ETV Bharat / international

"হাউডি মোদি"-তে যোগ দেবেন ট্রাম্প, "আন্তরিক ব্যবহারে" আপ্লুত মোদি

author img

By

Published : Sep 16, 2019, 11:11 AM IST

Updated : Sep 16, 2019, 12:46 PM IST

নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে দেখা যাবে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৷ তাঁর এই সিদ্ধান্তে আপ্লুত মোদি ৷

মোদি ও ট্রাম্প

ওয়াশিংটন, 16 সেপ্টেম্বর : রবিবার হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতদের একটি অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর এই সিদ্ধান্তে আপ্লুত নরেন্দ্র মোদি ৷ বলেন, "POTUS-এর (অ্যামেরিকার প্রেসিডেন্ট) এই আন্তরিক ব্যবহার ভারত ও অ্যামেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয় বহন করে ৷"

রবিবার (22 সেপ্টেম্বর) হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা "হাউডি মোদি" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ বক্তৃতা করবেন নরেন্দ্র মোদি ৷ সংগঠকদের তরফে জানানো হয়, প্রায় 50 হাজার মানুষ অনুষ্ঠানের জন্য নথিভুক্ত করেছেন ৷ এছাড়াও হাজির থাকবেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের 60 জন আইনপ্রণেতা ৷ সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প হাজির থাকতে পারেন বলে কয়েকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল ৷ অবশেষে তিনি সেখানে থাকবেন বলে গতকাল হোয়াইট হাউজ়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় ৷

  • A special gesture by @POTUS, signifying the special friendship between India and USA!

    Delighted that President @realDonaldTrump will join the community programme in Houston on the 22nd.

    Looking forward to joining the Indian origin community in welcoming him at the programme.

    — Narendra Modi (@narendramodi) September 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : "কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক", একসুরে বললেন মোদি-ট্রাম্প

এরপর আজ তা নিয়ে টুইট করেন মোদি ৷ জানান, ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারত-অ্যামেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতার পরিচয় ৷ তিনি লেখেন, "অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে আছি ৷ প্রেসিডেন্টের এই উদ্যোগ অ্যামেরিকার সমাজ ও অর্থনীতিতে ভারতীয় বংশোদ্ভুতদের অবদান ও সম্পর্কের দৃঢ়তার পরিচয় দেয় ৷" একই প্রতিক্রিয়া অ্যামেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলারও ৷ তিনি বলেন, "হাউডি মোদি অনুষ্ঠানে দুই রাষ্ট্রনেতার বক্তৃতা হবে ঐতিহাসিক ও অভূতপূর্ব ৷ এটা শুধুমাত্র ঘনিষ্ঠতা নয়, বরং দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক ও বন্ধুত্বের পরিচয় ৷"

  • The special gesture of President @realDonaldTrump to join us in Houston highlights the strength of the relationship and recognition of the contribution of the Indian community to American society and economy. #HowdyModi

    — Narendra Modi (@narendramodi) September 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : মোদি খুব ভালো ইংরেজি বলেন, কিন্তু বলতে চান না : ট্রাম্প

ওয়াশিংটন, 16 সেপ্টেম্বর : রবিবার হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতদের একটি অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর এই সিদ্ধান্তে আপ্লুত নরেন্দ্র মোদি ৷ বলেন, "POTUS-এর (অ্যামেরিকার প্রেসিডেন্ট) এই আন্তরিক ব্যবহার ভারত ও অ্যামেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয় বহন করে ৷"

রবিবার (22 সেপ্টেম্বর) হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা "হাউডি মোদি" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ বক্তৃতা করবেন নরেন্দ্র মোদি ৷ সংগঠকদের তরফে জানানো হয়, প্রায় 50 হাজার মানুষ অনুষ্ঠানের জন্য নথিভুক্ত করেছেন ৷ এছাড়াও হাজির থাকবেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের 60 জন আইনপ্রণেতা ৷ সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প হাজির থাকতে পারেন বলে কয়েকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল ৷ অবশেষে তিনি সেখানে থাকবেন বলে গতকাল হোয়াইট হাউজ়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় ৷

  • A special gesture by @POTUS, signifying the special friendship between India and USA!

    Delighted that President @realDonaldTrump will join the community programme in Houston on the 22nd.

    Looking forward to joining the Indian origin community in welcoming him at the programme.

    — Narendra Modi (@narendramodi) September 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : "কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক", একসুরে বললেন মোদি-ট্রাম্প

এরপর আজ তা নিয়ে টুইট করেন মোদি ৷ জানান, ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারত-অ্যামেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতার পরিচয় ৷ তিনি লেখেন, "অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে আছি ৷ প্রেসিডেন্টের এই উদ্যোগ অ্যামেরিকার সমাজ ও অর্থনীতিতে ভারতীয় বংশোদ্ভুতদের অবদান ও সম্পর্কের দৃঢ়তার পরিচয় দেয় ৷" একই প্রতিক্রিয়া অ্যামেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলারও ৷ তিনি বলেন, "হাউডি মোদি অনুষ্ঠানে দুই রাষ্ট্রনেতার বক্তৃতা হবে ঐতিহাসিক ও অভূতপূর্ব ৷ এটা শুধুমাত্র ঘনিষ্ঠতা নয়, বরং দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক ও বন্ধুত্বের পরিচয় ৷"

  • The special gesture of President @realDonaldTrump to join us in Houston highlights the strength of the relationship and recognition of the contribution of the Indian community to American society and economy. #HowdyModi

    — Narendra Modi (@narendramodi) September 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : মোদি খুব ভালো ইংরেজি বলেন, কিন্তু বলতে চান না : ট্রাম্প

New Delhi, Sep 16 (ANI): Defence expert Ranjit Bhavnani Rai on September 16 reacted on over 2050 incidents of unprovoked ceasefire violation by Pakistan in 2019 in which 21 civilians were killed. Rai supported the India's assertion calling Pakistani administration to adhere to the 2003 ceasefire agreement and said that Pakistan was the one who broke the 2003 ceasefire understanding.

Last Updated : Sep 16, 2019, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.