ওয়াশিংটন, 11 অগাস্ট : হোয়াইট হাউজ়ের বাইরে গুলি চলার জের । হোয়াইট হাউজ়ের ব্রিফিং রুম থেকে তড়িঘড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে । অ্যামেরিকার স্থানীয় সময় সোমবার দুপুরের ঘটনা ।
এর মিনিট খানেকের মধ্যে ব্রিফিং রুমে ফিরে আসেন ট্রাম্প । জানান, বাইরে গুলি চলেছে । একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যে হোয়াইট হাউজ়ের বাইরে গুলি চালিয়েছিল তাকে নিরস্ত করতে গুলি চালিয়েছে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা । এতে জখম হয়েছে সেই অভিযুক্ত । ট্রাম্প আরও জানান, গুলি চলার সঙ্গে সঙ্গে তাঁকে নিরাপদ জায়গায় নিয়ে যান সিক্রেট সার্ভিসের এক এজেন্ট ।
হোয়াইট হাউজ়ের বাইরে কে, কী উদ্দেশ্যে গুলি চালাল তা নিয়ে প্রাথমিকভাবে কিছু জানায়নি নিরাপত্তারক্ষীরা । জখম অভিযুক্তকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে সে কতটা জখম তাও জানা যায়নি । পরে US সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়, ঘটনার তদন্ত শুরু হয়েছে । সিক্রেট সার্ভিসের এক আধিকারিক ও একজন পুরুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
বিষয়টি নিয়ে পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানান । বলেন, "নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানাচ্ছি । তাঁরা দ্রুত পদক্ষেপ করেছেন ।"