ETV Bharat / international

আমেরিকায় এলোপাথাড়ি গুলিতে মৃত 8, আত্মঘাতী আততায়ী

author img

By

Published : Apr 16, 2021, 2:14 PM IST

ফেড এক্সের কর্মীদের আত্মীয়েরা ছুটি কাটাতে এসেছিলেন ৷ সেইখানেই এক গানম্যান বেশ কয়েকজনকে গুলি করে বলে খবর ৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী 8 জনের মৃত্যু হয়েছে ৷ যদিও কতজন জখম হয়েছেন, তা এখনও জানা যায়নি ৷

আমেরিকায় গানম্যানের গুলিতে মৃত 8, আত্মঘাতী গানম্য়ান
আমেরিকায় গানম্যানের গুলিতে মৃত 8, আত্মঘাতী গানম্য়ান

ওয়াশিংটন, 16 এপ্রিল : বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিসে আততায়ীর গুলিতে মৃত 8 ৷ পুলিশের তরফ থেকে জানা গেছে, শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফেড এক্সের একটি দফতরের কাছে ঘটনাটি ঘটে ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

ফেড এক্সের কর্মীদের আত্মীয়েরা ছুটি কাটাতে এসেছিলেন ৷ সেইখানেই এক আততায়ী বেশ কয়েকজনকে গুলি করে বলে খবর ৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী 8 জনের মৃত্যু হয়েছে ৷ যদিও কতজন জখম হয়েছেন, তা এখনও জানা যায়নি ৷ গুলি করার পর আততায়ী আত্মহত্যা করে বলে জানা গেছে ৷

গত কয়েক সপ্তাহে এই নিয়ে বেশ কয়েকটি শুটআউটের ঘটনা ঘটেছে ৷ গত মাসের শেষ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্তে একটি শুট আউটে এক শিশু সহ চারজনের মৃত্যু হয় ৷ 22 মার্চ কলোরাডো-র বাউল্ডারের এক দোকানে শুটআউটে 10 জনের মৃত্যু হয় ৷ এই ঘটনার এক সপ্তাহ আগে জর্জিয়ার আটলান্টায় এক আততায়ীর গুলিতে 6 মহিলা সহ 8 জনের মৃত্যু হয় ৷

আরও পড়িন : বৈশাখী-র মাহাত্ম্যকে স্বীকৃতি দিতে প্রস্তাব পেশ মার্কিন কংগ্রেসে

আমেরিকায় গানম্যানের গুলিতে প্রতিবছর প্রায় 40 হাজার মানুষ প্রাণ হারান এবং অধিকাংশ ক্ষেত্রেই আততায়ী আত্মহত্যা করে ৷ প্রেসিডেন্ট জো বাইডেন এই মাসে ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন, যেগুলি বন্দুক হামলার ঘটনা কমাবে বলে দাবি করেন তিনি ৷

ওয়াশিংটন, 16 এপ্রিল : বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিসে আততায়ীর গুলিতে মৃত 8 ৷ পুলিশের তরফ থেকে জানা গেছে, শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফেড এক্সের একটি দফতরের কাছে ঘটনাটি ঘটে ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

ফেড এক্সের কর্মীদের আত্মীয়েরা ছুটি কাটাতে এসেছিলেন ৷ সেইখানেই এক আততায়ী বেশ কয়েকজনকে গুলি করে বলে খবর ৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী 8 জনের মৃত্যু হয়েছে ৷ যদিও কতজন জখম হয়েছেন, তা এখনও জানা যায়নি ৷ গুলি করার পর আততায়ী আত্মহত্যা করে বলে জানা গেছে ৷

গত কয়েক সপ্তাহে এই নিয়ে বেশ কয়েকটি শুটআউটের ঘটনা ঘটেছে ৷ গত মাসের শেষ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্তে একটি শুট আউটে এক শিশু সহ চারজনের মৃত্যু হয় ৷ 22 মার্চ কলোরাডো-র বাউল্ডারের এক দোকানে শুটআউটে 10 জনের মৃত্যু হয় ৷ এই ঘটনার এক সপ্তাহ আগে জর্জিয়ার আটলান্টায় এক আততায়ীর গুলিতে 6 মহিলা সহ 8 জনের মৃত্যু হয় ৷

আরও পড়িন : বৈশাখী-র মাহাত্ম্যকে স্বীকৃতি দিতে প্রস্তাব পেশ মার্কিন কংগ্রেসে

আমেরিকায় গানম্যানের গুলিতে প্রতিবছর প্রায় 40 হাজার মানুষ প্রাণ হারান এবং অধিকাংশ ক্ষেত্রেই আততায়ী আত্মহত্যা করে ৷ প্রেসিডেন্ট জো বাইডেন এই মাসে ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন, যেগুলি বন্দুক হামলার ঘটনা কমাবে বলে দাবি করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.