প্যারিস, 16 জানুয়ারি : বিশ্বজুড়ে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 20 লাখ ৷ গতকাল এমনই খবর প্রকাশিত হয়েছে এজেন্সি ফ্রান্স প্রেসে ৷
2019 এর শেষের দিকে চিনে কোরোনা ভাইরাসের দাপট শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত বিশ্বে কোরোনায় মারা গিয়েছেন 20 লাখ 66 জন মানুষ ৷ বিভিন্ন দেশে ভ্যাকসিন শুরু হওয়ার পরও বহু মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ এখনও পর্যন্ত বিশ্বে 9 কোটি 33 লাখ 21 হাজার 70 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷
আরও পড়ুন :কোরোনা ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের উপর ভরসা করুন : মোদি
এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল ইউরোপের ৷ সেখানে আজ অবধি 6 লাখ 50 হাজার 560 জন মারা গিয়েছেন ৷ বাদ পড়েনি অ্যামেরিকাও ৷ যুক্তরাষ্ট্র এবং কানাডায় 4 লাখ 7 হাজার 90 জন মারা গিয়েছেন ৷