ETV Bharat / international

আন্তর্জাতিক আইন অনুযায়ী হবে দক্ষিণ চিন সমুদ্র বিতর্কের সমাধান : পম্পেও

author img

By

Published : Jun 28, 2020, 12:40 PM IST

ASEAN সামিটের পর অ্যামেরিকার বিদেশসচিব মাইকেল পম্পেও টুইট করলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চিন সমুদ্র বিতর্কের সমাধান করা হবে ৷

South China Sea disputes should be resolved in line with international law: Michael Pompeo
আন্তর্জাতিক আইন অনুযায়ী হবে দক্ষিণ চিন সমুদ্র বিতর্কের সমাধান , বললেন পম্পেও

ওয়াশিংটন , 28 জুন : দক্ষিণ চিন সমুদ্র বিতর্কের সমাধান করা হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ৷ ASEAN সামিটে আমন্ত্রিত দেশগুলির বক্তব্যকে স্বাগত জানিয়ে গতকাল এমনই টুইট করলেন অ্যামেরিকার বিদেশসচিব মাইকেল পম্পেও ৷

গতকাল মাইকেল পম্পেও টুইট করেন, অ্যামেরিকা ASEAN - এ আমন্ত্রিত দেশগুলির বক্তব্যকে স্বাগত জানায় ৷ UNCLOS ( ইউনাইটেড নেশনস কনভেনশন ফর দা ল অফ দা সি ) সহ আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চিন সামুদ্রিক বিতর্কের সমাধান করা হবে ৷ SCS-কে তার সমুদ্র সাম্রাজ্য হিসাবে বিবেচনা করার অনুমতি দেওয়া যাবে না চিনকে । শীঘ্রই এই বিষয়ে আমাদের আরও কিছু বলব ৷

শুক্রবার 37 তম ASEAN সামিট হয় ৷ সেখানে সদস্য দেশগুলি দক্ষিণ চিন সমুদ্রের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি যৌথ বিবৃতি দেয় । ASEAN সদস্য দেশগুলি দক্ষিণ চিন সমুদ্রের উপরে শান্তি, সুরক্ষা, স্থিতিশীলতা, নৌচালনার স্বাধীনতা ও সমুদ্রের উপর দিয়ে বিমান চলার পাশাপাশি দক্ষিণ চিন সমুদ্রে 1982 সালের UNCLOS সহ আন্তর্জাতিক আইনকে জারি রাখার বিষয়ে জোর দিয়েছে । 2002 সালের দক্ষিণ চিন সমুদ্রে কনডাক্ট অফ পার্টি (DOC) - র সম্পূর্ণ ও কার্যকরভাবে বাস্তবায়নের দিকে সক্রিয়ভাবে জোর দেওয়ার কথা বলা হয়েছে ৷

দক্ষিণ চিন সমুদ্রের কয়েকটি দ্বীপ নিজেদের অধীনে বলে দাবি করে চিন ৷ অন্যদিকে, ইন্দোনেশিয়া, ব্রুনেই ও ফিলিপিনসও সেগুলিকে নিজেদের অঞ্চল বলে দাবি করে ৷ এর আগে, পম্পেও 2 জুন টুইট করেন, রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনেরালকে চিনের অবৈধভাবে দক্ষিণ চিন সমুদ্রের দ্বীপগুলির উপর দাবির প্রতিবাদ করার জন্য একটি চিঠিও দেন ৷

ওয়াশিংটন , 28 জুন : দক্ষিণ চিন সমুদ্র বিতর্কের সমাধান করা হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ৷ ASEAN সামিটে আমন্ত্রিত দেশগুলির বক্তব্যকে স্বাগত জানিয়ে গতকাল এমনই টুইট করলেন অ্যামেরিকার বিদেশসচিব মাইকেল পম্পেও ৷

গতকাল মাইকেল পম্পেও টুইট করেন, অ্যামেরিকা ASEAN - এ আমন্ত্রিত দেশগুলির বক্তব্যকে স্বাগত জানায় ৷ UNCLOS ( ইউনাইটেড নেশনস কনভেনশন ফর দা ল অফ দা সি ) সহ আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চিন সামুদ্রিক বিতর্কের সমাধান করা হবে ৷ SCS-কে তার সমুদ্র সাম্রাজ্য হিসাবে বিবেচনা করার অনুমতি দেওয়া যাবে না চিনকে । শীঘ্রই এই বিষয়ে আমাদের আরও কিছু বলব ৷

শুক্রবার 37 তম ASEAN সামিট হয় ৷ সেখানে সদস্য দেশগুলি দক্ষিণ চিন সমুদ্রের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি যৌথ বিবৃতি দেয় । ASEAN সদস্য দেশগুলি দক্ষিণ চিন সমুদ্রের উপরে শান্তি, সুরক্ষা, স্থিতিশীলতা, নৌচালনার স্বাধীনতা ও সমুদ্রের উপর দিয়ে বিমান চলার পাশাপাশি দক্ষিণ চিন সমুদ্রে 1982 সালের UNCLOS সহ আন্তর্জাতিক আইনকে জারি রাখার বিষয়ে জোর দিয়েছে । 2002 সালের দক্ষিণ চিন সমুদ্রে কনডাক্ট অফ পার্টি (DOC) - র সম্পূর্ণ ও কার্যকরভাবে বাস্তবায়নের দিকে সক্রিয়ভাবে জোর দেওয়ার কথা বলা হয়েছে ৷

দক্ষিণ চিন সমুদ্রের কয়েকটি দ্বীপ নিজেদের অধীনে বলে দাবি করে চিন ৷ অন্যদিকে, ইন্দোনেশিয়া, ব্রুনেই ও ফিলিপিনসও সেগুলিকে নিজেদের অঞ্চল বলে দাবি করে ৷ এর আগে, পম্পেও 2 জুন টুইট করেন, রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনেরালকে চিনের অবৈধভাবে দক্ষিণ চিন সমুদ্রের দ্বীপগুলির উপর দাবির প্রতিবাদ করার জন্য একটি চিঠিও দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.