এই ভাইরাস তৈরির কোনও সম্ভাবনা নেই । মানুষ দ্বারা তৈরি নয় এই ভাইরাস ।

Trump
ট্রাম্প
author img

By

Published : May 1, 2020, 2:51 PM IST

ওয়াশিংটন, 1 মে : ইউহানের গবেষণাগারে নাকি তৈরি করা হয়েছিল নভেল কোরোনা ভাইরাস ৷ এই দাবি করে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তাঁর কাছে এর প্রমাণও আছে । কয়েক ঘণ্টা আগেই ওই দেশেরই ইন্টেলিজেন্স কমিউনিটি জানিয়েছিল, কোরোনা ভাইরাসকে কৃত্রিমভাবে তৈরি করা হয়নি । তারপরই ট্রাম্প এই দাবি করেন ৷

চিনের ইউহান গবেষণাগারে ভাইরাসটিকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল কি না সেই নিয়ে বিরুদ্ধ মত অবশ্যই আছে । চিনের পক্ষ থেকে এই বিষয়টি অস্বীকার করলেও তাদের বিরুদ্ধেই উঠেছে অভিযোগের তির । ইউহানের গবেষণাগারের ভাইরাসটি তৈরি হয়েছিল কি না সেই নিয়ে তদন্তের জন্য ইন্টেলিজেন্স কমিউনিটিকে চাপ দেয় অ্যামেরিকা সরকার । বিষয়টি জানার পর আজ দেশের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিস থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, কৃত্রিমভাবে ভাইরাস তৈরির কোনও সম্ভাবনা নেই ।

যদিও এই সংস্থার তরফে আরও জানানো হয়, এই পর্যবেক্ষণ চলবে । তথ্য সংগ্রহ করার কাজ চলবে । এই ভাইরাসের উৎস কী , তা কোনও পশু থেকেই ছড়িয়েছিল না কি কোনও গবেষণাগারে দুর্ঘটনাবশতঃ ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল তা খতিয়ে দেখা হবে । অ্যামেরিকার ইন্টেলিজেন্সের তরফে এটাই প্রথম সংকেত । নভেল কোরোনা ভাইরাস চিনের জৈব অস্ত্র কি না তা নিয়েও তদন্ত চলবে ৷

ইন্টেলিজেন্স কমিউনিটির তরফে ঘোষণা করার কিছুক্ষণ পরেই তাদের তত্ত্বের বিরোধিতা করেন ট্রাম্প । তিনি বলেন, তাঁর কাছে প্রমাণ আছে যে চিনের গবেষণাগারে এই ভাইরাস কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল । যদিও তত্ত্বের প্রমাণ চাইলে ট্রাম্প জানান তিনি জানাতে পারবেন না । সেই অনুমতি নেই । বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকার সমালোচনা করেন ট্রাম্প । বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার লজ্জা হওয়া উচিত যে তারা চিনের জনসংযোগ সংস্থার মতো কাজ করেছে ।”

ওয়াশিংটন, 1 মে : ইউহানের গবেষণাগারে নাকি তৈরি করা হয়েছিল নভেল কোরোনা ভাইরাস ৷ এই দাবি করে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তাঁর কাছে এর প্রমাণও আছে । কয়েক ঘণ্টা আগেই ওই দেশেরই ইন্টেলিজেন্স কমিউনিটি জানিয়েছিল, কোরোনা ভাইরাসকে কৃত্রিমভাবে তৈরি করা হয়নি । তারপরই ট্রাম্প এই দাবি করেন ৷

চিনের ইউহান গবেষণাগারে ভাইরাসটিকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল কি না সেই নিয়ে বিরুদ্ধ মত অবশ্যই আছে । চিনের পক্ষ থেকে এই বিষয়টি অস্বীকার করলেও তাদের বিরুদ্ধেই উঠেছে অভিযোগের তির । ইউহানের গবেষণাগারের ভাইরাসটি তৈরি হয়েছিল কি না সেই নিয়ে তদন্তের জন্য ইন্টেলিজেন্স কমিউনিটিকে চাপ দেয় অ্যামেরিকা সরকার । বিষয়টি জানার পর আজ দেশের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিস থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, কৃত্রিমভাবে ভাইরাস তৈরির কোনও সম্ভাবনা নেই ।

যদিও এই সংস্থার তরফে আরও জানানো হয়, এই পর্যবেক্ষণ চলবে । তথ্য সংগ্রহ করার কাজ চলবে । এই ভাইরাসের উৎস কী , তা কোনও পশু থেকেই ছড়িয়েছিল না কি কোনও গবেষণাগারে দুর্ঘটনাবশতঃ ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল তা খতিয়ে দেখা হবে । অ্যামেরিকার ইন্টেলিজেন্সের তরফে এটাই প্রথম সংকেত । নভেল কোরোনা ভাইরাস চিনের জৈব অস্ত্র কি না তা নিয়েও তদন্ত চলবে ৷

ইন্টেলিজেন্স কমিউনিটির তরফে ঘোষণা করার কিছুক্ষণ পরেই তাদের তত্ত্বের বিরোধিতা করেন ট্রাম্প । তিনি বলেন, তাঁর কাছে প্রমাণ আছে যে চিনের গবেষণাগারে এই ভাইরাস কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল । যদিও তত্ত্বের প্রমাণ চাইলে ট্রাম্প জানান তিনি জানাতে পারবেন না । সেই অনুমতি নেই । বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকার সমালোচনা করেন ট্রাম্প । বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার লজ্জা হওয়া উচিত যে তারা চিনের জনসংযোগ সংস্থার মতো কাজ করেছে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.