ETV Bharat / international

বাড়ছে আক্রান্ত, পরীক্ষা কমানোর দাওয়াই ট্রাম্পের - Double-Edged Sword

কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বার বার বলা হচ্ছে কোরোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে । কারণ যত বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া যাবে দ্রুত ততই কমানো যাবে সংক্রমণের হার । কিন্তু 27 লাখ আক্রান্তের দেশে উলটে কোরোনা পরীক্ষার সংখ্যার কমানোর পরামর্শ দিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

ট্রাম্প
ট্রাম্প
author img

By

Published : Jun 22, 2020, 12:57 PM IST

ওয়াশিংটন, 22 জুন : কমাতে হবে কোরোনা পরীক্ষার সংখ্যা । নাহলে বেশি করে আক্রান্ত ধরা পড়বে । কোরোনা চিকিৎসকদের এমনই বললেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প । তাঁর মত, বেশি কোরোনা পরীক্ষা দু'দিক ধারালো ছুরির মতো আকার নেবে ।

তাঁর দাবি, দেশের বেশ কিছু জায়গায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । তার কারণ, বেশি মাত্রায় কোরোনা পরীক্ষা । যত কোরোনা পরীক্ষা হবে তত দেখা যাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে । তিনি বলেন, "আপনি যত বেশি লোকের পরীক্ষা করবেন, তত বেশি আক্রান্তের সংখ্যা পাবেন । তাই আমি পরীক্ষার হার কমিয়ে দেওয়ার কথা বলেছি ।"

কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বার বার বলা হচ্ছে কোরোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে । কারণ আক্রান্তদের চিহ্নিত করতে পারলে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে । কীভাবে ? কোরোনা আক্রান্তদের খোঁজ পাওয়া গেলে, তাঁদের সংস্পর্শে আসা বাকিদের বের করে তাঁদেরও পরীক্ষা করে বোঝা যাবে, সংক্রমণ কোন পর্যায়ে ছড়াচ্ছে । তাঁদের মধ্যে যাঁরা কোরোনায় আক্রান্ত নন, তাঁদের কোয়ারানটিনে পাঠালে সংক্রমণ রোধ করা যাবে । বিশেষজ্ঞরা এমন বললেও 27 লাখ আক্রান্তের দেশে বিষয়টা কিছুটা 'ভুল' বলছেন প্রেসিডেন্ট ।

এই প্রথম নয় । আক্রান্তের সংখ্যা 27 লাখ হওয়ার আগেও এমন বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প । মার্চের শুরুতে লকডাউনের আগে ওকলাহোমার তুলসায় গিয়ে তিনি বলেছিলেন, বেশি কোরোনা পরীক্ষা দু'দিক ধারালো ছুরির মতো আকার নেবে ।

তখনও অ্যামেরিকায় আক্রান্তের সংখ্যাটা লাখ পেরোয়নি । বিরোধীরা অনেকেই দাবি করে, কোরোনা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা একাধিক পরামর্শ দিলেও কোনওটাই সেভাবে মানেনি ট্রাম্প সরকার । যার ফলে আজ সেখানে আক্রান্ত হু হু করে বাড়ছে । তারপরও তাঁর এমন মন্তব্যে কোরোনা সংক্রমণের হার আরও বাড়তে পারে ।

ওয়াশিংটন, 22 জুন : কমাতে হবে কোরোনা পরীক্ষার সংখ্যা । নাহলে বেশি করে আক্রান্ত ধরা পড়বে । কোরোনা চিকিৎসকদের এমনই বললেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প । তাঁর মত, বেশি কোরোনা পরীক্ষা দু'দিক ধারালো ছুরির মতো আকার নেবে ।

তাঁর দাবি, দেশের বেশ কিছু জায়গায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । তার কারণ, বেশি মাত্রায় কোরোনা পরীক্ষা । যত কোরোনা পরীক্ষা হবে তত দেখা যাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে । তিনি বলেন, "আপনি যত বেশি লোকের পরীক্ষা করবেন, তত বেশি আক্রান্তের সংখ্যা পাবেন । তাই আমি পরীক্ষার হার কমিয়ে দেওয়ার কথা বলেছি ।"

কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বার বার বলা হচ্ছে কোরোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে । কারণ আক্রান্তদের চিহ্নিত করতে পারলে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে । কীভাবে ? কোরোনা আক্রান্তদের খোঁজ পাওয়া গেলে, তাঁদের সংস্পর্শে আসা বাকিদের বের করে তাঁদেরও পরীক্ষা করে বোঝা যাবে, সংক্রমণ কোন পর্যায়ে ছড়াচ্ছে । তাঁদের মধ্যে যাঁরা কোরোনায় আক্রান্ত নন, তাঁদের কোয়ারানটিনে পাঠালে সংক্রমণ রোধ করা যাবে । বিশেষজ্ঞরা এমন বললেও 27 লাখ আক্রান্তের দেশে বিষয়টা কিছুটা 'ভুল' বলছেন প্রেসিডেন্ট ।

এই প্রথম নয় । আক্রান্তের সংখ্যা 27 লাখ হওয়ার আগেও এমন বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প । মার্চের শুরুতে লকডাউনের আগে ওকলাহোমার তুলসায় গিয়ে তিনি বলেছিলেন, বেশি কোরোনা পরীক্ষা দু'দিক ধারালো ছুরির মতো আকার নেবে ।

তখনও অ্যামেরিকায় আক্রান্তের সংখ্যাটা লাখ পেরোয়নি । বিরোধীরা অনেকেই দাবি করে, কোরোনা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা একাধিক পরামর্শ দিলেও কোনওটাই সেভাবে মানেনি ট্রাম্প সরকার । যার ফলে আজ সেখানে আক্রান্ত হু হু করে বাড়ছে । তারপরও তাঁর এমন মন্তব্যে কোরোনা সংক্রমণের হার আরও বাড়তে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.