শিকাগো, 22 জুলাই : শিকাগোর গ্রেসহ্যাম সংলগ্ন এলাকায় দুষ্কৃতীর গুলিতে আহত হল 14 জন ৷ গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ একটি শেষকৃত্যের অনুষ্ঠান চলার সময় গুলি চালায় ওই দুষ্কৃতী ৷ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ ৷
গতকাল গ্রেসহ্যাম সংলগ্ন এলাকায় একজনের শেষকৃত্য চলছিল । সেই সময় একটি কালো গাড়ি করে সেখানে এসে গুলি চালাতে শুরু করে এক দুষ্কৃতী ৷ 14 জন আহত হয়েছে ৷ তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
শিকাগো দমকল বিভাগের মুখপাত্র ল্যারি ল্যাঙ্গফোর্ড বলেন, ‘‘ঘটনাস্থান থেকে 11 জনকে উদ্ধার করা হয়েছে ৷ বাকিরা নিজেদের গাড়িতে হাসপাতালে পৌঁছান ৷ আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ৷’’ ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷
আশপাশের বাসিন্দারা বলেন, গতকাল তাঁরা আচমকা গুলির শব্দ শুনতে পান ৷ একটি গাড়িতে ছ’টি গুলির চিহ্ন দেখেন তাঁরা ৷ গত সপ্তাহের শেষে শিকাগোর একাধিক জায়গায় গুলি চালনার ঘটনায় 70 জন আহত হয়েছে ৷ মৃত্যু হয়েছে 11 জনের ৷