ETV Bharat / international

ধর্মীয় ও রাজনৈতিক জনসমাগমেই ভারতে কোভিড বিস্ফোরণ: হু

ভারতে করোনাভাইরাসের ভয়ংকর পরিস্থিতির জন্য ধর্মীয় ও রাজনৈতিক জনসমাগমকেই দায়ী করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ অতিমারির সাপ্তাহিক রিপোর্টে তারা এ কথা বলেছে ৷

Religious, Political Events Among Factors Behind Covid Spike In India, says WHO
ধর্মীয় ও রাজনৈতিক জনসমাগমেই ভারতে কোভিড বিস্ফোরণ: হু
author img

By

Published : May 13, 2021, 12:31 PM IST

নয়াদিল্লি, 13 মে: পরপর ধর্মীয় অনুষ্ঠান ও রাজনৈতিক জমায়েতের কারণেই ভারতে কোভিড বিস্ফোরণ ৷ এমনই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৷ ওই জমায়েতে সামাজির মিশ্রণই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার অন্যতম ফ্যাক্টর বলে দাবি করেছে হু ৷

বুধবার অতিমারির সাপ্তাহিক আপডেট দিতে গিয়ে হু জানিয়েছে, "ভারতের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে হু দেখেছে যে, ভারতে কোভিড 19-এর বাড়-বাড়ন্তের জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে ৷ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক জনসমাগম, যেখানে সামাজিক মিশ্রণ খুবই বৃদ্ধি পায়, সেগুলিই কোভিডের সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ ৷"

আরও পড়ুন: ক্লাস বন্ধ হলেও মাস্ক ছাড়াই মিছিলে শাহ, সোশ্যালে রোষ খড়গপুর-IIT ছাত্রছাত্রীদের

ভারতের পাশাপাশি গোটা বিশ্বের পরিস্থিতিও তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ জানানো হয়েছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে সামান্য কমেছে কোভিড সংক্রমণ ও মৃত্যু ৷ মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে 5.5 মিলিয়ন ও মৃতের সংখ্যা 90,000 ছাড়িয়ে গিয়েছে ৷ নতুন করে আক্রান্তের সংখ্যায় সবার উপরে রয়েছে ভারত ৷ এরপর রয়েছে যথাক্রমে ব্রাজিল, আমেরিকা, তুরস্ক ও আর্জেন্টিনা ৷

নয়াদিল্লি, 13 মে: পরপর ধর্মীয় অনুষ্ঠান ও রাজনৈতিক জমায়েতের কারণেই ভারতে কোভিড বিস্ফোরণ ৷ এমনই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৷ ওই জমায়েতে সামাজির মিশ্রণই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার অন্যতম ফ্যাক্টর বলে দাবি করেছে হু ৷

বুধবার অতিমারির সাপ্তাহিক আপডেট দিতে গিয়ে হু জানিয়েছে, "ভারতের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে হু দেখেছে যে, ভারতে কোভিড 19-এর বাড়-বাড়ন্তের জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে ৷ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক জনসমাগম, যেখানে সামাজিক মিশ্রণ খুবই বৃদ্ধি পায়, সেগুলিই কোভিডের সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ ৷"

আরও পড়ুন: ক্লাস বন্ধ হলেও মাস্ক ছাড়াই মিছিলে শাহ, সোশ্যালে রোষ খড়গপুর-IIT ছাত্রছাত্রীদের

ভারতের পাশাপাশি গোটা বিশ্বের পরিস্থিতিও তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ জানানো হয়েছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে সামান্য কমেছে কোভিড সংক্রমণ ও মৃত্যু ৷ মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে 5.5 মিলিয়ন ও মৃতের সংখ্যা 90,000 ছাড়িয়ে গিয়েছে ৷ নতুন করে আক্রান্তের সংখ্যায় সবার উপরে রয়েছে ভারত ৷ এরপর রয়েছে যথাক্রমে ব্রাজিল, আমেরিকা, তুরস্ক ও আর্জেন্টিনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.