ETV Bharat / international

হামলা চালালেই পাল্টা জবাব, ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

অ্যামেরিকা- ইরানে সংঘাত অব্যাহত । আজ টুইটে ফের কড়া হুঁশিয়ারি অ্যামেরিকার প্রেসিডেন্টের ।

trump
ছবি
author img

By

Published : Jan 6, 2020, 9:37 AM IST

Updated : Jan 6, 2020, 11:41 AM IST

ওয়াশিংটন, 6 জানুয়ারি : অ্যামেরিকার সঙ্গে ইরানের সংঘাত অব্যাহত ৷ ইরান ইশুতে ফের হুঁশিয়ারি অ্যামেরিকার প্রেসিডেন্টের ৷ টুইটে ডোনাল্ড ট্রাম্প লেখেন, এই মিডিয়া পোস্টগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের জন্য বিজ্ঞপ্তি হিসেবে কাজ করবে ৷

তাঁর পোস্টে উল্লেখ করা হয়েছে, ইরান কোনও অ্যামেরিকাবাসীর উপর হামলা চালালেই অ্যামেরিকার তরফে দ্রুত পাল্টা জবাব দেওয়া হবে এবং সম্ভবত অসমর্থিতভাবে । ট্রাম্প বলেন, বিলিয়ন ডলারে তৈরি সামরকিক ঘাঁটিগুলির নির্মাণ খরচ শোধ না হওয়া পর্যন্ত ইরাককে ছাড়বে না অ্যামেরিকার সেনা

সম্প্রতি অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তাদের হিটলিস্টে রয়েছে ইরানের 52টি এলাকা৷ ইরান যদি অ্যামেরিকার কোনও দপ্তর বা কোনও আধিকারিকের উপর হামলা করে তাহলে চরম সংকটে পড়তে হতে পারে তাদের ৷ শুক্রবার ভোরে অ্যামেরিকার ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলেইমানি সহ মোট আটজন । ৷ এরপরই সংঘাত আরও চরমে ওঠে ৷ সোলেইমানির শেষযাত্রায় পা মিলিয়েছিলেন হাজার হাজার মানুষ ৷ সেই মিছিলেই স্লোগান ওঠে 'অ্যামেরিকার মৃত্যু হোক'৷

  • These Media Posts will serve as notification to the United States Congress that should Iran strike any U.S. person or target, the United States will quickly & fully strike back, & perhaps in a disproportionate manner. Such legal notice is not required, but is given nevertheless!

    — Donald J. Trump (@realDonaldTrump) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2018 সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ সেই প্রেক্ষিতেই ইরানের কমান্ডারকে হত্যার নির্দেশ দিয়ে 'জবাব' দিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷

ওয়াশিংটন, 6 জানুয়ারি : অ্যামেরিকার সঙ্গে ইরানের সংঘাত অব্যাহত ৷ ইরান ইশুতে ফের হুঁশিয়ারি অ্যামেরিকার প্রেসিডেন্টের ৷ টুইটে ডোনাল্ড ট্রাম্প লেখেন, এই মিডিয়া পোস্টগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের জন্য বিজ্ঞপ্তি হিসেবে কাজ করবে ৷

তাঁর পোস্টে উল্লেখ করা হয়েছে, ইরান কোনও অ্যামেরিকাবাসীর উপর হামলা চালালেই অ্যামেরিকার তরফে দ্রুত পাল্টা জবাব দেওয়া হবে এবং সম্ভবত অসমর্থিতভাবে । ট্রাম্প বলেন, বিলিয়ন ডলারে তৈরি সামরকিক ঘাঁটিগুলির নির্মাণ খরচ শোধ না হওয়া পর্যন্ত ইরাককে ছাড়বে না অ্যামেরিকার সেনা

সম্প্রতি অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তাদের হিটলিস্টে রয়েছে ইরানের 52টি এলাকা৷ ইরান যদি অ্যামেরিকার কোনও দপ্তর বা কোনও আধিকারিকের উপর হামলা করে তাহলে চরম সংকটে পড়তে হতে পারে তাদের ৷ শুক্রবার ভোরে অ্যামেরিকার ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলেইমানি সহ মোট আটজন । ৷ এরপরই সংঘাত আরও চরমে ওঠে ৷ সোলেইমানির শেষযাত্রায় পা মিলিয়েছিলেন হাজার হাজার মানুষ ৷ সেই মিছিলেই স্লোগান ওঠে 'অ্যামেরিকার মৃত্যু হোক'৷

  • These Media Posts will serve as notification to the United States Congress that should Iran strike any U.S. person or target, the United States will quickly & fully strike back, & perhaps in a disproportionate manner. Such legal notice is not required, but is given nevertheless!

    — Donald J. Trump (@realDonaldTrump) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2018 সালের মে মাসে ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেন । এরপর থেকেই দু'দেশের মধ্যে সংঘাত বেড়েছে আরও ৷ সেই প্রেক্ষিতেই ইরানের কমান্ডারকে হত্যার নির্দেশ দিয়ে 'জবাব' দিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷

Kota (Rajasthan), Jan 04 (ANI): Lok Sabha speaker and Kota MP Om Birla met family members of the infants who died at JK Lon Hospital on Jan 04. While speaking to mediapersons, Om Birla said that he has written to Rajasthan CM to improve medical facilities. "I met some families of the infants who passed away in JK Lon hospital. We are standing with these families in this hour of grief. I have written to Rajasthan CM, suggesting steps to improve medical facilities," said Om Birla.
Last Updated : Jan 6, 2020, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.