ETV Bharat / international

কৃষ্ণাঙ্গ বন্দী হত্যার প্রতিবাদে উত্তাল অ্যামেরিকার রাজপথ, চলছে বিক্ষোভ

অ্যামেরিকায় কোরোনা আক্রান্তের সংখ্যা 18 লাখ ছাড়িয়েছে । লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা । তবুও বিক্ষোভকারীদের অধিকাংশের মুখেই দেখা যায় না মাস্ক । সামাজিক দূরত্বের লেশমাত্রও নেই । এই পরিস্থিতিতে হু হু করে কোরোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।

ছবি
ছবি
author img

By

Published : May 31, 2020, 9:46 AM IST

মিনেপলিস, 31 মে : অ্যামেরিকার সংশোধনাগারে কৃষ্ণাঙ্গ বন্দী জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে উত্তাল অ্যামেরিকার একাধিক এলাকা । কোরোনা সংক্রমণের আতঙ্ক সরিয়েই রাস্তায় নেমেছে বহু মানুষ । কৃষ্ণাঙ্গ বন্দীর মৃত্যুর প্রতিবাদে পুলিশের গাড়িতে আগুনও লাগায় বিক্ষোভকারীরা । গতরাতে নিউ ইয়র্ক থেকে তুলসা, লস অ্যাঞ্জেলেসে এর জেরে জখম হয়েছেন বেশ কয়েকজন । গতকাল প্ল্যাকার্ড নিয়ে 10 ঘণ্টারও বেশি সময় ধরে হোয়াইট হাউজ়ের সামনে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা ৷ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ।

সোমবার একটি ভিডিয়োতে দেখা যায়, পুলিশি হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েডের উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিন অত্যাচার করে । অভিযোগ ওঠে, প্রায় 8 মিনিট 46 সেকেন্ড ধরে চৌভিন তার হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে রাখে । যখন তার উপর এই অমানবিক নির্যাতন চলছিল, তখন ফ্লয়েডের হাত বাঁধা এবং সে নিরস্ত্র ছিল এক কৃষ্ণাঙ্গ মানুষের উপর অ্যামেরিকার পুলিশের এই অত্যাচারের প্রতিবাদেই শুরু হয় বিক্ষোভ । পুড়িয়ে দেওয়া হয় একাধিক দোকান । ভাঙচুর চলে বাড়ি-ঘরেও ।

গতকাল হোয়াইট হাউজ়ের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা । হোয়াইট হাউজ়ের সামনের মাঠ আংশিকভাবে বন্ধ করে দেয় অ্যামেরিকান সিক্রেট সার্ভিস ৷ লাফায়েট স্কয়্যার পার্কটি থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেওয়ার উদ্দেশে পার্কটি বন্ধ হয়ে গেছে বলে ঘোষণা করা হয় প্রশাসনের তরফে ৷ ঘটনাস্থানে উপস্থিত ছিল US পার্ক পুলিশ, সিক্রেট সার্ভিসের আধিকারিকরা ৷ ট্রাম্প টুইট করে জানান, " হোয়াইট হাউসে অ্যামেরিকার সিক্রেট সার্ভিসের কাজ প্রশংসার ৷ আমি ভিতরেই ছিলাম ৷ তাদের প্রতিটি পদক্ষেপ দেখেছি ৷ নিজেকে যথেষ্ট সুরক্ষিত বোধ করেছি ৷ তারা প্রতিবাদ করতে দিয়েছিল ৷ তবে যখনই তারা কোনও বিপদ বুঝেছে, পদক্ষেপ করেছে ৷" এরপর তিনি আরও লেখেন, " গতকাল বিশাল জনগোষ্ঠী ছিল ৷ তবে ভবনের কেউ কাছে আসেনি । তারা যদি আসত ৷ তবে , সিক্রেট সার্ভিস এজেন্ট কেবল পদক্ষেপের অপেক্ষায় ছিল ৷ সীমা লঙ্ঘন করলেই আহত হত প্রতিবাদীরা ৷ " এরপর ট্রাম্প পালটা প্রতিবাদের ডাক দেন ৷ ডোনাল্ড ট্রাম্প এর আগে মিনেপলিস বিক্ষোভকারীদের "ঠগ" বলেও অভিহিত করেছিলেন ও তাঁদের উপর গুলি চালানোর হুমকি দিয়েছিলেন ।

এদিকে, অ্যামেরিকায় কোরোনা আক্রান্তের সংখ্যা 18 লাখ ছাড়িয়েছে । লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা । তবুও বিক্ষোভকারীদের অধিকাংশের মুখেই দেখা যায় না মাস্ক । সামাজিক দূরত্বের লেশমাত্রও নেই । এই পরিস্থিতিতে হু হু করে কোরোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।

আজ সকাল (ভারতীয় সময়) থেকে গ্রিনউড জেলা তুলসা, ফ্লোরিডার তাল্লাস্সি, দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়া, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্কে বিক্ষোভ দেখানো শুরু হয় । কোরোনা সংক্রমণের ভিত্তিতে এই এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ।

মিনেপলিস, 31 মে : অ্যামেরিকার সংশোধনাগারে কৃষ্ণাঙ্গ বন্দী জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে উত্তাল অ্যামেরিকার একাধিক এলাকা । কোরোনা সংক্রমণের আতঙ্ক সরিয়েই রাস্তায় নেমেছে বহু মানুষ । কৃষ্ণাঙ্গ বন্দীর মৃত্যুর প্রতিবাদে পুলিশের গাড়িতে আগুনও লাগায় বিক্ষোভকারীরা । গতরাতে নিউ ইয়র্ক থেকে তুলসা, লস অ্যাঞ্জেলেসে এর জেরে জখম হয়েছেন বেশ কয়েকজন । গতকাল প্ল্যাকার্ড নিয়ে 10 ঘণ্টারও বেশি সময় ধরে হোয়াইট হাউজ়ের সামনে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা ৷ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ।

সোমবার একটি ভিডিয়োতে দেখা যায়, পুলিশি হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েডের উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিন অত্যাচার করে । অভিযোগ ওঠে, প্রায় 8 মিনিট 46 সেকেন্ড ধরে চৌভিন তার হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে রাখে । যখন তার উপর এই অমানবিক নির্যাতন চলছিল, তখন ফ্লয়েডের হাত বাঁধা এবং সে নিরস্ত্র ছিল এক কৃষ্ণাঙ্গ মানুষের উপর অ্যামেরিকার পুলিশের এই অত্যাচারের প্রতিবাদেই শুরু হয় বিক্ষোভ । পুড়িয়ে দেওয়া হয় একাধিক দোকান । ভাঙচুর চলে বাড়ি-ঘরেও ।

গতকাল হোয়াইট হাউজ়ের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা । হোয়াইট হাউজ়ের সামনের মাঠ আংশিকভাবে বন্ধ করে দেয় অ্যামেরিকান সিক্রেট সার্ভিস ৷ লাফায়েট স্কয়্যার পার্কটি থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেওয়ার উদ্দেশে পার্কটি বন্ধ হয়ে গেছে বলে ঘোষণা করা হয় প্রশাসনের তরফে ৷ ঘটনাস্থানে উপস্থিত ছিল US পার্ক পুলিশ, সিক্রেট সার্ভিসের আধিকারিকরা ৷ ট্রাম্প টুইট করে জানান, " হোয়াইট হাউসে অ্যামেরিকার সিক্রেট সার্ভিসের কাজ প্রশংসার ৷ আমি ভিতরেই ছিলাম ৷ তাদের প্রতিটি পদক্ষেপ দেখেছি ৷ নিজেকে যথেষ্ট সুরক্ষিত বোধ করেছি ৷ তারা প্রতিবাদ করতে দিয়েছিল ৷ তবে যখনই তারা কোনও বিপদ বুঝেছে, পদক্ষেপ করেছে ৷" এরপর তিনি আরও লেখেন, " গতকাল বিশাল জনগোষ্ঠী ছিল ৷ তবে ভবনের কেউ কাছে আসেনি । তারা যদি আসত ৷ তবে , সিক্রেট সার্ভিস এজেন্ট কেবল পদক্ষেপের অপেক্ষায় ছিল ৷ সীমা লঙ্ঘন করলেই আহত হত প্রতিবাদীরা ৷ " এরপর ট্রাম্প পালটা প্রতিবাদের ডাক দেন ৷ ডোনাল্ড ট্রাম্প এর আগে মিনেপলিস বিক্ষোভকারীদের "ঠগ" বলেও অভিহিত করেছিলেন ও তাঁদের উপর গুলি চালানোর হুমকি দিয়েছিলেন ।

এদিকে, অ্যামেরিকায় কোরোনা আক্রান্তের সংখ্যা 18 লাখ ছাড়িয়েছে । লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা । তবুও বিক্ষোভকারীদের অধিকাংশের মুখেই দেখা যায় না মাস্ক । সামাজিক দূরত্বের লেশমাত্রও নেই । এই পরিস্থিতিতে হু হু করে কোরোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।

আজ সকাল (ভারতীয় সময়) থেকে গ্রিনউড জেলা তুলসা, ফ্লোরিডার তাল্লাস্সি, দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়া, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্কে বিক্ষোভ দেখানো শুরু হয় । কোরোনা সংক্রমণের ভিত্তিতে এই এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.