ETV Bharat / international

প্রথম বক্তৃতায় ভারতীয় কলমেই ভরসা প্রেসিডেন্ট বাইডেনের

তেলাঙ্গানার করিমনগর জেলায় বিনয়ের শিকড় রয়েছে ৷ সেখানকার পতিরেড্ডিপেটা গ্রামে তাঁর বাবার জন্ম ৷ হায়দরাবাদ থেকে 200 কিলোমিটার দূরে ওই গ্রাম অবস্থিত৷

Telangana man is Biden's speechwriter
ভারতীয় বংশোদ্ভুত বিনয় লিখলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রথম ভাষণ
author img

By

Published : Jan 20, 2021, 4:30 PM IST

হায়দরাবাদ, 20 জানুয়ারি : আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন জো বাইডেন ৷ আর কয়েকঘণ্টা পর তিনি শপথ নেবেন ৷ তারপর প্রেসিডেন্ট হিসেবে তিনি তাঁর প্রথম বক্তৃতা করবেন ৷ আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব ৷

কিন্তু তিনি যে বক্তৃতা করবেন, তা লিখে দিয়েছেন একজন ভারতীয় বংশোদ্ভূত৷ তাঁর নাম চেলোট্টি বিনয় রেড্ডি ৷ তাঁকেই বাইডেনের টিমে বক্তৃতা লেখার ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ বিনয় এর আগেও বাইডেনের সঙ্গে কাজ করেছেন ৷ বারাক ওবামা যখন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট ৷ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তখনও বিনয়ই ছিলেন বাইডেনের প্রধান স্ক্রিপ্টরাইটার ৷ এছাড়াও একাধিক দায়িত্ব তিনি সামলেছেন ৷

তেলাঙ্গানার করিমনগর জেলায় বিনয়ের শিকড় রয়েছে ৷ সেখানকার পতিরেড্ডিপেটা গ্রামে তাঁর বাবার জন্ম ৷ হায়দরাবাদ থেকে 200 কিলোমিটার দূরে ওই গ্রাম অবস্থিত ৷

যদিও বিনয়ের বাবা নারায়ণ রেড্ডি 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান ৷ বিনয়ের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে৷ তিনি সেখানেই বড় হয়েছেন৷ তবে তাঁর পরিবারের পতিরেড্ডিপেটা গ্রামে এখনও তিন একর জমি রয়েছে৷ আর বিনয়রাও মাঝেমধ্যে গ্রামে আসেন৷ আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করেন৷

বিনয়ের পরিবারের সঙ্গে গ্রামের যোগাযোগ বরাবরই বেশি ছিল৷ বিনয়ের ঠাকুরদার নাম তিরুপতি রেড্ডি ৷ তিনি এক সময় ওই গ্রামের প্রধান ছিলেন ৷ এখন ওই গ্রামের প্রধান তাটিকোন্ডা পুল্লাচারি৷ তিনি জানিয়েছেন যে 1980 সালে তিনি তিরুপতি রেড্ডির সঙ্গে কাজ করেছেন৷

আরও পড়ুন : 56 বছরের হ্যারিসের হাত ধরে ইতিহাসের পথে ভারত-অ্যামেরিকা

এখন বিনয়দের সম্পত্তি দেখাশোনা করেন চেলোটি শ্রী কৃষ্ণ রেড্ডি ৷ তিনি বিনয়ের আত্মীয়৷ তিনি জানান, তাঁদের পরিবার ও গ্রামের সম্মান বৃদ্ধি করলেন বিনয় ৷

হায়দরাবাদ, 20 জানুয়ারি : আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন জো বাইডেন ৷ আর কয়েকঘণ্টা পর তিনি শপথ নেবেন ৷ তারপর প্রেসিডেন্ট হিসেবে তিনি তাঁর প্রথম বক্তৃতা করবেন ৷ আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব ৷

কিন্তু তিনি যে বক্তৃতা করবেন, তা লিখে দিয়েছেন একজন ভারতীয় বংশোদ্ভূত৷ তাঁর নাম চেলোট্টি বিনয় রেড্ডি ৷ তাঁকেই বাইডেনের টিমে বক্তৃতা লেখার ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ বিনয় এর আগেও বাইডেনের সঙ্গে কাজ করেছেন ৷ বারাক ওবামা যখন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট ৷ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তখনও বিনয়ই ছিলেন বাইডেনের প্রধান স্ক্রিপ্টরাইটার ৷ এছাড়াও একাধিক দায়িত্ব তিনি সামলেছেন ৷

তেলাঙ্গানার করিমনগর জেলায় বিনয়ের শিকড় রয়েছে ৷ সেখানকার পতিরেড্ডিপেটা গ্রামে তাঁর বাবার জন্ম ৷ হায়দরাবাদ থেকে 200 কিলোমিটার দূরে ওই গ্রাম অবস্থিত ৷

যদিও বিনয়ের বাবা নারায়ণ রেড্ডি 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান ৷ বিনয়ের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে৷ তিনি সেখানেই বড় হয়েছেন৷ তবে তাঁর পরিবারের পতিরেড্ডিপেটা গ্রামে এখনও তিন একর জমি রয়েছে৷ আর বিনয়রাও মাঝেমধ্যে গ্রামে আসেন৷ আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করেন৷

বিনয়ের পরিবারের সঙ্গে গ্রামের যোগাযোগ বরাবরই বেশি ছিল৷ বিনয়ের ঠাকুরদার নাম তিরুপতি রেড্ডি ৷ তিনি এক সময় ওই গ্রামের প্রধান ছিলেন ৷ এখন ওই গ্রামের প্রধান তাটিকোন্ডা পুল্লাচারি৷ তিনি জানিয়েছেন যে 1980 সালে তিনি তিরুপতি রেড্ডির সঙ্গে কাজ করেছেন৷

আরও পড়ুন : 56 বছরের হ্যারিসের হাত ধরে ইতিহাসের পথে ভারত-অ্যামেরিকা

এখন বিনয়দের সম্পত্তি দেখাশোনা করেন চেলোটি শ্রী কৃষ্ণ রেড্ডি ৷ তিনি বিনয়ের আত্মীয়৷ তিনি জানান, তাঁদের পরিবার ও গ্রামের সম্মান বৃদ্ধি করলেন বিনয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.