ETV Bharat / international

অ্যামেরিকার একাধিক হাসপাতালের ওয়েবসাইটে হ্য়াকারদের হানা - মার্কিন স্বাস্থ্য় বিভাগ

এই সপ্তাহে অন্তত তিনটি হাসপাতালের ওয়েবসাইটে এই হানা হয়েছে বলে জানিয়েছে অ্যামেরিকার একটি সাইবার সিকিউরিটি সংস্থা ।

russian-speaking-hackers-hit-us-hospitals-with-ransomware
মার্কিন হাসপাতালে রাশিয়ান ভাষায় কথা বলা হ্য়াকারদের হানা
author img

By

Published : Oct 30, 2020, 3:53 PM IST

ওয়াশিংটন, 30 অক্টোবর : অ্যামেরিকার কয়েকটি হাসপাতালের ওয়েবসাইটে সাইবার হানার অভিযোগ ৷ এর পিছনে রাশিয়ান হ্য়াকারদের হাত রয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের তরফে জানানো হয়েছে ৷

এই সপ্তাহে অন্তত তিনটি হাসপাতালের ওয়েবসাইটে এই হানা হয়েছে বলে জানিয়েছে অ্যামেরিকার একটি সাইবার সিকিউরিটি সংস্থা ।

এই হামলার পিছনে পূর্ব ইউরোপের কোনও দেশের হ্য়াকাররা রয়েছে বলে দাবি করেছেন অ্যামেরিকার সাইবার বিশ্লেষকরা ৷ হ্য়াকাররা রাশিয়ান ভাষায় কথা বলেন বলে জানিয়েছেন তাঁরা ৷ এমনকী সেই হ্য়াকারের দলটি UNC1878 নামে পরিচিত বলে তাদের রিপোর্টে বলা হয়েছে ৷ FBI এবং অ্যামেরিকার স্বাস্থ্য় বিভাগের তরফে এনিয়ে যৌথভাবে সতর্কতা জারি করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে কীভাবে এই সাইবার হানা আটকানো যায়, তার ব্যবস্থা করা হচ্ছে ৷

3 নভেম্বর অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার আগে UNC1878 হ্য়াকার দলটির হানা ভাবাচ্ছে অ্যামেরিকার নিরাপত্তা সংস্থাগুলিকে ৷

তবে এই মুহূর্তে হ্য়াকার দলটি অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে সক্ষম হয়নি ৷ তবে, তেমন পরিস্থিতি যাতে তৈরি না হয় তার দিকে কড়া নজর রাখা হচ্ছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলি ৷

ওয়াশিংটন, 30 অক্টোবর : অ্যামেরিকার কয়েকটি হাসপাতালের ওয়েবসাইটে সাইবার হানার অভিযোগ ৷ এর পিছনে রাশিয়ান হ্য়াকারদের হাত রয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের তরফে জানানো হয়েছে ৷

এই সপ্তাহে অন্তত তিনটি হাসপাতালের ওয়েবসাইটে এই হানা হয়েছে বলে জানিয়েছে অ্যামেরিকার একটি সাইবার সিকিউরিটি সংস্থা ।

এই হামলার পিছনে পূর্ব ইউরোপের কোনও দেশের হ্য়াকাররা রয়েছে বলে দাবি করেছেন অ্যামেরিকার সাইবার বিশ্লেষকরা ৷ হ্য়াকাররা রাশিয়ান ভাষায় কথা বলেন বলে জানিয়েছেন তাঁরা ৷ এমনকী সেই হ্য়াকারের দলটি UNC1878 নামে পরিচিত বলে তাদের রিপোর্টে বলা হয়েছে ৷ FBI এবং অ্যামেরিকার স্বাস্থ্য় বিভাগের তরফে এনিয়ে যৌথভাবে সতর্কতা জারি করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে কীভাবে এই সাইবার হানা আটকানো যায়, তার ব্যবস্থা করা হচ্ছে ৷

3 নভেম্বর অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ তার আগে UNC1878 হ্য়াকার দলটির হানা ভাবাচ্ছে অ্যামেরিকার নিরাপত্তা সংস্থাগুলিকে ৷

তবে এই মুহূর্তে হ্য়াকার দলটি অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে সক্ষম হয়নি ৷ তবে, তেমন পরিস্থিতি যাতে তৈরি না হয় তার দিকে কড়া নজর রাখা হচ্ছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.