ওয়াশিংটন, 10 নভেম্বর : প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হেরে গেছেন । কিন্তু অভিযোগ যেন থামছেই না ডোনাল্ড ট্রাম্পের । এবার তাঁর হারের পিছনে কোরোনার ভ্যাকসিনকে দায়ি করলেন ট্রাম্প । তাঁর অভিযোগ, অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর (FDA) এবং পিফাইজ়ার ইচ্ছাকৃতভাবে নির্বাচনের আগে ভ্যাকসিন বাজারে আসতে দেয়নি । তা না হলে তিনি নাকি ভ্যাকসিনের উপর ভর করে নির্বাচনের বৈতরণী পার করে ফেলতেন ।
অ্যামেরিকার প্রেসিডেন্টের দৌড়ে তাঁকে যখন অনেক পিছনে ফেলে এগিয়ে যান জো বাইডেন, তখন থেকে তাঁর 'গোঁসা' হয়েছে । বিরোধীদের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তোলেন । বিষয়টি আদালতের দরজা পর্যন্ত টেনে নিয়ে যান । কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সব অভিযোগ নস্যাৎ করে বড় লিড নিয়ে জয়ী হন বাইডেন । ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পও তাঁকে হার মেনে নেওয়ার পরামর্শ দেন । প্রকাশ্যে না হলেও, হোয়াইট হাউজ়ের অন্দরে গত কয়েকদিন ধরে নাকি এমনই শোনা যাচ্ছে ।
-
The @US_FDA and the Democrats didn’t want to have me get a Vaccine WIN, prior to the election, so instead it came out five days later – As I’ve said all along!
— Donald J. Trump (@realDonaldTrump) November 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The @US_FDA and the Democrats didn’t want to have me get a Vaccine WIN, prior to the election, so instead it came out five days later – As I’ve said all along!
— Donald J. Trump (@realDonaldTrump) November 10, 2020The @US_FDA and the Democrats didn’t want to have me get a Vaccine WIN, prior to the election, so instead it came out five days later – As I’ve said all along!
— Donald J. Trump (@realDonaldTrump) November 10, 2020
কিন্তু ট্রাম্প নাছোড়বান্দা । এবার সবাইকে ছেড়ে তিনি নির্বাচনে হারের জন্য কোরোনার ভ্যাকসিনকেই সরাসরি দায়ী করলেন । টুইটে তিনি লেখেন, "ডেমোক্র্যাটরা চায়নি যে, আমি ভ্যাকসিনের জন্য জয়ী হই । তাই পাঁচদিন পর ভ্যাকসিনের ঘোষণা হয়েছে ।" সোমবার পিফাইজ়ারের তরফে ঘোষণা করা হয়, তাদের তৈরি COVID-19 ভ্যাকসিন 90 শতাংশ কার্যকরী । এরপরই টুইটে ওই সংস্থাকে একহাত নেন ট্রাম্প । তিনি বলেন, "জো বাইডেন যদি প্রেসিডেন্ট হতেন, তাহলে আগামী চারবছরেও ভ্যাকসিন আবিষ্কার হত না । FDA এত দ্রুত অনুমোদন দিত না ।"
-
As I have long said, @Pfizer and the others would only announce a Vaccine after the Election, because they didn’t have the courage to do it before. Likewise, the @US_FDA should have announced it earlier, not for political purposes, but for saving lives!
— Donald J. Trump (@realDonaldTrump) November 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">As I have long said, @Pfizer and the others would only announce a Vaccine after the Election, because they didn’t have the courage to do it before. Likewise, the @US_FDA should have announced it earlier, not for political purposes, but for saving lives!
— Donald J. Trump (@realDonaldTrump) November 10, 2020As I have long said, @Pfizer and the others would only announce a Vaccine after the Election, because they didn’t have the courage to do it before. Likewise, the @US_FDA should have announced it earlier, not for political purposes, but for saving lives!
— Donald J. Trump (@realDonaldTrump) November 10, 2020