ওট্টাওয়া, 13 মার্চ : কোরোনার থাবায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগর ট্রুডো ৷ গতকাল খবরটি প্রকাশ্যে আসে প্রধানমন্ত্রীর অফিস থেকে ।
অসুস্থতার জন্য শারীরিক পরীক্ষা করান সোফি ৷ তখনই ধরা পড়ে তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী জানান, ব্রিটেন সফর থেকে থেকে ফেরার পরেই গতরাত থেকে হালকা জ্বর আসে তাঁর । সঙ্গে সঙ্গেই পরীক্ষা করান ৷ চিকিৎসকদের পরামর্শ মতো সোফিকে আইসোলেশনে রাখা হয়েছে । আপাতত তিনি ভালোই রয়েছেন । যদিও COVID-19-র লক্ষণগুলি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই তিনি যাবতীয় সতর্কতা অবলম্বন করেছেন বলে জানা গেছে ।
অন্যদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শরীরে কোরোনা সংক্রমণের কোনও লক্ষণ মেলেনি । তবুও চিকিৎসকদের পরামর্শমতো তিনিও 14 দিনের আইসোলেশনে থাকবেন ৷ তবে কোনও পরীক্ষা করা হবে না ।
প্রধানমন্ত্রী তাঁর দায়িত্ব পালন করে যাবেন এবং আগামীকাল জনসাধারণের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় । ট্রুডো দম্পতি বৃহস্পতিবার জানান, তাঁরা পৃথক আইসোলেশন বিভাগে ভরতি থাকবেন ।